ঘরে বসে সহজ পদ্ধতিতে ইংরেজী শিখুন (২য় পার্ট)

লিখেছেন লিখেছেন সত্যের ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৮:৫২ সন্ধ্যা



শিক্ষার প্রধান মাধ্যম হচ্ছে চর্চা করা । তাই বাসার ছোট-বড় সকলে মিলে যত চর্চা করবেন ততই শিখবেন ।

শিশু জন্মের পর থেকে মার্তৃভাষা শিখানোর জন্য ব্যাকারণ শিখাতে হয় না তেমনি ভিন্ন ভাষা শেখাতেও গ্রামার দরকার হবে না ।

আমরা যদি ছোট ছোট বাক্য বলতে থাকি, যেমন খেতে আস-come to eat, এখন পড Read now, ঘুমাতে যাও go to sleep......ইত্যাদি তাহলে শুনে শুনেই মাতৃভাষার মত শিখে ফেলবে ।

যারা ১ম পার্টের লেখা ও ভিডিওটি পড়েন/শুনেন/দেখেন নাই আপনারা ভাল করে বুঝতে চাইলে/শিখতে চাইলে অবশ্যই আগে ১ম পার্ট দেখে নিবেন ।

১ম পার্টের লিঙ্ক- https://www.facebook.com/539232086216386/videos/604047976401463/?video_source=pages_finch_main_video (প্লিজ ক্লিক, রীড এন্ড লিসেন)

এবার দেখুন কিভাবে সহজে ইংরেজী ভাষা শেখানো যায় এর কিছু সুত্র

২য় পার্টের ভিডিওটি দেখে শুনে সুত্র গুল লিখে নিন, শেখা সহজ হবে । ইন-শা-আল্লাহ !

ভিডিও লিঙ্ক- https://www.facebook.com/539232086216386/videos/605150079624586/?video_source=pages_finch_main_video (প্লিজ ক্লিক এন্ড লিসেন)

বিষয়: বিবিধ

১৪২৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340675
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
340678
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
আবাবীল লিখেছেন : ভাল্লাগলো ধন্যবাদ
340698
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : সুন্দর পোস্টে ধন্যবাদনিন
340709
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আগে বাংলাটা ভাল করে শিখান দরকার!
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৮
282888
সত্যের লিখেছেন : মাতৃ ভাষা পরিবেশ থেকে একাই শিখা যায় । সকল মুসলিমদের আগে আবরী ভাষা পরে ইংরেজী ভাষা শেখা দরকার
340718
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : শিক্ষনীয় পোস্ট অনেকের কাজে আসবে। ইংলিশে সাধারণত present indefinite, continuous, perfect and past indefinite, future indefinite এ ৫টা টেনস দিয়েই ইংরেজি খুব ভালভাবে বলা যায়। বেশি বেশি প্রশ্ন করতে শিখলে ইংরেজি সহজ হয়ে যায়।
340837
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
340924
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩২
হতভাগা লিখেছেন : আপনার উদ্যোগ ভাল লাগলো

এসবিতে ব্লগার দুষ্টু মেয়ে হিন্দী শেখানোর আয়োজন শুরু করেছিল ।

ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশের বিকল্প নেই , তবে সামনে বাংলাদেশে এমন সময় হয়ত আসতে পারে যে হিন্দী না জানলে চাকরি পেতে এবং টিকে থাকতে সমস্যা হতে পারে।
341281
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো উদ্যোগ।
348937
০৮ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো.. চালিয়ে যান। ধন্যবাদ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File