উপলদধী়়়়
লিখেছেন লিখেছেন হেফাজ ১৩ জুলাই, ২০১৩, ০৪:৩৪:০২ বিকাল
যে কোন ‘আলেম, লেখক, নেতা বা চিন্তাবিদ – তিনি যত বড় মাপেরই হোন না কেন, তার আনুগত্য বা অনুসরণ হবে শর্ত-সাপেক্ষ – যতক্ষণ তার কথা আল্লাহর কিতাব ও রাসূলের (সা.) সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ – আমরা তা শুনবো বা মানবো! আর তা না হলে তা মানবো না!! এই ব্যাপারে কুর’আনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটি হচ্ছে ৪:৫৯ – যার উপর ভিত্তি করে “যে কোন ‘আলেম, নেতা বা মুরুব্বীর আনুগত্যই “শর্ত সাপেক্ষ
হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য কর এবং তাঁর রসূলের আনুগত্য কর এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর (আমির বা আলিম) আছে তাদের আনুগত্য কর। যদি তোমাদের মাঝে (অর্থাৎ আলিম ও সাধারণ মুসলিম) মতবিরোধ করে তবে আল্লাহ এবং তাঁর রসূলের দিকে ফিরে আস। যদি তোমরা ঈমান এনে থাক আল্লাহ আর আখিরাত দিনে। ইহাই উত্তম, সুন্দরতম মর্মকথা।” (সূরা নিসা ৪/৫৯)
বিষয়: বিবিধ
৭৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন