৯০ বছরের জন্য বিবেকহীন
লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ২৯ জুলাই, ২০১৩, ০৮:৩০:১৩ রাত
বর্ণমালার চোখে দৃষ্টি ফোটাবে বলে,
সেদিন রাজপথে
ডাকসু আর আমতলার রোখে,
পায়ের ছাপ ফেলে গেলে।
সে ছাপ মুছে দিয়েছে চেতনা ধারীরা ,
দেয়নি ত্যাগের দাম ,
মুছতে পারেনি ইতিহাসের পাতা ,
কিংবা মানুষের হৃদয় থেকে তোমার প্রিয় নাম।
তুমি স্বপ্ন দেখেছিলে -
উসর রাতের অনাবাদী মাঠে ,
সুনসান মানবতার শ্মশান ঘাঁটে ,
অনাহারীদের ডাকবে আলোর মিছিলে।
তোমার দু চোখে ভেসে ছিল ,
লাল ফিরাদাউসের স্বপ্ন আঁকা ,
তারুণ্যকে জানালে
মনকে কাজ দেওয়ার গুরু গাঁথা ।
তুমি বলেছিলে ,
যিনি একমাত্র স্রস্টা ,
তার তরে বন্দনা হবে জীবন্ত ,
জেগে গিয়েছিল যতো বিশ্বাসী মন ,
কতকাল যা ছিল জানি ঘুমন্ত ।
লউহে মাহফুজের কালাম অনুবাদে ,
তোমার প্রজ্ঞার ঢেউ ,
কোটি নব্বই বছরে তা কি
ছিনাতে পারবে কেউ?
লজ্জাহীন মুনাফিক এক দাসের জাতি আমরা ,
তোমাকে দিয়েছি বন্দি শিকল , কারাগারে খাস কামরা।
শেষ বিচারের ওই দিনে জানি
শাফায়াৎ তুমি পাবে ,
জাহান্নামের পুঁজের সাগরে
হায়নারা খাবি খাবে ।
সীমান্তে দেখি নিরপরাধ লোক ,
স্বাধীন দেশেও মরে,
জানতে কি তুমি ,
এই অরক্ষিত স্বাধীনতা যাবে ঝরে?
বদনসিব আর ধ্বংসের দ্বারে এসেছি পৌঁছে কবে?
রাতের শেষে জানিনা কোনোদিন
আবার ও কি ভোর হবে?
যুগে যুগে তাই চেয়ে দেখি
ওই শৃগালের উল্লাস ,
পশুর প্রানে থাকতে পারেকি মনুষ্য বসবাস?
কারাগারে আজ কাঁদে তোমার সত্য প্রিয় প্রাণ ,
জাতির প্রানে আফসোস জাগে জীবনে কি দেখলাম!
রাতের আঁধারে তোমার মতন অনেকের লিস্টি হাতে ,
জাগবে জনতা একদিন ঠিক ই কোন এক প্রভাতে ,
সেদিন হয়তো থাকবেনা তুমি
দেখবেনা সে বিজয়
তবু জেনো এমন পুরুষের হয়না কোন ক্ষয়
প্রমাণ আর যতো সত্যতা আদালতে ভাষাহীন
পৃথিবীর সব কাঠগড়া হোল ৯০ বছরের জন্য বিবেকহীন ।
বিষয়: সাহিত্য
১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন