আমি কি জানি?
লিখেছেন লিখেছেন আওণ রাহ'বার ৩০ মে, ২০১৪, ১০:৩১:৩৩ রাত
আমি কি জানি?
অশ্রুর প্রতিটি ফোঁটা কতটা দামি?
তোমারি ভালোবাসায়, দুচোখ যে অশ্রু ঝড়ায়।
সেই সুকুন কোথায় যেনো হারিয়ে যায়?
সেটাকি জানি, আমি কি জানি?
তোমারি ভয়ে মনের ঐ গভীরে যে অশ্রু ঝড়ে সেটা কতটা দামি?
গুণাহের কারনে ক্বলবে যে তালাটি লেগে আছে সেটাকি জানি?
কভুওকি জেনেছি? জানতে কি চেয়েছি?
হে আমার রব খুলে দাও তালা, হৃদয়ের বদ্ধ তালা,
প্রবাহিত করে দাও গুণাহের সব গ্লানি।
অশ্রুর ধারা ঝড়িয়ে দাও ক্ষমা করে দাও প্রেমময় আমার।
তওবা কবুল করে নাও হে ভালোবাসার আধার।
হে মহান আরশের মালিক মোরে তোমার প্রিয় করে নাও,
হে আমার ভালোবাসা ক্ষমা করে দাও মাফ করে দাও।
তওবার আশায় লজ্জিতের মত দুহাত তুলতে জানি।
বারিবার তুলতে জানি।
তওবা করি আমি বারেবার
হে আমার রব খুলে দাও তোমার দুয়ার।
উৎসর্গ:সুর্যের পাশে হারিকেন
বিষয়: বিবিধ
৩৪০১ বার পঠিত, ১২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার প্রতি অনেক শুকরিয়া প্রিয়।
যাক হাতুড়ি ছেড়ে দু'জন এখন সহাবস্থানে ।
সুন্দর লাগছে ।আপনাদের মিষ্টি-মধুর খুনশুটি ।
আপনাদের এই খুনশুটিগুলো ব্লগটাকে জিই-এ রাখছে ।করে তুলছে প্রাণবন্ত ।
কি আমি কি ভুল বলেছি ?
এডিট করার তো সুযোগ নাই । থাকলে পুরন করে দিতাম । না না আপনার হাতুড়ি বের করবেন না । আপনার হাতুড়ি খুব ভয় পায় ।
@হারিকেন আপু ।
ভাইয়া আপনার আবেগ দিয়ে লেখাটা হৃদয় ছুয়ে গেল ।
যে নিজের দু চোখ কে গুণাহ থেকে বাঁচাবে সে দু ফোঁটা পানির নিয়ামত পাবে।
সত্যি বলেছো লিখাটি আবেগ দিয়ে লিখা আর এ লিখাটি ব্লগে কখনও দেয়া হতোনা যদি হারিকেন বারবার উৎসাহিত না করতো।
সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া আফরা মনি।
অকৃতজ্ঞ এই আমি
ক্ষমা করো প্রভু তুমি
পেয়েও সব নেয়ামত
শোকরিয়া করিনা আমি
হেদায়ত দাওগো তুমি
সন্তুষ্ট হয়ে যেন আমি
বাকি জীবন কাটাতে পারি।
আমার মতো একজন গোনাহ্গার কে উৎসর্গ করার জন্য সুপ্রিয় ব্লগার কাজিন ”আওণ রাহ’বার” কে জানাই অন্নেক অন্নেক কৃতজ্ঞতায় ভরা ধন্যবাদ ও অন্তরের অন্তস্থলথেকে ভালোবাসায় ভরা দোয়া।
"সুকুনের ঐ সুখ খুজিয়াছি আমি
পাইনি কভু,
তোমার তরে অশ্রুভেজা চোখে
পেয়েছি আমি প্রভু,
তওবা করো তুমি বারেবার
খোলাপাবে মোর রবের দুয়ার।"
তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা আল্লাহ তোমাকে হেদায়াত দান করুন।
তোমাকেও ভালোবাসা অনেক।
জাজাকাল্লাহু খাইরান।
আপনাকেও অনেক শুকরিয়া।
অসংখ্যা ধন্যবাদ । সুন্দর একটা কবিতা উপহার দেয়ার জন্যে ।
শুভেচ্ছা নিবেন-
পারবো না আপু । বলবেন প্লিজ ?
আচ্ছা ! আপু ? বলতে পারবেন এখানে ২৯'এর রহস্য কি ?
আপনার হাতুড়ির ভয়ে আমি পালালাম ।
২৯ আমাদের তামিম ভাইয়ার জার্সি নাম্বার ।
ধন্যবাদ আপু।!এবার দু'টা হাতুড়ি বের করুন আপুনি !
