স্যার যাইবেন কই?
লিখেছেন লিখেছেন দ্বিতীয়আলো ১৪ জুলাই, ২০১৩, ০৫:২১:৩৬ বিকাল
ইমতিয়াজ স্যারটা বরাবরই একটু পাগলাটে। ছোটখাটো গড়নের, টিশার্ট, প্যান্টের ভিতর গুঁজে আর চেইনের সাথে টেনিস বল আকৃতির একটা ঘড়ি ঝুলানো থাকে। স্যারের এবারের assignment ইউনিভার্সিটি সংলগ্ন সব লোকজনের কাছ থেকে পরিসংখ্যান নেওয়া “আমরা বাঙালী না বাংলাদেশী?”। গড়িমসি করে কলাভবনের সিঁড়ি দিয়ে নিচে নামছি আর ভাবছি কাকে দিয়ে শুরু করা যায়। প্রথমেই চোখে পড়লো একজন রিক্সাওয়ালা। খুব রঙচঙে শার্ট পরে রিকশাচালকের সিটের উপর বসে বিড়ি টানছে। ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম “এই যে ভাই আপনি বাঙালী না বাংলাদেশী”। কয়েক সেকেন্ড আমার দিকে বোকার মতো তাকিয়ে উত্তর দিল “স্যার যাইবেন কই?” মুহূর্তের মধ্যে আমার মনে হলো এর চেয়ে সঠিক উত্তর আর কি হতে পারে!!
আমরা যাব কই; ৪২ বছরে এখনও এইটা ঠিক করতে পারি নাই; আমরা বাঙালী না বাংলাদেশী? ঠিক করতে পারি নাই স্বাধীনতার ঘোষক কে? আমাদের নেত্রীরা একজন বাপের স্বপ্ন বাস্তবায়নে আর একজন তেনার স্বামীর স্বপ্ন বাস্তবায়নে বিভোর। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ভবিষ্যতে ইলেকশন মেনিফেস্টোর সাথে খোয়াবনামা দেয়া হবে, যাতে মানুষে বোঝে কোন স্বপ্নের মরতবা কি আর কবে বাস্তবায়িত হবে। সম্প্রতি ভোট যুদ্ধে বিএনপি ৫-0 তে জয়ী হল। এ যেনো প্রতিপক্ষের আত্নঘাতী গোলে জয়ী হবার মত ঘটনা। ভোটারদের সাক্ষাৎকার থেকে বোঝা যায় মানুষ আওয়ামীদের অন্যায়, অত্যাচার, নিপীড়নের জ্বালায় বিএনপিকে ভোট দিয়েছে। খেলার মধ্যমাঠ ছিল জামাত, শিবিরের নিয়ন্ত্রনে। প্রতিপক্ষের D বক্সে ল্যাং খেয়ে পড়লো বদলী খেলোয়াড় হেফাজতে ইসলাম আর আওয়ামী আত্মঘাতী গোলে বিএনপি আবারও জয়ী। আর আমি নিশ্চিত যদি আবারও একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, “ ভাই বলেনতো দেশের কি এবার কিছু হবে? আমরা বিএনপি আওয়ামীলীগ থেকে কিছু কি পাব ”।
উত্তর ওই একটাই আসবে “ স্যার যাইবেন কই? ”।
https://www.facebook.com/DitioAlo
বিষয়: বিবিধ
১৪৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন