.......মিশরের ইসলামী বিপ্লব বনাম হেফাজতের বিপ্লব........

লিখেছেন লিখেছেন সত্যভাষী মাহি ০৮ জুলাই, ২০১৩, ০৭:২৩:০৪ সন্ধ্যা

আচ্ছা !বাংলাদেশেও তো কিছুদিন আগে কওমি বিপ্লব হয়েছিল কিন্ত্ব এটার সাথে মিশরের বিপ্লবের মাঝে তফাৎ টা কোথায় ? আমি অনেক চিন্তা করে দেখলাম । মুসলিম ব্রাদারহুড তিলে তিলে এতটি বছর ত্যাগ ও কোরবানির দাড়া আজ এই পর্যায়ে এসেছে। তাদের ইতিহাস সীমাহীন ত্যাগের সীমাহীন শহীদের রক্তে স্নাত। তাই তারা আজ সফলতার দ্বারপ্রান্তে । কিন্তু হেফাজত ? হঠাৎ করে জলে উঠেই বিপ্লব ! হাসি ও পেল দুঃখও লাগলো। এত সহজেই ইসলাম ? এক রাতের মাইরের পর ই ময়দান খালি। আর ব্রাদারহুডের ভাইয়েরা এখনো রক্ত দিয়েই যাচ্ছে । কিন্তু ময়দান এখনো পরিপূর্ণ । কুছ পরওয়া নেই । এতো জীবন নয় জীবনের শুরু মাত্র। -----হেফাজত তোমাদের এখনও অনেক কিছু শেখার আছে। শুধু তসবি আর জায়নামাজ দিয়ে ইসলাম কায়েম হবে না এই বাংলার জমিনে-------!!!!!!!!

বিষয়: বিবিধ

১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File