মিডিয়ায় ইসলামিক অনুষ্ঠান দেখলে/শুনলে যেনা হয় না ?
লিখেছেন লিখেছেন সত্যের ১০ আগস্ট, ২০১৫, ০১:৪৫:৫২ দুপুর
বেশ কিছু আলেম মিডিয়ায় ইসলামিক অনুষ্ঠান করে । এমনকি ইসলামিক চ্যানেলও আছে যারা ২৪ ঘন্টা ইসলামিক প্রোগ্রাম করে । অনেক প্রকাশনী অডিও, ভিডিও সিডি, ডিভিডি করেও ইসলাম প্রচার করে যাচ্ছে ।
জিজ্ঞাসা করলে বলে, আল্লাহ’র দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই তারা মিডিয়ায় কাজ করে যাচ্ছে ।
কোন আলেম, ইসলামিক চ্যানেল, ইসলামিক প্রকাশনী এরা কি জানে না চোখের/কানের যেনা কিভাবে হয় ?
পাঠকগণ, আপনারা লেখাটি পড়ে আপনাদের ব্যাক্তগত নিরপেক্ষ মতামত জানাবেন যেনা হয় কিনা ?
প্রথমে নন-ইসলামিক মিডিয়ার বাস্তবতা দেখুন-
ইসলামিক প্রোগ্রাম শুরু সময় ৮টা হলেও আরও ৪/৫ মিনিট ধরে/বিরতির সময়ে বাদ্য যন্ত্র, নাচ, গানসহ নারী পুরুষ দ্বারা বিভিন্ন পন্যের বিজ্ঞাপন দেয় । যা দর্শন ও শ্রবন করতে হয় ।
হাদীস শরীফে বর্ণিত হয়েছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চক্ষু দুটিও যেনা করে, আর চক্ষুদ্বয়ের যেনা হল দৃষ্টিপাত করা ।
দর্শক, স্রোতা কি ইচ্ছেকৃত বিজ্ঞাপন দেখে, না মিডিয়া দেখাচ্ছে, দায়ীকে ?
যে আলেম প্রোগ্রাম করতে এসেছে, তার বলা উচিত ছিল না ! প্রগ্রাম শুরু সময় ১ সেকেন্ডও বেশী করা যাবে না, আর শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত কোন রকম বাদ্য-যন্ত্র, নাচ, গান এমনকি কোন মহিলা কন্ঠের বিজ্ঞাপন প্রচার করা যাবে না । ধারাবাহিক ভাবে বিজ্ঞাপন প্রচার করেই যাচ্ছে আর আলেম সাব অংশগ্রহণ করেই যাচ্ছে ।
তারা চোখে দেখে না, কানে শুনে না, যেনা হচ্ছে কিনা ? মিডিয়া কর্তৃপক্ষকে নিষেধও করে না !!!
অবশ্যই ঐ আলেম দায়ী
ইসলামিক মিডিয়ার বাস্তবতা দেখুন-
এরা বাদ্য-যন্ত্র সহ নাচ, গান ও নারীর দ্বারা বিজ্ঞাপন প্রচার করে না । কিন্তু মাঝে মাঝে প্রোগ্রাম শুরুর আগে, বিরতিতে ও বিভিন্ন সময়ে পরবর্তী প্রোগ্রামটি দেখুন, সাহায্য করুন......ইত্যাদি বলার সময়ে বাদ্য-যন্ত্রের আওয়াজ শুনা যায় ? ইহা কোন যন্ত্রের আওয়াজ ? এগুল হারাম নয় কি ?
আবার ছোট ছোট শিশু নারীর প্রগ্রামে দেখা যায় অঙ্গভংগীমায় (যা বাদ্য-যন্ত্র সহ গান ছাড়া নৃত্য) তেলয়াত, গজল......করে থাকে । নাচের মত করতে হবে এটা কি ইসলামের কালচার ? আর নারী কন্ঠ কেন ? ছোটরা কি নারী নয় ? আল্লাহ পবিত্র কুরআনে নারীদের বলেন,
যদি তোমরা তাকওয়া অবলম্বন কর, তবে কোমল কণ্ঠে কথা বলো না,...............(সূরা আহযাব: আয়াত ৩২)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-নিশ্চয়ই আল্লাহ লজ্জা ও পর্দাকে পছন্দ করেন (আবু দাউদ, হাদীস: ৪০১২, ৪০১৩; সুনানে নাসাঈ ১/২০০; মুসনাদে আহমদ ৪/২২৪)
উপরোক্ত সূরা আহযাবের ৩২ নং আয়াত এবং হাদিসের প্রেক্ষিতে বলা যায়
নারীর কোমল কন্ঠে কুরআন তেলোয়াত, বয়ান, গজল......ইত্যাদি কোন মিডিয়ার এমনকি মাইকেও, গন-সমাবেশে বলা যায়েজ হবে না ।
নারী বৃদ্ধ হোক, যুবতী হোক, শিশু হোক তাতে কি কোন ভেদাভেদ আছে । তাদের কোমল কন্ঠে কেন মিডিয়ায়/গন-মাধ্যমে ইসলাম প্রচার করতে হবে ? এটা করা না-যায়েজ নয় ?
প্রকাশনী মিডিয়ার বাস্তবতা দেখুন-ইসলামিক অডিও, ভিডিও সিডিতে বক্তার ছবি দিয়ে দেয় । ইসলাম প্রচারে কি ছবি লাগে ? বিখ্যাত মাযহাবী ইমাম, মুস্তাহিদ, মুহাদ্দীস গন তাদের লিখিত কিতাবেও তাদের ছবি দেয় নাই । আপনার এমনকি বিখ্যাত আলেম হলেন, প্রকাশনীকে সিডিতে ছবি দিতে নিষেধ করেন না ।
আর সিডির ভিতরে বাদ্য-যন্ত্র, নাচ, গানের মহিলা কন্ঠের বিজ্ঞাপনও আছেই ।
ইসলামি ছবি যা সাধারনত ইরানীরা করে ? ছবিতে কাফের চরিত্রের বাদ্য-যন্ত্র, নাচ, গানতো থাকেই এমনকি বিশ্বাসী চরিত্রের নারীদের কোমল কন্ঠ, সুশ্রী চেহারা দর্শন, শ্রবন করতে হয় । এতে যেনা হয় না ?
ইসলামিক কার্টুন যার কোন বাস্তবতা নেই ! অর্থাৎ মানুষ/জ্বীন ছাড়া পৃথিবীর অন্য কোন সৃষ্টিকি মানুষের মত কথা বলতে পারে । কার্টুনে দেখবেন নারী কন্ঠে কথা বলে । অনেক জীব-জন্তু এমন আকৃতিতে দেখায় যা বাস্তবে দেখা যায় না । অর্থাৎ আল্লাহ’র সৃষ্টির বিকৃত ঘটায় ।
কুরআনে আছে-"আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই । " (রুম ৩০)
ইসলামিক ডকুমেন্টারীর কথা কি বলব, তাতে প্রথম থেকে শেষ পর্যন্তই মিউজিক দেওয়া থাকে ।
আমি কোন আলেম/মিডিয়ার সাথে শত্রুতাপোষণ করে ইসলামিক অনুষ্ঠান, আল্লাহ’র দ্বীন প্রচারের বিরোধতা করছি না । আপনারা আরো বেশি করে ইসলামিক অনুষ্ঠান প্রচার করুন আপত্তি নেই ।
কিন্তু নিরিপেক্ষ মস্তিষ্কে চিন্তা করে দেখুন, ইসলামিক অনুষ্ঠান চলার সময় যে বিজ্ঞাপন প্রচার করেন তা দ্বারা যেনা হয় । এই গুনার দায় আপনাদের উপরই পড়বে । আর প্রকৃত মুসলিম দর্শক, স্রোতা যদি যেনা থেকে বাঁচার জন্য অনুষ্ঠনই না দেখে, কার কাছে আল্লাহ’র দ্বীন প্রচার করবেন ।
আমার আহবান বাদ্য-যন্ত্র, নাচ, গান, বিজ্ঞাপন, নারী কন্ঠ......ইত্যাদি যেনা মুলক প্রচার বন্ধ করে অনুষ্ঠান/আল্লাহ’র দ্বীন প্রচার করুন ও দর্শক বৃদ্ধি করুন ।
লেখাটি শেয়ার করে জন-সচেতনতার জন্য প্রচার করুন । হয়তো কারো শংসোধন হতে পারে ।
বিষয়: বিবিধ
২৪৯৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই কি অকারনে শিশু নারি কে সারা বিশ্বের লোকদের সামনে (মিডিয়ায়) নৃত্যের ভংগিমায় ইসলাম প্রচারের প্রমান বহন করে?
আর যে সমস্ত মিউজিক বাজে তা কি দফ?
মন্তব্য করতে লগইন করুন