দর্গা বাবা

লিখেছেন লিখেছেন সত্যের ১১ অক্টোবর, ২০১৫, ০৮:৫০:২২ সকাল



কিছু হিন্দুকে মাজারে আসতে দেখা যায়।

কারন হয়তো, তাদের শুধু মা আছে, যেমন দুর্গা মা.......

বাবা নেই

তাই বাবার আশির্বাদ নেওয়ার জন্য দর্গা বাবা'র মাজারে আসে

উল্লেখ্য ইসলামে দর্গা বাবা বা মাজার করা নিষেধ ।

চাওয়া-পাওয়ার জন্য যাওয়া শির্ক ----------

বিষয়: বিবিধ

১৪৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345302
১১ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৫৪
হতভাগা লিখেছেন : সব ভন্ডদের জায়গা এই সব দর্গা
345320
১১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩৪
জ্ঞানের কথা লিখেছেন : দর্গা যাওয়া মানে শির্ক করা। পীর ধরুন পীর। জাহাজ দিয়ে পাড় করে দিবে।

বিস্তারিত জানতে আমার ওয়ালে পোস্ট পড়ুন।
345390
১২ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এত ছোট লেখা ফেসবুকের জন্য মানানসই, ব্লগে বিস্তারিত আলোচনাই কাম্য। তবে ছোটকথায় ভালো। কিন্তু আমার মনে হয় অন্য ধর্মের বিষয়বস্তু টেনে এনে ইসলামকে মহান প্রমাণ করতে গেলে বরং কাদা ছুড়াছুড়ি বাড়বে। তার চেয়ে ইসলামের মূল বাণী তুলে ধরাটাই ভাল।
345395
১২ অক্টোবর ২০১৫ দুপুর ০১:০৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
345971
১৭ অক্টোবর ২০১৫ সকাল ০৫:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : দর্গা বাবা।চমৎকার
349232
১০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এই সুন্দর লেখাটির জন্য আপনাকে দিচ্ছি একখানি কবিতা উপহার। ধন্যবাদ..

কাব্যাংশ
-কাজী নজরুল ইসলাম

তাওহীদের হয় এ চিরসেবক
ভুলিয়া গিয়াছো সে তাকবীর
দুর্গা নামের কাছাকাছি প্রায়
দরগায় গিয়া লুটাও শির।

ওদের যেমন রাম নারায়ণ
মোদের তেমন মানিক পীর
ওদের চাউল আর কলার সাথে
মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর।

ওদের শিব ও শিবানীর সাথে
আলী ফাতেমার মিতালী বেশ
হাসানরে করিয়াছি কার্তিক আর
হোসেনরে করিয়াছি গজ গনেশ।

বিশ্ব যখন এগিয়ে চলেছে
মোরা আছি বসে
বিবি তালাকের ফতোয়া খুঁজি
কুরআন-হাদীস চষে।

হানাফী শাফেয়ী মালেকী হাম্বলী
মিটেনি তখনও গোল
এমনি সময় আযরাইল এসে
হাঁকিলো তলপি তোল।

বাহিরের দিকে যত মরিয়াছি
ভিতরের দিকে তত
গুণতিতে মোরা বাড়িয়া চলেছি
গরু ছাগলের মত।
(সংক্ষপিত)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File