সকল প্রকার সুদের লেন-দেন বন্ধ.........??? !!!

লিখেছেন লিখেছেন সত্যের ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:২৫:০৯ সন্ধ্যা



ব্যক্তিগত, সমিতি, এনজিও, ব্যাংক, ইন্সুরেঞ্জ, পোষ্ট অফিস......সকল প্রতিষ্ঠান থেকে সুদ নেওয়া ও দেওয়া বন্ধ করা হল ।

পূর্বে যা হয়েছে তা মাফ করা হল ।

এখন যারা ঋণী আছে ও জমা রেখেছে তারা শুধু আসল টাকা দিতে ও নিতে পারবে।

জমা থাকলেও কোন সুদ দেওয়া হবে না ।

এই আইনের ভাল ছাড়া, বিরোধিতামুলক কোন আলোচনা-সমালোচনা করা যাবে না।

যারা বিরোধিতা করবে তাদেরকে জ্ঞান পাপি আইনের মাধ্যমে সাজা ভোগ করতে হবে।

!!! !!! !!!

!!! !!! !!!

!!! !!! !!!

কেন বিরোধিতা করবেন ...??? নিচের বিষয় গুলো চিন্তা করে বলেন.........

১) সুদ বন্ধ হলে, যার যে মুলধন আছে, তা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে জমা রাখবে না ।

২) নিজে নিষ্কর্ম না থেকে, পরিশ্রম করে ব্যবসা করে আয় করবে ।

৩) ব্যবসায় কোন দুর্ঘটনা বা দুর্যোগে মুলধন হারালে, বাড়ি থেকে পালাতে হবে না বা কেউ নিলাম করবে না ।

৪) ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র বাড়বে ।

৫) একা না পারলে কর্মচারী রাখবে, ফলে বেকার সমস্যা দূর হবে ।

আরো অনেক সুফল আছে.........

আর যাই হোক না কেন, ইসলাম ধর্মে সুদ নেওয়া ও দেওয়া হারাম ।

এই হারাম কাজ থেকে, মুসলিম জাতি মুক্তি পাবে ।

যদি, বিশ্বের সকল মুসলিম দেশের সরকার, সুদ দেওয়া ও নেওয়া বন্ধ ঘোষনা করত,

আর কোন মুসলিম ব্যক্তি এ কাজে লিপ্ত থাকলে, তাকে কার্যকরী আইন করে, উপযুক্ত সাজা দিত এবং

ধনীদের থেকে যাকাত আদায় করে, গরীব, অক্ষমদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত,

তাহলে মুসলিম জাতি হারামে লিপ্ত হত না ।

আসুন,

আমরা মুসলিমরা,

আমাদের মুসলিম সরকার প্রধানের কাছে,

সুদের লেন-দেন বন্ধের অনুরোধ জানাই ।

আর, আমরা প্রত্যেকটি মুসলিম ব্যক্তি,

***নিজেরাই নিজের জন্য***

“““সকল প্রকার সুদের লেন-দেন বন্ধ ঘোষনা করি”””

বিষয়: বিবিধ

১২১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302804
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্যিই এই ঘটনা ঘটবে। কিন্তু আমরা সেটা ভাবতেও চেষ্টা করিনা।
302813
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : আমি সর্বান্তকরণে সমর্থণ করছি।
302831
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


এমন বিপ্লবাত্মক বৈশিষ্টের কারণেই সমাজের দুর্বল শ্রেণী দলে দলে ইসলাম কবুল করেছে
302905
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৩৫
হতভাগা লিখেছেন :
আমাদের মুসলিম সরকার প্রধানের কাছে,

সুদের লেন-দেন বন্ধের অনুরোধ জানাই ।


০ কার কাছে আবেদন জানাতে চাচ্ছেন ! উনারা তো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বন্ধের পক্ষে !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File