হে মুক্তিযুদ্ধ

লিখেছেন লিখেছেন অজানা নগরী ১৯ জুলাই, ২০১৩, ০৪:০৫:৪৪ বিকাল

হে মুক্তিযুদ্ধ

.........শাহ্‌ সরকার মুহাম্মদ ফারুর

মুক্তিযুদ্ধ তুমি নহ আমার

তুমি আমাদের সোনালী স্বপ্নের দার ,

তুমি একক স্পন্দন নও

সবারি মাঝে হয়েছ একাকার ।

কৃষকের মত ঘুম তোমার সহসা অঘ্নি চোখে

নিবিরে বয়েছে তোমার মুক্তির ধারা ,

তীব্র ঝঞ্ঝা মহাশ্মশান রুখে

তুমি মুক্তিযুদ্ধ আছো মুক্তির পথে ।

তুমি চঞ্চলা গতিবেগ তোমার ঊর্ধ্ব শিকলে গাঁথা

তুমি ভোরের জয়কার সোনালী ধারা ,

হে মুক্তিযুদ্ধ

তুমি আমার মুক্তির ধারা ।

তুমি নব্য জাতকের শিশির শুদ্ধ রেনু

হে মুক্তিযুদ্ধ তুমি বিজয়ের অক্ষয় বেণু ,

তুমি শিল্পের প্রাচুর্য সম কল্পতরু

হে মুক্তিযুদ্ধ তুমি অমর জয়ের ধেনু ।

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File