এখনো আপু উনিশ পেরোইনি আপু ? বউ কোথায় পাব ? @হারিকা্পু......
সুন্দর ফুল অনেক ।
হারিকেন আপুনি চলে যাব ?
আপনি বললেই ব্লগ-এ আর আসব না ?
@ হারিকেন আপুনি ।
আওণ ভাইয়াকে ধন্যবাদ ।@ আওণ ভাইয়া ।
যাক । বাঁচা গেল ! আমি তো মনে করছিলাম হাতুড়ি দিয়ে পেটাতে পেটাতে ব্লগছাড়া করবেন ।
ধন্যবাদ আপুনি ।আমাকে থাকার অনুমতি দেয়ার জন্যে ।
এই নেন একটা গোলাপ-
আপু ! নোমানাপু ?!
ভাইয়া আপনার আবেগ দিয়ে লেখাটা হৃদয় ছুয়ে গেল ।
দারুণ বলেছে আফরা।
আপনাকে ব্লগে স্বাগতম ভাইয়া।
সব চিন্তে পারবেন ইনশাআল্লাহ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক শুকরিয়া।
সুন্দর দোয়াটির জন্য অনেক শুকরিয়া।
আপনাকেও
امــــــــيــــــــن
অ . ট . আচ্ছা ! আপনাদের অম্লমধুর হাতুড়ি যুদ্ধের কি অবসান হয়ে গেল ? শান্তির শ্বেত কপোত ই কি উড়িয়ে দিলেন ফাইনালি ?
খুব গুরুত্বপূর্ন কথা বলেছেন আপু ঠিক তাই।
দু ফোটা পানিই কাল কেয়ামতের ময়দানে জাহান্নামের আগুন কে নিভিয়ে দেবে। জাজাকাল্লাহ।
আমাদের যুদ্ধ প্রস্তুতি চলছে। ১ এবং ২ নং কমেন্ট এবং রিপ্লাই দেখেন।
বড় ধরনের যুদ্ধ লাগবে শান্তির টাইমই পাবেননা শুধু গুরুজী মুক্তি পাক ।
সেই অপেক্ষায়।
আমি সাধারণত কোন পোষ্ট লিখলে এক ভাইয়াকে দেখিয়ে নেই বানান।
কিন্তু এই লিখাটি দেয়ার আগে তিনাকে বলেছিলাম কিন্তু তিনি সময় পাননাই।
ইনশাআল্লাহ বানান দেখে পরে ঠিক করে দেবো।
আমিন....সুম্মা আমিন।
جزاك اللهُ خيراً
লাইন কয়েকটি আমার ভালোলাগা এবং ভালোবাসার প্রকাশ ।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন এই কামনাই করি।
প্রবাহিত করে দাও গুণাহের সব গ্লানি।
অশ্রুর ধারা ঝড়িয়ে দাও ক্ষমা করে দাও প্রেমময় আমার।
তওবা কবুল করে নাও হে ভালোবাসার আধার।
কঠিন ভালবাসার এক আর্তনাদ আপনার কবিতায়। হৃদয়ের যাতনার কথা নিয়ে লিখা কবিতায় সভ্যতার নিষ্ঠুর আর নির্মমতার শিকার ধর্ম বিশ্বাস যে শংকাতে তা সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ। ভাল লাগল।
আজকের এ কঠিন সময়ে হৃদয়ের রক্তক্ষরণ গুলো কবিতা হয়ে বিস্ফোরিত হোক প্রতিটি হৃদয়ে সে লক্ষ্যে আরও কবিতা চাই।
শ্রদ্ধেয় ভাইয়া আপনার মন্তব্যের জবাব দেয়ার সাধ্য আমার নাই অনেক ভেবেছি পারবোনা আমি।
তবে আমার জীবনে আপনার হতে পাওয়া এ মন্তব্যটি একটি অর্জন।
শুধুই কৃতজ্ঞতা জানাই জাজাকাল্লাহু খাইরান।
শুকরিয়া আল্লাহকে যিনি আপনাদের মনের লালিত কথা প্রকাশ করে দিয়েছেন।
জাজাকাল্লাহু খাইরান।
আপনাকেও ধন্যবাদ নিজে থেকে এসে ভালোলাগা জানানোর জন্য না হলে আমি নিজেই দাওয়াত নিয়ে যেতাম
হা এটাই ভালোবাসার প্রকাশ।
জাজাকাল্লাহ ভাইয়া।
দারুণ লাগ্লো...
