টিকফা চুক্তি । কপি পেস্ট।
লিখেছেন লিখেছেন মুহাম্মদ_২ ২৬ নভেম্বর, ২০১৩, ০৮:১১:১৮ সকাল
হাতির গোবর আমরা কেউ ভালো চোখে দেখিনা। এটা অত্যন্ত জঘন্য একটা জিনিস। কিছু ক্ষেত্রে জমিতে সার হিসেবে ব্যবহৃত হলেও এটা বাই ডিফল্ট কোন ভালো জিনিস না।
তবে বেয়ার গ্রিলস (ডিসকভারির Man vs. Wild এর অভিযাত্রী) হাতির গোবর থেকেও চিপে চিপে পানি বের করে তা পান করে প্রমাণ করেছিলেন যে এর উপকারী দিকও আছে। তাই এক ছাঁতে হাতির গোবর দেখে ইয়াক ইয়াক করা উচিৎ নয়।
টিকফা চুক্তিও আমার হাতির গোবরের মত লাগে। গত কয়েক মাস ধরে প্রচুর অ্যানালিসিস দেখলাম। টিকফার ধ্বংসাত্মক রূপ নিয়ে অনেকেই অনেক কথা লিখেছেন। অনেকে সোচ্চার হয়েছেন সোশ্যাল মিডিয়া আর পত্র পত্রিকায়।
কিন্তু এর মধ্যেও কতিপয় দো-পেয়ে প্রাণী বেয়ার গ্রিলস এর পার্ট প্লে করেছেন। ইনিয়ে বিনিয়ে বলেছেন টিকফায় কোন ক্ষতি নেই। এটা দেশের উন্নয়নের সোপান। কিভাবে? আছে আছে। এইসব বেয়ার গ্রিলস আপনাকে বলবে আপনি টিকফার সব ধারা পড়েছেন কি? বুঝেছেন কি? ইকোনমিক্স বোঝেন? ফরেন এক্সচেঞ্জ ট্রেড বোঝেন? এই বুঝেন? সেই বুঝেন?
ফলাফল, আপনার কনফিউজড চেহারা দেখে তারা হাতির গোবর চেপা শুরু করবেন। পানি বের করবেন। পান করবেন। অতঃপর বলবেন, টিকফা উপকারী। আপনি জানতেন না।
নির্বাচনের তফসীল ঘোষণা, দেশজুড়ে ভাংচুর অবরোধ, সীতাকুন্ডে হত্যাকান্ড, বিএনপির লুকোচুরি ইত্যাদি নাটক দেখে দেখে আমরা যখন ভাবছি দেশটার যে কি হল, কি হবে ভবিষ্যতে, তখন পর্দার আড়ালে ঠিকই টিকফা চুক্তি হচ্ছে। হবেই তো।
দেশে বেয়ার গ্রিলস এর কি অভাব আছে?
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন