আদম হাওয়ার এপিঠ/ওপিঠ স্বামী স্ত্রী

লিখেছেন লিখেছেন মুহাম্মদ_২ ২২ এপ্রিল, ২০১৪, ০৮:৫২:৫৯ সকাল

আদম হাওয়ার এপিঠ/ওপিঠ স্বামী স্ত্রী

হে বাবা আদমের সন্তান পুরুষ! নর ও নারী মানবতার এপিঠ ওপিঠ। যে কোনো পিঠ ধ্বংস হলে অপর পিঠ ধ্বংস হয়।

নরনারীতে কোনো বৈষম্য নেই। বৈশিষ্ট আছে। বৈষম্য শয়তানের সৃষ্টি। বৈশিষ্ট আল্লাহর দান।

বৈষম্য মানা শয়তানের দাসত্ব। বৈশিষ্টের লালন আলাহর এবাদত।

আল্লাহর বৈশিষ্টে নরেরা আনসার। নারীরা মুহাজির।একে অপরের সম্পুরক।

নারীর নারীধর্ম পালনে প্রত্যেক নারীকে স্বামী গ্রহনার্থে শশুর বাড়ী যেতে হয়।

নরধর্ম পালনার্থে প্রত্যেক নরকে স্বগৃহ ত্যাগকারী স্ত্রীকে বধু রূপে গ্রহন করতে হয়।

অন্যথা নরনারীকে মা বোন ও পিতা ভাইয়ের সাথে যৌন মিলন ঘটাতে হয়। যেমন পশু প্রাণী করে। তা না হলে কারো বংশ বৃদ্ধি হবেনা।

অতএব ঈমানদার নরেরা! তোমরা আনসার হয়ে পিত্রালয় ত্যাগকারী স্ত্রীদের সকল সত্বা দিয়ে গ্রহন করো, ভালোবাসো, এবং কর্ম শেষে বাইরে আড্ডা না দিয়ে ঘরে ফিরে স্ত্রী পরিজনদের বেশী সময় দাও। নিজ নিজ সন্তানদের শিক্ষা দীক্ষা দাও। সহজ সরল জীবন যাপন করো। প্রাচুর্য্য ও বিলাসিতার দিকে হাত বাড়াবেনা, পরিবার ও ঘরকে শান্তির দুর্ভেদ্য দুর্গ রূপে গড়ে তোলো।বাড়ির মুরব্বি বড়ভাই, বাবা মা ও দাদা দাদীকে মান্য করবে। ছোট বড় সবার মাঝে সালাম বিনিময় অবশ্য করবে।

এমনকি বড়দের পা ধরে সালামও করতে পারো। পরিবার ভাঙ্গার জন্য শয়তান বিশ্বময় মিডিয়ায় পাশব যৌনাচারের ব্যাভিচার নিয়ে ঘরে ঘরে এইচ, আই ,ভি ও এইড্স এর মরণ ব্যাধী ছড়াচ্ছে। টিভি, ভিডিও, ও অডিও পরিবার থেকে বিদায় দাও।

হাওয়া আদমের এপিঠ/ওপিঠ স্ত্রী স্বামী

হে মা হাওয়ার সন্তান নারী। নারী ও নর মানব পরিবারের এপিঠ ওপিঠ।

নারী আল্লাহর বিধানে পিতা মাতা ও ভাই বোন ছেড়ে পিত্রালয় ত্যাগ করে পরের বাড়ির বধু হয়। চীরতরে স্বামী ও শ্বশুর বাড়ী তার বাড়ী। এক তালাক মাত্র বিবাহ বিচ্ছেদের দুর্ঘটনাই পুনঃ নারীকে বাপের বাড়ী ফেরত পাঠায়। সতী মহিয়সী নারীর পারিবারিক স্বর্গ ধ্বংস করার জন্য বিশ্বের নারী বেশ্যারা তাদের পুরুষ দালাল নারী মাংস ও দেহের ব্যাবসায়ী দের সহায়তায় গৃহবধু মা বোনদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে অবতীর্ন হয়েছে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ওদের ক্ববজায়। ওরা বাবা আদম ও মা হাওয়ার পুত্র কন্যাদের জাহান্নামের ইন্ধন বানাবেই। এ লক্ষ্যে ওরা শয়তানের মিত্র বাহিনী।

ইবলিস শয়তানের পক্ষ হয়ে ওরা বেপরওয়া হয়ে মাঠে নেমেছে। ওরা প্রতিহিংসার আগুনে জ্বলছে। কারণ ওদের ঘর নেই, পরিবার নেই। তাই তারা কারো শান্তির নীড় রাখবেনা।

আল্লাহর দ্বীন ইসলাম ব্যতীত ওদের মোকাবেলা করা যবেনা। তবে তা সঙ্কীর্ন মোল্লাদের ইসলাম নয়। নবীদের আদর্শের।

ঈমানদার নারীদের তাদের স্বামী, পিতামাতা,ভাইবোনও সন্তানদের নিয়ে ঠিক এ মুহুর্তেই ঘর ভাঙ্গা সকল রাজনীতির পঁচা গলি ও নারীবাদী , নরবাদীর নোংরামীর উর্ধ্বে বিশ্বের স্বর্গীয় মানব পরিবার রক্ষা ও তার উন্নয়নের লক্ষে বাংলাদেশ থেকে এক ঐশি জয়য়াত্রা শুরু হচ্ছে।

সচেতন, দায়িত্বশীল ও সামর্থ ভাই বোন, পিতা মাতা ও পুত্র কন্যারা, মুক্তির পথে, কল্যানের মহা যাত্রায় যোগ দিন। আল্ল¬াহ আমাদের অভিভাবক।

এ লক্ষ্যে সার্বিক আন্দোলনের উদ্দেশ্যে দু’বিঘার উর্ধ্বে জায়গা নিয়ে কেন্দ্র স্থাপিত হয়েছে। যেখানে ঈমানের জন্য ফিরআউনের মতো অত্যাচারী স্বামীদের ত্যাগ করে বিবি আসিয়ার মতো স্ত্রীরা হিজরত করে আশ্রয় নিতে পারে। পাপাচারের সমাজ থেকে বিবি মারয়ামের মতো পবিত্র নারীরাও হিজরত করে লম্পট সমাজ থেকে সতীত্ব সম্ভ্রম রক্ষা করতে পারে। এমনকি হযরত নূহ্ ও হযরত লুতের আদর্শের স্বামীরাও নূহ ও লুতের স্ত্রীদের ন্যায় অবাধ্য পাপীষ্ঠা স্ত্রীদের ত্যাগ করে সমাজ বিপ্লবের লক্ষ্যে সমবেত হতে পারে। তবে অবশ্যই সকলে যোগ্য, সমর্থ, সাহসী ও ঘোষিত হিজরতকারী হতে হবে। পলায়নকারী নয়। সকল খন্ডিত রাজনীতি ও সা¤প্রদয়ীকতার উর্ধ্বে এ আহবান। সুশীল সমাজের সকল নরনারী অমন্ত্রিত।

যোগাযোগের ঠিকানা: সন্ত্রাসহীন বিশ্বশান্তি কেন্দ্র, ২৪৮/২,দ্বিতীয় কলোনী, মিরপুর মাজার রোড,ঢাকা-১২১৬

বিষয়: বিবিধ

১৪৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File