যাচ্ছে না কো দিন রাত্রি
যাচ্ছে না কেটে
আসবে কবে তাজরি
বুক যাচ্ছে ফেটে
--------------
যখন ছিলাম একলা একা
সঙ্গীনিকে পাবার আগে
কখনও আমি বুঝিনি তা
বুকে আগুণ কেমনে জাগে
--------------
হয়েছে?
--------------
উৎসর্গঃ প্রিয় সাইফুল ভাইয়া ওরফে প্যারিস ভাইয়া
হারিকেন একটু সংশোধন করে দেই তাজরি এর যায়গায় সালেহা ভাবি হবে।
যে এত ভালো কবিতা-গল্প লিখতে পারে তার এই দীর্ঘবিরতির কারণ কি--কর্তৃপক্ষ জানতে চায়
মোট কথাঃ ইচ্ছা হয়না> ইচ্ছা হলে সময় হয়না>সময় হলে অলসতা যায়না> অলসতা চলে গেলে আর> ইচ্ছাটা থাকেনা।
কি করি বলেনতো আপু???
جزاك اللهُ خيراً
হৃদয় জুড়ানো কবিতাটি খুব খুব খুব ভালো লাগলো।
এরকম কবিতা আরো চাই!!!!
তবে মহান রবের দরবারে বিনীত নিবেদন এ কলম যেন চলতে থাকে।
সুন্দর মন্তব্যটির জন্য শুকরিয়া।
جزاك اللهُ خيراً
প্রেরনার জন্য অসংখ্য শুকরিয়া।
جزاك اللهُ خيراً
جزاك اللهُ خيراً
আপনাকে খুব মনে মন চেয়েছিলাম এ পোষ্টে আর মনের চাওয়া পূরন হতে দেখে তৃপ্ত আমি।
হাতুড়িতো আমাদের জীবনের অংশ হয়ে গেছে প্রিয় ভাইয়া।
জাজাকাল্লাহু খাইরান।
আরোহী আপু রোজা আপু মামাদেরকে অনেকদিন দেখিনা।
তারা সুস্থ আছেতো?
হ্যাঁ , ভাই আমি মোবাইল ইউজ করি কিন্তু জবাব দিতে পারিনা , পরামর্শ দিলে উপকৃত হব ।
ভাইয়া আমি একটা পোষ্ট এ ব্যাপারে দিব ইনশাআল্লাহ।
সপ্তাহ দুই এক লাগবে কারন হিউজ পিকচার কালেক্ট করে পোষ্টটা দেবো। ইনশাআল্লাহ।
অনেক শুকরিয়া।
আজকে মনটা খুব/প্রচন্ড কষ্ট পেয়েছিলো একবার চিন্তা করলাম ব্লগ ছেড়ে দীর্ঘদিনের জন্য দুরে চলে যাবো (আপনাদের পূর্বের পোষ্টগুলো পড়বো শুধু)। আমি সচরাচর কষ্ট পাইনা বা কষ্ট, ব্যাথা হজম করে ফেলি সেটা যেমন হোকনা কেনো?। কিন্তু আজকে সেই কষ্টতে নির্বাক হয়ে পড়েছিলাম চোখ থেকে দুফোঁটা পানিও বের হয়ে গিয়েছিলো। কিন্তু আসর নামাজের পর যখন আপনার কমেন্টটি দেখলাম শ্রদ্ধেয়া বড় আপু অনেকদির পর।
তখন যেনো নিমিষেই মনটা ভালো হয়ে গেলো।
আসলে ব্লগে যে লক্ষ্য নিয়ে এসেছিলাম সেটা হতে বিচ্যুত হয়ে গেছি।
তবে আপু একটি প্রেরনার পোষ্ট চাচ্ছি আপনার কাছ থেকে।
এখন আমি কমেন্ট লিখছি এখনও আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে।
একটা নতুন পোষ্ট দেয়া যায়না আপু।?
একটা আবেদন রইলো।
প্লিজ................
[p]আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবার জন্য খুলে দিন তাঁর রহমতের দুয়ার। আমীন।
আমিন[/p]
আপু প্লিজ একটি পোষ্টের অপেক্ষায়।
আপনার প্রতিমন্তব্য পেয়ে এখন মনটা একদম ফ্রেশ হয়ে গেলো।
এখন এশার নামাজ ফ্রেশ মনে পড়তে পারবো আলহামদুলিল্লাহ।
রোজাপুর লিখাতো বাধনহারা ব্লগেও দিতে পারেন তাহলে আর কিছু হবেনা।
আমি অবশ্যই দুহাত তুলে আপনাদের পরিবারের জন্য খাস দোয়া করবো।
ইনশাআল্লাহ।
যাজাকাল্লাহ।
জাজাকাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন