ঈদের সালাত ১২ তাকবীর হল কেন ?

লিখেছেন লিখেছেন সত্যের ১৯ জুলাই, ২০১৫, ১০:২৬:৩১ সকাল



রাসুল (সাঃ) বলেছেন মুমিন বান্দার মেরাজ হল সালাত ।

গভিরভাবে চিন্তা করে দেখুন, মেরাজে রাসুল (সাঃ) ৭ আসমান অতিক্রম করেছিলেন এবং আল্লাহ’র নিকট হতে ৫ ওয়াক্ত ফরজ সালাত বান্দার জন্য নিয়ে এসেছেন ।

এটা হতে পারে যে, ঈদের সালাতের ১ম ৭ তাকবীর একেকটি আকাশ অতিক্রমের স্মরনে করা হয়েছে এবং ২য় ৫ তাকবীর ৫ ওয়াক্ত সালাত পাওয়ার স্মরনে করা হয়েছে । (আল্লাহ ভাল জানেন)

যাই হোক না কেন

সহীহ হাসিদে ১ম রাকাতে ৭ ও ২য় রাকাতে ৫ বর্ণিত হয়েছে তাই ঈদের সালাত ১২ তাকবীর ।

১ম ৭ তাকবীর হল- ১ তাকবীরে তাহরীমা + অরিতিক্ত ৬ তাকবীর =৭ তাকবীর । বেদাতীরা তাওকবীরে তাহরীমা + অতিরক্ত ৩ বা ৭ তাকবীর দেয় ।

২য় ৫ তাকবীর হল- ১ম রাকাতের সেজদা হতে উঠে, হাত বাঁধার পর ফাতেহা, কেরাতের আগে ৫ তাকবীর । বেদাতীরা ফাতেহা, কেরাতের পরে ২য় সেজদার আগে তিন বা ৫ তাকবীর দেয় । সহীহ পদ্ধতী হল সকল রাকাতে ফাতেহা, কেরাতের আগে তাকবীর হবে ।

বিষয়: বিবিধ

৯১৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330616
১৯ জুলাই ২০১৫ দুপুর ০১:০৫
সুশীল লিখেছেন : ধন্যবাদ
২২ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৫
273325
সত্যের লিখেছেন : নিচের লিঙ্কে দলিল দেখুন
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/6753/soter/67369#.Va843_mqooI
330621
১৯ জুলাই ২০১৫ দুপুর ০১:৪১
আবু জান্নাত লিখেছেন : সুন্নী সাহেব, আপনার উল্যেখ করা কথাগুলো রেফারেন্স দিন। কোন মতামত দিবেন না, সহিহ হাদিস থেকে আপনার পুরো বক্তব্যের রেফারেন্স চাই।
১। প্রথম সাত তাকবীর তাহরীমাসহ ৭, নাকি তাহরিমা ছাড়া ৭ তাকবীর? সহিহ হাদিস চাই।
২। দ্বিতীয় রাকাতের পাচ তাকবীর সহিহ হাদিসের রেফারেন্স চাই।
সব তাকবীরই সূরা ক্বেরাতের আগে হবে, এই মর্মে সহিহ হাদিসটি উল্লেখ করুন প্লিজ।
বাকি কথা পরে হবে।
২২ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৪
273324
সত্যের লিখেছেন : নিচের লিঙ্কে দলিল দেখুন
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/6753/soter/67369#.Va843_mqooI
ভিডিওটাও দেখবেন
330631
১৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৮
মুিজব িবন আদম লিখেছেন : সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে লেখাই উত্তম। তাই রেফারেন্স দিয়ে পাঠকের বুঝকে পরিষ্কার করার জন্য লেখককে বিশেষভাবে অনুরোধ করছি।
২২ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৪
273323
সত্যের লিখেছেন : নিচের লিঙ্কে দলিল দেখুন
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/6753/soter/67369#.Va843_mqooI
330644
১৯ জুলাই ২০১৫ বিকাল ০৫:১০
জ্ঞানের কথা লিখেছেন : ভাই, আসসালামু আলাইকুম। সালাত মুমিনের মেরাজ এটি কোন হাদিস নয়। তবে সালাতের বিষয়ে অনেক সহিহ হাদিস রয়েছে। যেমন, সালাত পড়াকালিন আল্লাহ বান্দাকে দেখেন।

জাজাকাল্লাহু খায়র।
১৯ জুলাই ২০১৫ রাত ০৮:০৪
272896
আবু জারীর লিখেছেন : তবে সালাতের বিষয়ে অনেক সহিহ হাদিস রয়েছে।

দয়া করে সব হাদীস গুলো জানাবেন কি?

সবাই শুধু বলে অনেক হাদীস আছে কিন্তু কেউ সেই হাদীস গুলো শেয়ার করেনা।

প্লিজ হাদিস গুলো শেয়ার করুন। আল্লাহর ওয়াস্ত শেয়ার করুণ। আমরা জানতে চাই।
১৯ জুলাই ২০১৫ রাত ১০:০১
272905
জ্ঞানের কথা লিখেছেন : হাদীছের কিতাবগুলোতে সালাত অধ্যায় অধ্যায়ন করুন।
330645
১৯ জুলাই ২০১৫ বিকাল ০৫:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : উৎস যোগ করে পোস্ট দেয়া উচিত! যেন পাঠকের বিব্রত না হয়।
২২ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৩
273322
সত্যের লিখেছেন : নিচের লিঙ্কে দলিল দেখুন
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/6753/soter/67369#.Va843_mqooI
330668
১৯ জুলাই ২০১৫ রাত ০৮:০২
শেখের পোলা লিখেছেন : যাই ফতোয়া দেননা কেন তার প্রমান নাদিয়ে বেদাতী কেমনে বানালেন?নাউজু বিল্লাহ বলেছেন তো!
২২ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৩
273321
সত্যের লিখেছেন : নিচের লিঙ্কে দলিল দেখুন
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/6753/soter/67369#.Va843_mqooI
২২ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১২
273383
শেখের পোলা লিখেছেন : ব্লগে তো অপি বাইদানীও লেখে৷
330669
১৯ জুলাই ২০১৫ রাত ০৮:০৩
আবু জারীর লিখেছেন : দয়া করে হাদীসের রেফারেন্স দিবেন কি?
২২ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৩
273320
সত্যের লিখেছেন : নিচের লিঙ্কে দলিল দেখুন
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/6753/soter/67369#.Va843_mqooI
330723
২০ জুলাই ২০১৫ রাত ০১:৪৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : যথাযথ সূত্র উল্লেখ করা প্রয়োজন। ধন্যবাদ।
২২ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৩
273319
সত্যের লিখেছেন : নিচের লিঙ্কে দলিল দেখুন
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/6753/soter/67369#.Va843_mqooI

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File