** বৃষ্টিস্নাত চাঁদ বিহীন রাতের গান **
লিখেছেন লিখেছেন মুজাহিদ খান বাবু ১৫ আগস্ট, ২০১৩, ০৯:১৮:২০ রাত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মোহাম্মদের একটি গান আছে। গানটির গীতিকার-সুরকার শিল্পী নিজেই। শেখ হাসিনার প্রথম (১৯৯৬-২০০১) সরকারের শাসনকালে, রাষ্ট্রীয় দূরদর্শন বিটিভি'তে এই গান নিয়মিত প্রচার করা হতো। গানটি হলো,"সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ।"
ব্যক্তির গুণকীর্তনে রচিত গানে, সাধারণত — ওই ব্যক্তিকে অতিমানব হিসেবে উপস্থাপন করা হয়। এটিও তার ব্যতিক্রম নয়। তবে, সংগীতমান বিচারে গানটি অসাধারণ। গীতি রচনা ও সুর সৃষ্টিতে সাদি মোহাম্মদ,
যে মুন্সিয়ানা দেখিয়েছেন —
সেটা অস্বীকার করার উপায় নেই। শেখ মুজিবকে নিয়ে
আরও অসংখ্য শ্রুতিমধুর গান আছে। সেসবের মধ্যে —
"যদি রাত পোহালে শোনা যেত..." শীর্ষক গানটি
বিশেষভাবে প্রতিধান যোগ্য।
শহীদ জিয়াউর রহমানকে নিয়েও বেশকিছু গান রচিত
হয়েছে। হবেই না বা কেন? সাংস্কৃতিক বোদ্ধা মহলে
বিএনপি'র জনপ্রিয়তা, আওয়ামীলীগের চেয়ে বেশী বৈ
কম নয়। বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক
সম্পাদকের পদ অলংকৃত করে আছেন — প্রখ্যাত সংগীতস্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার। বর্তমানে জীবিত
সংগীতকারদের মধ্যে তিনিই সর্বশ্রেষ্ঠ। বিএনপি'র
সহযোগী সংগঠন জাসাসে আছেন, স্বাধীন বাংলা বেতার
কেন্দ্রের অন্যতম প্রধান কণ্ঠযোদ্ধা আপেল মাহমুদ।
জাসাসের মহাসচিব হিসেবে দায়িত্বপালন করছেন নন্দিত
কণ্ঠশিল্পী মনির খান। ব্লাক ডায়মন্ড খ্যাত সংগীত তারকা
বেবী নাজনীন'তো নিজেকে জিয়াউর রহমানের
কন্যা (পালিত) দাবি করেন। কিন্তু, জিয়াউর রহমানকে
নিয়ে উল্লেখযোগ্য কোনো গান আজও রচিত হয় নি।
যেগুলো আছে, সেগুলো শ্রুতিমধুর নয়। মান বিচারেও
সেগুলো অনুত্তীর্ণ। আসলে জাতীয়তাবাদী ধারার
সাংস্কৃতিক কলাকুশলীরা বিএনপি'র পক্ষে কতটা সক্রিয়,
তা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। জিয়াউর রহমানকে
উপজীব্য করে, দু-চারটি কালজয়ী গান রচনা করা —
গাজী মাজহারুল আনোয়ার বা আপেল মাহমুদের পক্ষে
অসম্ভব ; এমন কথা আমি বিশ্বাস করি না। তারা কেন
করছেন না — সেটি একটি রহস্য।
পুনশ্চ :- পৃথিবীতে দুই শ্রেণির মুসলিম আছে। একশ্রেণী
ধর্মপ্রাণ। এরা মুমিন-মুসলমান। আর এক শ্রেণি
নামকাওয়াস্তে। এরা কালিমা বিশ্বাস করে সত্য —
কিন্তু, অন্যসব নিয়মকানুন খুব একটা মানে না। আমিও
নিজেও ধর্মকর্ম তেমন চর্চা করি না। তবে, যারা কালিমা
বিশ্বাস করে ; তাদেরকে অমুসলিম বলার সুযোগ নেই।
আজ ১৫ আগস্ট । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী।
একজন মুসলিম হিসেবে শেখ মুজিবসহ নিহতদের আত্মার
মাগফিরাত কামনা করছি।
বিষয়: রাজনীতি
২০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন