ভালবাসা

লিখেছেন লিখেছেন রুবেল মহাজন ২৪ জুলাই, ২০১৩, ০১:০৩:০২ দুপুর

অসহ্য কষ্ট মনে রেখে চুপচাপ একা বসে আছি।।

নিঃশব্দ আকাশে বৃষ্টি ঝরছে,অজস্র ফোটাঁ জলে সিক্ত

পৃথিবী।।

আর আমি আড়ালে,স্তব্ধ চোখে দেখছি বৃষ্টি আনমনে।।

কষ্টের কান্না বাড়ছে, তীব্র কষ্টের ব্যথা আজ

নীলচে নীলিমায় গিয়ে মিশেছে।।

মেঘের কান্না ছুয়েঁ, আকাশ আজ সিক্ত...

নিস্তব্ধ বাগানে, ফুলে হাত রেখে আমি রক্তাক্ত...

একাকী নিঃসঙ্গ এই জীবন টা চালকহীন নৌকার মতই

ভেসে চলেছে অজানার পথে।।

collected

বিষয়: বিবিধ

১৩৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File