আরাফার রোজা কোন দিন রাখবেন ?

লিখেছেন লিখেছেন সত্যের ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৯:৩৩ সকাল

জ্বিল-হজ্জ্বের ৯ তারিখের ফজর নামাজের পর হতে হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে দিকে যান এবং সুর্যাস্তের পর অর্থাৎ ১০ জ্বিল-হজ্জ তারিখে আরাফা থেকে রওনা হয়ে মুযদালিফায় রাত্রি যাপন করে ।

প্রশ্ন হল বাংলাদেশে যে দিন ৯ জ্বিলহজ্জ্ব সেদিন কোন হাজি আরাফায় থাকে না বা আরাফা দিন হয় না, সেদিন হাজিরা জামরায় পাথর মেরে কুরবানি করে । এখন আপনি দেশ অনুযায়ী রোজা রাখলে কিসের রোজা রাখেন ?

চিন্তা করুন আপনার মাথার উপর সূর্যালোক থাকা অবস্থায় বিশ্বের কোন দেশ যদি ঈদ করে আর আপনি রোজা রাখেন, তাহলে রাসুলকে অবমাননা করা হয় না অর্থাৎ রাসুলের হাদিসের বিরোধিতা করা হয় না !!!

রাসুল বলেছেন- * ঈদের দিন রোজা রাখা হারাম-বিস্তারিত দেখুন-সহিহ আল বুখারী ২/২৭২ হাদিস নং ১৮৫১; সহীহ সহীহ বুখারী ৩য় খন্ড/১৮৬৭, ১৮৬৮ ও সহীহ মুসলিম ৩য় খন্ড/২৫৩৭-২৫৪২)

আমল করেও সঠিক না হলে গুনাহগার হবেন ।

* আরাফা (জিলহজ্ব মাসের নয় তারিখ) রোজার ফযিলত- হযরত আবু কাতাদাহ (রাজিঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন, আরাফার রোযা আগের পরের দু’বৎসরের গুনাহ মাফ করে দেয়............-আহমাদ, আবুদাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মুসলিম শরীফ ৪/১২৬ হাদিস নং ২৬১৪

***এ বছর ২৩/০৯/২০১৫ইং হাজিরা বুধবার ফজর থেকে সুর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবে ।

সে অনুযায়ী মঙ্গলবার রাতে সেহেরী খেয়ে বুধবার সুর্যাস্তের পর ইফতার করলেই আরাফার রোজা সঠিক হবে । ইন-শা-আল্লাহ!

বিষয়: বিবিধ

১৬৬৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342932
২২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
342947
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আরাফার রোজা আরাফার দিনই রাখতে হবে। কিন্তু তাই বলে একই দিনে ঈদ করা বাধ্যতামুলক নয়।
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫৬
284278
কাহাফ লিখেছেন :
"একই দিনে ঈদ করা বাধ্যতামুলক নয়।"
এর অর্থ কি একই দিনে ঈদ করা যায়?

Praying Praying Praying Praying
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২৪
284286
আবু সাইফ লিখেছেন : ***এ বছর ২৩/০৯/২০১৫ইং হাজিরা বুধবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

রিদওয়ান কবির সবুজ যথার্থ বলেছেন : আরাফার রোজা আরাফার দিনই রাখতে হবে।

কিন্তু তাই বলে একই দিনে ঈদ করা বাধ্যতামুলক নয়।

কোন বিষয়ে ফুকাহায়ে কিরাম যখন ইখতিলাফ করেন এবং উভয় পক্ষে বিপূল সংখ্যক মত ও দলিল থাকে তখন যে কোনটি আমল করা বৈধ হয়ে যায়!!


সুতরাং একই দিনে ঈদ করাও বৈধ!

জাযাকুমুল্লাহ
343052
২৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৪৭
হতভাগা লিখেছেন : আরবী মাসের দিন শুরু হয় সুর্যাস্তের পর পরই
343292
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০২
প্যারিস থেকে আমি লিখেছেন : আমিও ভেবে পাইনা।
349404
১১ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File