চিন্তা করার অধিকার একমাত্র সাহসীদের

লিখেছেন লিখেছেন শরীফ মোঃ মুনতাসির ০৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:২৬:৫৭ রাত

সাহসীরাই বিজয়ী। কিন্তু কারা সাহসী আর কারা বিজয়ী এসব বিষয় সবসময়ের জন্যই তর্কের। তবে একটি বিষয়ে সবই একমত বিজয়ে সাহস লাগে। সফলতা সবসময় আপেক্ষিক একটা বিষয়। আজ যারা দুর্দান্ত সফল, সময়ের সাথে সাথে সফলতার এলিমেন্ট সমূহের কন্টিনিউয়াস যোগান না থাকলে বিজয়ীর আসনে বসা কোন জাতি কিংবা আদর্শ ফ্লপ করতে বাধ্য। ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় আমরা মুসলিমরা এই বিষয়টা হাঁড়ে হাঁড়ে টের পেয়েছি।আমি একজন অপটিমিষ্ট হিসাবে একটি সফল ইসলামী বিজয়ের স্বপ্ন দেখি। জীবদ্দশায় হয়তো দেখে যাব হয়তোবা না। সফল বিজয়ের জন্য যে একটি ফ্লো চার্ট থাকবে সে চার্ট ধরে আমার প্রচেষ্টা থাকবে প্রচুর এবং প্রানান্ত। সফলতা আসলো কি আসলোনা এটা আমার দায়িত্বের মধ্যে পড়েনা। দীর্ঘমেয়াদী ধারাবাহিক এ প্রক্রিয়ায় নিজেকে সঠিক সময়ে সঠিকভাবে যোগান দিতে পারলাম কিনা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে মনে হয়। একটি সমাজব্যবস্থা পরিচালনার জন্য যতপ্রকারের উপাদানের সমন্বয় থাকা দরকার; যোগান থাকা অপরিহার্য তার জন্য যোগ্য মেটেরিয়াল তৈরী হলো কিনা এটা খোঁজ রাখা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ঢাল নাই তলোয়ার নাই, অথচ আবেগী আমি জিহাদের নামে প্রাণপাগল এরকম কোন লোককে আল্লাহ কখনো খিলাফতের সুধা পান করতে দিবেননা। প্রচেষ্টার জন্য পুরস্কার হয়তো পাব। কিন্তু একটি সমাজে যোগ্যতা থাকা সত্বেও, কেউই যদি সমাজজীবনের প্রত্যেকটি উপাদানকে আল্লাহমূখী করার প্রক্রিয়াগত আন্দোলনে শরীক না হন বা নেতৃত্ব না দেন, তবে ব্যক্তির যতই ইবাদত বন্দেগী থাকুকনা কেন ইসলামী চেতনাবোধ যে মানদন্ড আশা করে, ব্যক্তি তার ধারেকাছে ঘেঁষারও সাহস পাবেনা।

অবাধ মন্তব্য করার সুযোগ রয়েছে। চিন্তাগুলো একান্তই এ বান্দার। পছন্দ হলে শুধু ধন্যবাদ দিয়ে শেষ করবেননা শেয়ার করবেন। অপছন্দ হলে আপনারও ইচ্ছামত লেখার স্বাধীনতা রইল। ধারাবাহিক ভাবে আরও বিভিন্ন বিষয় নিয়ে লেখার অদম্য ইচ্ছা আছে।

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358637
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০২
শেখের পোলা লিখেছেন : এর পর আমার বলার আর কিছু বাকী আছে বলে মনে করিনা৷ তাই ধন্যবাদ দিয়েই খালাস হতে চাই৷ধন্যবাদ,সঠিক উপলব্ধির জন্য৷
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৫
297478
শরীফ মোঃ মুনতাসির লিখেছেন : শেখের পোলা।
আপনি বুদ্ধিমান মানুষ। অল্পতে বেশ বুঝেন।
ধন্যবাদ।
359074
০৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:০৪
আফরা লিখেছেন : ব্লগে আচেন ২বছর ৭ মাসের কাছাকাছি পোষ্ট লিখেছেন একটা কমেন্ট করেছেন ১২টি । কি আর বলব !!
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১৪
297957
শরীফ মোঃ মুনতাসির লিখেছেন : আপনার দুর্লভ কালেকশন সত্যিই আমাকে আনন্দদেয়। সোনারবাংলাদেশ ব্লগটি আমাকে আপনার মতো অনেক সাহসী ব্লগারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলো।সাময়িক কারিগরি সমস্যার জন্য আমি ব্লগে নিয়মিত থাকতে পারিনি। তারপরও আপনার মূল্যবান পরামর্শ আশা করব।
359084
১০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:১৫
দ্য স্লেভ লিখেছেন : সমাজ থেকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ উঠে গেছে। অরাজকতার ১৬ কলা পূর্ণ হয়েছে। জঘন্ন চরিত্রের মুসলিমদের হাতে আল্লাহ খিলাফত দিবেন না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File