কানুনে মাসউদী
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৩ জানুয়ারি, ২০১৭, ০৯:৫৮:২৮ সকাল
কানুনে মাসউদী
কানুনে মাসউদীর কতকগুলি পাণ্ডুলিপি ব্রিটিশ মিউজিয়াম, বার্লিন ও ইস্তাম্বুল প্রভূতি নানা স্থানে বর্তমান রয়েছে ।
প্রস্থখানি ১১ খন্ডের। Schoy গ্রন্থের ওয় খণ্ডটির অনুবাদ করেছেন ও ভাষ্য লিখেছেন । আরও কয়েক খণ্ডের অংশ বিশেষ এখানে ওখানে অনুদিত হয়েছে। গ্রন্থখানি সম্পূর্ণভাবে সঙ্কলিত ও অনুদিত হোলে Astronomy-তে এই সময়কার মুসলিম বিজ্ঞানীগণ কতটা এগিয়ে গিয়েছিলেন সে সঠিক ভাবে বোঝা যেতো। osmania oriental Publications Bureau থেকে । ১৯৫০ খৃস্টাব্দে প্রথম ৪ খণ্ডের আরবী সঙ্কলন প্রকাশিত হয়েছে । গ্রন্থে আলবেরুনী তার পৃর্বেকার বহু বিজ্ঞানী বিশেষ করে জ্যোতিবিজ্ঞানী ও তাদের প্রণীত জিজ-এর কথা উল্লেখ করেছেন। এর অনেকগুলিরই কোন সন্ধান পাওয়া যায় না। এ গ্রন্থে যে সমস্ত জিজ-এর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো অস্টম শতাব্দীর–আবু ইসহাক আল ফাজারীর ‘আজ জিজ আল সিনিল আরাবী (আরবদের সন অর্থাৎ হিজরী বর্ষ অনুযায়ী জিজ), আবুল হাসান আলী বিন জিয়াদের ‘আজ জিজ আশশাহ' ইয়াকুব ইবনে তারিকের ‘আজ জিজ আলমাহলুল মিন আস্ সিন্দহিন্দলি দারাজাত দাবাজা’, আবু আসিম ইসামের জিজ, আবু বকর মুহম্মদ বিন ও ঘর বিন আলফার-রুখানের জিজ । নবম শতাব্দীর —আহমদ বিন আবদুল্লা হাবশি আল-হাসিবের জিজ, আহমদ বিন আবু দাউদ আবু হানিফা আল দিনওয়ারীর জিজ, মুহম্মদ বিন মুসা আলখারেজমির জিজ, ব্রহ্ম সিদ্ধান্তের জিজ’ ‘আজ জিজ সিন্দহিন্দ’, আল হাসান আস্সাব্বাহের ‘আজজিজীল মুখতারী, মুহম্মদ বিন ইসহাক ইবনে ওস্তাদ বৃন্দাদ আস্সারাখসীর জিজ, আবুল মাশারের ‘জিজুল হাজারাত, আলী বিন আল হুসায়েন আবুল কাসেম আল আলাবী ইবনোম আলম তাশশাফী আল হোসায়েনীর ‘আজ জিজ আল অাদুদী’ , দশম শতাব্দীর-আলফজল বিন হাতিম আননাইরেজীর ‘আজজিজুল কবির, আলবাত্তানীর আজজিজ আস্সাবী আবুল ওয়াফা আলকুজ্জানীর’ আজজিজুল ওয়াজিহ, মুহম্মদ বিন আবদুল আজিজ আলহাশিমীর আজুজিজ আলকামিল লিল হাশিমি’ কুশায়ার ইবনে লাব্বান আজুজিলীর আজজিজ আজ্জামী আবু মনসুর বিন আলী বিন ইরাকের আলমাজিস্তি আশ্ৰশাহী’ আজুজিজ আল হারুনী প্রভূতি ।
>>কানুনে মাসউদীর ১ম ও ২য় খণ্ডে জ্যোতিবিজ্ঞানের মূল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তারই সঙ্গে রয়েছে জিজের তালিকার বিষয়গুলির ধারাবাহিক আলোচনা । এই তালিকায় হিজরী, সেলুউসিদ (Suleucid), ইয়াজদিজিরদ, ইহুদী, মিশরী (Coptic) জুলিয়ান, মাজিয়ান ( জোরোস্ত্রিয়ান ) পঞ্জিকা অনুসারে পূর্ণ তালিকা দেয়া হয়েছে । এর সঙ্গে রয়েছে বিভিন্ন জাতির পালপবাদি এবং তাদের রাজকীয় আদেশ, বিধি ব্যবস্থা ইত্যাদি । তার "আছরুল বাকিয়া গ্রন্থে বহু মাল-মশলা এতে রয়েছে বলা যেতে পারে ।
>>৩ য় খণ্ড হলো ত্রিকোণমিতি সম্বন্ধে । এতে দুইটি তালিকা দেয়া হয়েছে। একটি হলো প্রত্যেক ১৫ মিনিটের ব্যবধানে কোণের Sine এর পরিমাণ । এই তালিকাতে দুইট কলাম ব্যবহীত হয়েছে। এক কলামে এক মিনিটের পরিবর্তনে যে বৃদ্ধি দেখতে পাওয়া যায় এবং অন্যটিতে সিকি ডিগ্রীর পরিবর্তনে যে বৃদ্ধি দেখতে পাওয়া যায় ত৷ দেখানো হয়েছে । দ্বিতীয় তালিকাটি হলো কোণের Tan এর পরিমাণ । এতে দশমিক এর ৫ম স্থান পর্যন্ত মূল্যমান দেয়া হয়েছে ।
>>৪র্থ খণ্ডে Spherical Astronomy নিয়ে আলোচনা করা হয়েছে। হয়েছে। এর তালিকাগুলোতে প্রত্যেক ৫ ডিগ্রীর দশমিক এর ৪র্থ স্থান পর্যন্ত মূল্যমান দেয়া হয়েছে । এর প্রথম পরিচ্ছেদে Constant 8 এর সংজ্ঞা দেয়া হয়েছে । আলবেরুনীর মতে এর মূল্যমান হলো ৩৩ , ৩৫° ডিগ্রি ।
২য় পরিচ্ছেদে Ecliptic এর বিন্দুর Declination সম্বন্ধে আলোচনা করা হয়েছে । এর পর ø1 এবং ø2 এর তালিকা দেয়া হয়েছে।
৪থ ৫ম ও ৬ষ্ঠ পরিচেছদে Equatorial থেকে Ecliptic এ পরিবর্তন এবং উল্টোভাবে Ecliptic থেকে Equatorial এ পরিবর্তন করবার পন্থা দেখানো হয়েছে ।
৭ম থেকে ১৭শ পরিচ্ছেদে নমন (Gnomon) সম্বন্ধে আলোচনা করা হয়েছে ।
১০ম পরিচ্ছেদের সঙ্গে গজনীর অক্ষরেখার (Latitude ø - ৩৩ , ৩৫°) তালিকা দেয়া হয়েছে এবং সমান ঘন্টার দিনের আলোর স্থিতিকাল, অসমান ঘন্টার দৈর্ঘ,সুর্যের Meridian Altitude দেয়া হয়েছে।
১১শ পরিচ্ছদে tan max hs এবং 12 tan max hs এর তালিকা দেয়া হয়েছে ।
১৮শ পরিচ্ছেদে গজনীর Ax (লেমডা) এর তালিকা দেয়া হয়েছে।
২৬শ পরিচ্ছেদের অবশিস্ট পরিচ্ছেদগুলোতে সময় নিরুপণের জন্য জ্যোতিবিজ্ঞানের নিয়ম-কানুন, জ্যোতিষ কেন্দ্রে নিরূপণ, ভৌগলিক স্থান পরিবর্তনের জন্য সময় ও Ascension এর পরিবতন এবং উজ্জ্বায়নে (Cupola of the Earth) এর Ascendance নিরূপণ পদ্ধতি দেয়া হয়েছে ।
>>৫ম খণ্ডে Geodetic Problem নিয়ে আলোচনা করা হয়েছে ।
১ম পরিচ্ছেদে পর পর গ্রহণ দেখে কিভাবে কোন জায়গার দ্রাঘিমা Longitude বের করতে হয় তার বর্ণনা দেয়া হয়েছে।
২য় পরিচ্ছেদে যে স্থানের Co-ordinate জানা আছে তা থেকে দ্বিতীয় অন্য স্থানের দূরত্ব দিয়ে কিভাবে দ্বিতীয় স্থানের দ্রাঘিমা বের করতে হবে তার বর্ণনা দেয়া হয়েছে।
৩য় পরিচ্ছেদে যে দুই জায়গার Co-ordinate জানা আছে তাদের Terrestrial দুরত্ব বের করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে ।
৪র্থ পরিচ্ছেদে কোন এক স্থান থেকে দুইটি নির্দিস্ট স্থানের দূরত্ব জেনে নিয়ে সেই স্থানের Co-ordinate বের করবার পদ্ধতি দেয়া হয়েছে ।
৫ম ও ৬ষ্ঠ পরিচ্ছেদে কোন জায়গার সাপেক্ষে অন্য জায়গার Azimath বের করা যেমন মক্কার বেলায় কিবলার Azimath বের করার পদ্ধতি দেয়া হয়েছে ।
৭ম পরিচ্ছেদে পৃথিবীর পরিধি (Circumference) বের করবার পদ্ধতি দেয়া হয়েছে ।
৮ম ও ৯ম পরিচ্ছেদে Latitude এর সমান্তর স্থানের জলবায় নিয়ে আলোচনা করা হয়েছে । এর সঙ্গে ১ম পৃষ্ঠায় একটি তালিকা দেয়া হয়েছে । ১০ম পরিচ্ছেদে নানা স্থানের ভৌগলিক অবস্থান দিয়ে ৬ পৃষ্ঠায় একটি তালিকা দেয়া হয়েছে ।
>>৬ষ্ঠ খণ্ডে প্রধানত সূর্যের গতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে।
১ম পরিচ্ছেদে দুই বিভিন্ন দ্রাঘিমায় অবস্থিত জাগয়ার সময়ের পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে।
২য় পরিচ্ছেদে আলেকজান্দ্রা ও গজনীর দ্রাঘিমার পার্থক্য নিয়ে আলোচনার পর সূর্যের মধ্য গতি নিয়ে আলোচনা করা হয়েছে ।
৬ষ্ঠ পরিচ্ছেদে টলেমী, হিপারকাস থেকে শুরু করে বেরুনীর নিজস্ব ২টি পর্যবেক্ষণ নিয়ে Equinox এর ২৩টি পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে ।
এই তালিকাটি এবং এই সঙ্গে গ্রন্থকারের আলোচনা প্রকাশিত হোলে মুসলিম বিজ্ঞানী সূর্যের মধ্যগতি (Solar Mean Motion) কি ভাবে বের করেছিলেন তা বোঝা যাবে ।
৭ম ও ৮ম পরিচ্ছেদে Solar Apogee-র গতি নিয়ে আলোচনা করা হয়েছে । গ্রন্থকার o: o, o, ৮, ৩8, ৩১, ২৫ এবং প্রত্যেক দিনের ১° মুল্যমান নিরূপণ করেছেন ।
তার মতে সূর্যের প্রত্যেক দিনের মধ্যগতি হলো ০ : ৫৯, ৮, ১২, ৭, ৫৬, ৩৩° ।
৯ম পরিচ্ছেদে সূর্যের মধ্যগতি (Solar Mean Motion) এবং Apsidal গতি (Apsidal Motion)-র তালিকা দেয়া হয়েছে । এতে মিশরীয় ১, ২, ৩•••৩০ বৎসরের ৬ দশমিক পর্যস্ত মূল্যে দেয়া হয়েছে ।
ইয়াজদিগির অব্দের ৪০০, ৪৩০, ৪৬০•••৮২০ অব্দের মধ্য সূর্য—(Mean Sun) 3 Apogee ø অবস্থান দেয়া হয়েছে ।
১১শ পরিচ্ছেদে Solar Fquation-র একটি তালিকা দেয়া হয়েছে প্রত্যেক ডিগ্রীর ৪র্থ স্থান পর্যন্ত (সর্বোচ্চ হলো ১ ; ৫৯, ৩১, ৪০, ৩০° । তালিকাগত পার্থক্যও এর সঙ্গে যোগ করে দেয়া হয়েছে । গ্রন্থের শেষে Equation of Tim এর একটি পরিচ্ছেদ রয়েছে ।
>>৭ম খণ্ডে চন্দ্রের গতি নিয়ে আলোচনা করা হয়েছে । এতে রয়েছে Mean Motion Equation ও Latitude নিয়ে আলোচনা হয়েছে।
১০ম ও ১১শ পরিচ্ছেদে চন্দ্র ও সূর্যের Parallax এর Latitude ও Longitude সম্বন্ধে বর্ণনা করা হয়েছে তবে কোন তালিকা দেয়া হয়নি । শেষ পরিচ্ছেদে চন্দ্রের ও ছায়ার Diameter এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে ।
>>৮ম খণ্ডে মোট ১৭ পরিচ্ছেদে গ্রহণ ও চন্দ্রের দৃশ্যমানতা (Lunar Visibility) নিয়ে আলোচনা করা হয়েছে । চন্দ্র ও সূর্যের কৌণিক গতি(Angular Velocity), দৈর্ঘ বৃদ্ধির অনুপাত (Rate of Elongation) [১ম পৃষ্ঠা ব্যাপী তালিকা] Mean Conjunction, pposition Lunar Shadow (১ম পৃষ্ঠা ব্যাপী তালিকা ) গ্রহণ সীমা (Eclips Limits) চন্দ্র ও সূর্য গ্রহণের রং, গ্রহণের স্থিতিকাল পরিমাপ, সূর্যাম্ভ ও সূর্য উদয়ের সময়ের গ্রহণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে ।
১২শ থেকে ১৭শ পরিচ্ছেদে চন্দ্রের উপরিভাগের আলো, প্রদোষ ও প্রত্যুষকালের সংজ্ঞা, চান্দ্র মাস, চান্দ্র দিবস, ভারতীয় জ্যোতিবিজ্ঞানের তিথি, চাদ দেখা যাবে কিনা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে ।
>>৯ম খণ্ডে স্থির নক্ষত্র নিয়ে আলোচনা করা হয়েছে । এই খণ্ডটি ৯ পরিচ্ছেদে সমাপ্ত । এতে গ্রহ ও স্থির নক্ষত্রের পার্থক্য, পৃথিবীর বিভিন্ন জায়গার অধিবাসীদের স্থির নক্ষত্রে অনুরূপভাবে সাজিয়ে নেয়া, স্থির নক্ষত্রের গতি, নক্ষত্রের তালিকা (১৯ পৃষ্ঠাব্যাপী), স্থির নক্ষত্রের উদয় অস্ত আরব ও ভারতীয় জ্যোতিবিদগণ যে সমস্ত নক্ষত্রকে Lunar Mansion এর সঙ্গে যুক্ত করে দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা রয়েছে !
>>১০ম খণ্ডে মোট ১৩ পরিচ্ছেদে ৫টি গ্রহ নিয়ে আলোচনা করা হয়েছে । এতে দৃশ্যমানের ব্যাপার ছাড়া অন্যান্য বিষয়ে টলেমীকে অনুসরণ করা হয়েছে। এখানেও নানা তালিকা দেয়া হয়েছে ।
>>১১শ খণ্ডে শুধু জ্যোতিষ নিয়ে আলোচনা করা হয়েছে। এ খণ্ডখানি ১২ পরিচ্ছেদে সমাপ্ত। এতে সম-গহ ব্যবস্থা (Equalisation of Houses) সম্বন্ধে দুইট পদ্ধতি দেয়া হয়েছে---একটি প্রচলিত পদ্ধতি অন্যটি আলবেরুনীর নিজস্ব । দিক (Aspects), আলো বিস্থরণের (Projection of Rays) সম্বন্ধে দুইটি পদ্ধতি (একটি প্রচলিত অন্যটি আলবেরুনীর নিজস্ব) Apheses (২খৃষ্ঠাব্যাপী তালিকা) এবং Progression (৬খৃষ্ঠাব্যাপী তালিকা) বর্ষ পরিবর্তন (Year Transfers) Nativity Transfesrs, Deferent, 3 Epicycle Sectors নিয়ে আলোচনা করা হয়েছে ।
বিষয়: বিবিধ
১৪৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন