জামায়াত নেতাদের বিরুদ্ধে কেন এই অবৈধ ট্রাইবুন্যাল?
লিখেছেন লিখেছেন আজব মামা ১৯ জুলাই, ২০১৩, ০২:১১:১৭ দুপুর
জামায়াত নেতাদের বিরুদ্ধে কেন এই অবৈধ ট্রাইবুন্যাল, কেন এই ফাঁসির চেষ্টাঃ
১.আব্দুল কাদের মোল্লা ।ইনি বয়স্ক ।মাঠের রাজনীতিতে এর প্রভাব এতোটা না ।অতএব একে যাবজ্জীবন দেয়া হোক ।দিয়েছে ।
২.আল্লামা দেলোওয়ার হোসাইন সাইদী ।ইনি আওয়ামীলীগের জন্য এক আতংকের নাম ।একে যাবজ্জীবন দিলে একবার বের হলে আওয়ামীলীগের অবস্হা খুব খারাপ হবে ।একে মৃত্যুদন্ড দিতেই হবে। দিয়েছে ।
৩.কামারুজ্জামান।ইনি বেশি বয়স্কের না ।রাজনীতিতে আরো বিশ বছরদাপিয়ে বেড়াবে ।সাংগঠনিক দক্ষতা প্রচুর ।একেও মৃত্যুদন্ড দেয়া দরকার ।দিয়েছে ।
৪.অধ্যাপক গোলাম আযম ।এ জীবনের শেষ পর্যায়ে চলেএসেছে ।মাঠের রাজনীতিতেসক্রিয় নেই ,তবে প্রভাব আছে ।মৃত্যুদন্ড দেয়া দরকার ,যাবজ্জীবন হলে সমস্যা নেই ।যাবজ্জীবন দিয়েছে ।
৫.আলী আহসান মুজাহিদ ।সাংগঠনিক দক্ষতা প্রচুর ,বয়স কম ,মাঠে সক্রিয় ।একে মৃত্যুদন্ডদিয়েছে ।
৬.মাওলানা মতিউর রহমান নিজামী ।রাজনৈতিক প্রভাব ও সক্রিয়তার জন্য মৃত্যুদন্ড দিতে পারে ।
৭.এটিএম আযহারুল ইসলাম ।এ পর্যন্ত যাওয়ার আগেইহাসিনার দৌড়ঝাপ শুরু হবে ।
ইনশাল্লাহ ,এরা সবাই আবার পল্টনে ফিরে আসবে ।তাদের ভাষনে পল্টন কাপবে ।অধ্যাপক গোলাম আযম ভিডিও কনফারেন্সের মাধ্যমে হেদায়াতি বক্তব্য দিবে ।আর আমরা আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত করবো পুরো ঢাকা ।
এরা আসবেই অথবা আমাদের কেউ কেউ এদের কার্বন কপি হবে, তাই বলে বুবুজানের এইকথা ভাবার কোন কারন নেই যে এই আন্দোলণ শেষ হয়ে যাবে। আল্লাহই এই আন্দোলনের ধারা অব্যাহত রাখবেন ইনশা আল্লাহ্ ।
বিষয়: বিবিধ
১৬৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন