দর্গা বাবা
লিখেছেন লিখেছেন সত্যের ১১ অক্টোবর, ২০১৫, ০৮:৫০:২২ সকাল
কিছু হিন্দুকে মাজারে আসতে দেখা যায়।
কারন হয়তো, তাদের শুধু মা আছে, যেমন দুর্গা মা.......
বাবা নেই
তাই বাবার আশির্বাদ নেওয়ার জন্য দর্গা বাবা'র মাজারে আসে
উল্লেখ্য ইসলামে দর্গা বাবা বা মাজার করা নিষেধ ।
চাওয়া-পাওয়ার জন্য যাওয়া শির্ক ----------
বিষয়: বিবিধ
১৪৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিস্তারিত জানতে আমার ওয়ালে পোস্ট পড়ুন।
কাব্যাংশ
-কাজী নজরুল ইসলাম
তাওহীদের হয় এ চিরসেবক
ভুলিয়া গিয়াছো সে তাকবীর
দুর্গা নামের কাছাকাছি প্রায়
দরগায় গিয়া লুটাও শির।
ওদের যেমন রাম নারায়ণ
মোদের তেমন মানিক পীর
ওদের চাউল আর কলার সাথে
মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর।
ওদের শিব ও শিবানীর সাথে
আলী ফাতেমার মিতালী বেশ
হাসানরে করিয়াছি কার্তিক আর
হোসেনরে করিয়াছি গজ গনেশ।
বিশ্ব যখন এগিয়ে চলেছে
মোরা আছি বসে
বিবি তালাকের ফতোয়া খুঁজি
কুরআন-হাদীস চষে।
হানাফী শাফেয়ী মালেকী হাম্বলী
মিটেনি তখনও গোল
এমনি সময় আযরাইল এসে
হাঁকিলো তলপি তোল।
বাহিরের দিকে যত মরিয়াছি
ভিতরের দিকে তত
গুণতিতে মোরা বাড়িয়া চলেছি
গরু ছাগলের মত।
(সংক্ষপিত)
মন্তব্য করতে লগইন করুন