গমের শীষ!!!!!!
লিখেছেন লিখেছেন আবদুজ জাওয়াদ ১৮ জুলাই, ২০১৩, ০৫:৩২:১৩ বিকাল
ভাই, মার্কাটা কি???? গমের শীষ!!!
আগামী নির্বাচনে জনগণকে ধোঁকায় ফেলার আরেকটি নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশন ক্ষমতাসীন আওয়ামীলীগের রোডম্যাপ অনুযায়ী এগুচ্ছে। আবার ওই দলের নাম রাখা হয়েছে বি এন এফ। এমনকি সে দলের রং,লগো পর্যন্ত নকল করা হয়েছে। আগুল নকল করা হয়েছে বর্তমানের বিরোধী দল বিএনপি থেকে। একটা বৃহৎ রাজনৈতিক দলকে অস্তিত্তের সঙ্কটে ফেলার প্রক্রিয়া চলছে। অথচ এখানে বিএনপির নিরবতা তাদেরকে হাসির পাত্রে পরিনত করেছে। এভাবে হলে সামনের নির্বাচনে আমরা একটি বড় বিপর্যয় দেখতে পাব।।
বিষয়: বিবিধ
১২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন