ক্লিওপেট্রা

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৬ অক্টোবর, ২০১৬, ১১:২৮:৪৭ সকাল

ক্লিওপেট্রা

---------------

মিসর সম্রাজ্ঞী, যিনি শ্বেতাঙ্গিনী হয়েও ছিলেন প্রাচ্যের প্রতিনিধি, যাঁকে আবার শিকার হতে হয়েছিল প্রাচ্যবাদেরও। এমনই এক ঐতিহাসিক ব্যক্তিত্ব ক্লিওপেট্রা। কে এই ক্লিওপেট্রা? এক রহস্যাবৃতা, অপরূপ সৌন্দর্যের অধিকারিণী, চিরন্তন মোহিনী? যেমনই হন ক্লিওপেট্রা, দুই হাজার বছরেরও বেশি সময় ধরে দশম শতাব্দীর এই রানীকে নিয়ে পৃথিবীর মানুষের কৌতূহল বিন্দুমাত্র কমেনি বরং বেড়েছে। তাঁর নাম ও কল্পিত রূপ সৌন্দর্যকে ব্যবহার করে একদিকে যেমন প্রসাধন ও অলঙ্কার প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছে তাদের জমজমাট ব্যবসা, আরেক দিকে তাঁকে নিয়ে নাক সিঁটকেছে একশ্রেণীর অজ্ঞ ও শূন্যগর্ভ লোক। আবার কখনও হয়েছেন কালজয়ী সব চলচ্চিত্র অথবা নাটকের উপজীব্য বিষয়। কিন্তু এর সবকিছুকেই ছাপিয়ে গেছে তাঁর প্রতি মানুষের মুগ্ধতা ও ভালোবাসা। তাঁকে নিয়ে আপল্গুত হয়েছেন বিশ্বে সর্বকালের শ্রেষ্ঠ মনীষী, শিল্পী ও সাহিত্যিকরা। এখন পর্যন্ত ক্লিওপেট্রার প্রায় এগারোটি মূর্তি আবিষ্কৃত হয়েছে। ১৯৩০ সালে ভ্যাটিকান একটি নাক মেরামত করা, হলদে হয়ে যাওয়া মার্বেলের এক মাথাকে সপ্তম ক্লিওপেট্রা বলে ঘোষণা করে। এর আগ পর্যন্ত ক্লিওপেট্রার শাসনকালের পনেরোটি বা ততোধিক কিছু মুদ্রা ছাড়া আর বিশেষ কিছু প্রত্নতাত্তি্বক নিদর্শনের প্রমাণ পাওয়া যায়নি। এই মুদ্রাগুলোর কোনোটিতে তিনি একা, কোনোটিতে শিশু সিজারিয়নকে কোলে নিয়ে, আবার কোনোটায় তাকে দেখা যায় মার্ক অ্যান্টনির সঙ্গে। কিন্তু আর্শ্চযের বিষয় হচ্ছে, এযাবৎ প্রাপ্ত এই মুদ্রা বা মূর্তির কোনোটিতেই তাঁর বিস্ময়কর সৌন্দর্যের প্রমাণ মেলে না। এগুলোতে আমরা পাই টিয়াপাখির ঠোঁটের মতো বাঁকানো নাক, আন্দাজ পাঁচ ফুট, একটু স্থূলাঙ্গী এক নারীকে যিনি আর যাই হোক সুন্দরী নন। তবে কি পল্গুর্টাকের কথাই ঠিক যে, শুধু শারীরিক সৌন্দর্যে নয়, ক্লিওপেট্রা অসাধারণ ছিলেন ব্যক্তিত্বে ও মোহিনী শক্তিতেও।মিসরের ঐতিহাসিকরা বলেন_ ক্লিওপেট্রা চিকিৎসাশাস্ত্র, অ্যালকেমি প্রভৃতির ওপর বই লিখেছিলেন এবং জনদরদিও ছিলেন। পল্গুর্টাক বলেছেন, মিসরের এই রানী ছিলেন সুকণ্ঠী এবং খুব সহজেই হিব্রু, আরবি, সিরিয়ান, ইথিওপিয়ান প্রভৃতি কম করে আট-নয়টি ভাষায় কথা বলতে পারতেন। দশম শতাব্দীর ঐতিহাসিক আল-মাসুদি ক্লিওপেট্রার বিজ্ঞান সম্পর্কে আগ্রহ ও জ্ঞানের কথাও জানিয়েছেন। অন্যদিকে আমরা পাই ক্লিওপেট্রার সমসাময়িক সিসোরোর মন্তব্য :'আমি ক্লিওপেট্রাকে ঘৃণা করি'। কেন এই মেরুকরণ? তবে আসলে কেমন ছিলেন ক্লিওপেট্রা?

জর্জ বার্নড শ’ লিখেছেন সিজার ক্লিওপেট্রা, এতে প্রাধান্য পেয়েছেন রোমান্টিসিজিম । শেক্সপিয়র লিখেছেন অ্যান্টনি ক্লিওপেট্রা ।

এটিতেও প্রাধান্য পেয়েছে প্রেম ও উচ্চাকাক্সক্ষা । আর সেই সঙ্গে তিনি আশ্চর্য দক্ষতার সঙ্গে বর্ণনা করেছেন ক্লিওপেট্রার রূপের । হেনরি হ্যাগার্ডের ক্লিওপেট্রায় ফুটে উঠেছে ক্লিওপেট্রার ব্যক্তিত্ব, উচ্চাভিলাস আর কিছুটা নারীসুলভ অসহায়তা । এ ছাড়াও ক্লিওপেট্রার চরিত্র নিয়ে লিখেছিলেন বিখ্যাত সাহিত্যিক ড্রাইডেন প্লুটার্ক, ড্যানিয়েল প্রমুখ । যিশু খ্রিস্টের জন্মের আগের নারী হলেও বিশ্বজুড়ে আজো তাকে নিয়ে কৌতূহলের কোনো কমতি নেই । রহস্যময়ী ক্লিওপেট্রার প্রসঙ্গ আসলেই প্রাচীন মিসর আর রোম সভ্যতার কথা অনিবার্যভাবে ওঠে আসবে । এই রূপসী ও তরুণীকে নিয়ে ছড়িয়ে আছে অনেক কল্পকাহিনী আর কিংবদন্তি । মিসর ছিল তখন সবদিক থেকেই সমৃদ্ধ । রোমের দৃষ্টি প্রায় সর্বদাই নিবদ্ধ থাকত সেদিকে, খাদ্য বা অন্য প্রয়োজনে ।

ক্লিওপেট্রা একজন মিশরীয় ফারাও । তিনি ছিলেন প্রাচীন মিশরের সর্বশেষ ফারাও ।তাঁর মৃত্যুর পর মিশর রোমান প্রদেশের আওতাধীন হয় । ক্লিওপেট্রা ছিলেন প্রাচীন মিশরীয় টলেমিক বংশের সদস্য । মহামতি আলেকজান্ডারের একজন সেনাপতি আলেকজান্ডারের মৃত্যুর পর মিশরে কর্তৃত্ব দখল করেন ও টলেমিক বংশের গোড়াপত্তন করেন । এই বংশের বেশিরভাগ সদস্য গ্রিক ভাষায় কথা বলতেন, এবং তাঁরা মিশরীয় ভাষা শিখতে অস্বীকৃতি জানিয়েছিলেন । ক্লিওপেট্রা মিশরীয় ভাষা শিখেছিলেন এবং নিজেকে একজন মিশরীয় দেবীর পুনর্নজন্ম হিসেবে আখ্যায়িত করেছিলেন । ১৮ বছর বয়সে মিসরের সম্রাজ্ঞী হলেন সপ্তম ক্লিওপেট্রা । মিসরীয় নিয়ম অনুযায়ী অষ্টাদর্শী ক্লিওপেট্রা (ফিলোপেটর) তার ছোট ভাই ১০ বছর বয়সী ত্রয়োদশ টলেমিকে বিয়ে করে মিসরের রানী হন । কিন্তু তাদের দুজনের মধ্যে ছিল বিরোধ । তখনকার মিসরীয় আইন অনুসারে দ্বৈত শাসনের নিয়মে রানী ক্লিওপেট্রার একজন নিজস্ব সঙ্গী থাকা বাধ্যতামূলক ছিল । কাজেই ক্লিওপেট্রাকে বিয়ে করতে হয় তারই ছোটভাই টলেমি-১৩কে, যখন তার বয়স ১২ বছর । তখনকার মিশরীয় আইনে ক্লিওপেট্রার একজন আপন সঙ্গী থাকা বাধ্যতামূলক ছিল যে কিনা স্বামী, ভাই বা পুত্র যে কেউ হলেই চলতো । ইতিহাসে ক্লিওপেট্রার জীবনে বহু পুরুষের আগমন ঘটেছে , তদ্মধ্যে রোমান বীর জুলিয়াস সিজার, এন্টোনি, হার্মাসীস উল্লেখযোগ্য । ক্লিওপেট্রা নিজের ক্ষমতা সুসংহত করার জন্য নিজের রূপ-কে কাজে লাগিয়েছেন বারংবার । ক্লিওপেট্রা রূপেও ছিলেন অসাধারণ সুন্দরী ।

অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা উইলিয়াম শেকসপিয়র রচিত একটি বিয়োগান্তক নাটক । ১৬২৩ সালের ফার্স্ট ফোলিওতে প্রথম এই নাটকটি মুদ্রিত হয় । এই নাটকে পার্থিয়ান যুদ্ধ থেকে ক্লিওপেট্রার আত্মহত্যা পর্যন্ত ঘটনার বিবরণ রয়েছে । কেউ কেউ মনে করেন এই নাটকে ক্লিওপেট্রার ভূমিকাটি শেকসপিয়রের নাটকে সর্বাপেক্ষা জটিল নারীভূমিকা । মার্ক অ্যান্টনি মিসরে ক্লিওপেট্রাকে আক্রমণ করতে আসেন এবং তিনি ক্লিওপেট্রার প্রেমে পড়েন । তাদের যমজ সন্তান হয় । এদের একজন আলেকজান্ডার হেলিয়স ও অন্যজন ক্লিওপেট্রা সেলেনি । মিসরের সিংহাসন লাভের জন্য অ্যান্টনি খ্রিস্টপূর্ব ৩৬ অব্দে ক্লিওপেট্রাকে বিয়ে করেন । কিন্তু অ্যান্টনি ছিলেন বিবাহিত, তার স্ত্রী ছিলেন সিজারের উত্তরাধিকারী অক্টাভিয়াসের বোন । ক্লিওপেট্রার মৃত্যুর পর তার পুত্র সিজারিঅনকে কতিপয় রোমান সিনেটরের ইঙ্গিতে গলাটিপে হত্যা করা হয়, যখন তার বয়স ছিল ১৭ বছর ।

সেবা প্রকাশনী থেকে প্রকাশীত হেনরি রাইডার হ্যাগার্ডের ক্লিওপেট্রা বইটির বাংলা অনুবাদ । অনুবাদক চমৎকার অনুবাদ করেছেন স্বাবলীল শব্দচয়নে । মিসর সাম্রাজ্যের টলেমি বংশের শেষ সম্রাজ্ঞী ছিলেন সপ্তম ক্লিওপেট্রা ফিলোপেটর । দ্বাদশ টলেমির (নিয়োজ ডায়োনিসাস) তৃতীয় কন্যা ক্লিওপেট্রা ছিলেন অতি বুদ্ধিমতী ও বিদ্বান তবে শিথিল নৈতিকতাসম্পন্ন নারী । তার শরীরে ছিল গ্রিক রক্ত । মিসরের টলেমি বংশে ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার প্রথম মিসরে আধিপত্য স্থাপন করেন আর তার ইতি টানলেন সপ্তম ক্লিওপেট্রা । ক্লিওপেট্রার মৃত্যুর মধ্য দিয়ে প্রাচীন মিশরীয় ফারাও যুগের অবসান ঘটে যদিও তিনি ছিলেন মেসিডোনিয়ান । মিশরে রোমান শাসনকাল শুরু হয় । টলেমীয়রা মেসিডোনিয়ান হয়েও মিশর শাসন করেন। আর ক্লিওপেট্রা ছিলেন সর্বশেষ ফারাওহ্ । অসীম সুন্দরী ক্লিওপেট্রা ছিলেন বহু গুণে গুণান্বিত এক রমণী । তার অনেক গুণের মধ্যে ছিল প্রখর বুদ্ধিমত্তা আর মাতৃভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসা । আচার-আচরণের দিক থেকে ক্লিওপেট্রা ছিলেন অনেকটাই সহজ-সরল প্রকৃতির । ক্লিওপেট্রা নয়টি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন । শুধু তাই নয়, তিনি একজন গণিতজ্ঞ ও ভালো ব্যবসায়ীও ছিলেন । অন্যকে আকর্ষণ করার মতো সহজাত চারিত্রিক বৈশিষ্ট্য ছিল ক্লিওপেট্রার । জন্মগতভাবেই তিনি ছিলেন নেতৃত্ব গুণের অধিকারী ।

৪৬ খ্রিস্ট পূর্বাব্দে ক্লিওপেট্রা যখন রোমে অবস্থান করছিলেন আর একজন রানী হয়ে তারই অধস্তন এক জেনারেলের সঙ্গে রাজপ্রাসাদে একত্রে বসবাসের কারণে চারদিকে কানাঘুঁষা শুরু হলো । এর মধ্যেই ঘটে গেলো আরেক আশ্চর্য ঘটনা । ক্লিওপেট্রার একটি পুত্রসন্তান হলো । আলেকজান্দ্রিয়ার অধিবাসীরা তার নাম দিল সিজারিঅন । ক্লিওপেট্রা বলতেন, টলেমি সিজার । কিন্তু সিজারের আইনসম্মত উত্তরাধিকারী এবং ভাগ্নে অক্টোভিয়ান এটা মেনে নিলেন না । সিজার অবশ্য প্রকাশ্যেই বলে বেড়াতে লাগলেন যে, সিজারিঅন তারই সন্তান । বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগের মমি ও নানা প্রত্ননিদর্শন আবিষ্কৃত হয়েছে । সেই সঙ্গে উঠে এসেছে ইতিহাসের নানা অজানা অধ্যায়ও । কিন্তু রহস্যময়ী ক্লিওপেট্রা যেন রহস্যের আধার হয়েই থেকে গিয়েছিলেন । কিন্তু এবার বোধ হয় সেই রহস্যের জাল ছিন্ন হতে চলেছে । মিসরে টাপোসিরিস ম্যাগনা উপাসনালয়েই মিসরের সর্বশেষ ফারাও শাসক ক্লিওপেট্রার সমাধি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে ।

এন্টনির মৃত্যুর পর একা হয়ে পড়লেন ক্লিওপেট্রা । কিছুদিনের মধ্যেই ক্লিওপেট্রাকে অক্টোভিয়ানের কাছে নিয়ে যাওয়া হলো । সেখানে অক্টোভিয়ান নিজের বিজয়ে ক্লিওপেট্রার ভূমিকা অনেকটাই হাল্কা করে দিলেন । তিনি বলেন, মিসরের রানীর সঙ্গে তার কোনোরূপ সম্পর্ক, সমঝোতা বা বোঝাপড়ার কোনো বিষয় নেই । ক্লিওপেট্রার শাসনকাল শেষ হয়ে গেছে । এখন তাকে ক্রীতদাসী হিসেবে শহরের রাস্তায় রাস্তায় প্রদর্শন করা হবে । তবে এরকম কিছু ঘটার আগেই ক্লিওপেট্রাকে মেরে ফেলার পরিকল্পনা করা হলো । ক্লিওপেট্রাকে মারার জন্য আনা হলো চরম বিষাক্ত সাপ 'অ্যাসপ' (মিসরীয় কোবরা । একে জীবন-মৃত্যুর ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়)। ফলের ঝুড়িতে লুকিয়ে সেই কোবরাকে আনা হলো ক্লিওপেট্রার সামনে। এই সাপের কামড়েই ৩০ খ্রিস্ট পূর্বাব্দের ১২ আগস্ট ক্লিওপেট্রা মারা গেলেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর । মিসরীয় ধর্মমতে সর্পদংশনে মৃত ব্যক্তিরা হবেন অমর । আর এভাবেই ক্লিওপেট্রা মৃত্যুকালীন ইচ্ছা পূরণ করলেন, যা কেউ কোনোদিন ভুলে যাবে না । আবার আরেকটি মতানুসারে পরাজয়, প্রেমিক এবং রাজ্য হারানোর শোকে ক্লিওপেট্রা তার ব্যক্তিগত কক্ষে একটি সাপ আনিয়ে আত্মহত্যা করেন । সে সময়ে তার সঙ্গে দুই সহচরও আত্মহত্যা করেন । ইতিহাস বলে, ক্লিওপেট্রার সঙ্গে তার দুজন সখী বা সহচরীও মারা যান । কিন্তু একটি সাপই যে তিনজনের মৃত্যুর জন্য দায়ী বা

নিশ্চিত করা গেলো কিভাবে ? তাছাড়া যে সাপটির কথা ইতিহাসে বলা হয়েছে, তার সঙ্গে অ্যাসপ বা মিসরীয় গোখরো সাপের সঙ্গে মিল পাওয়া যায়, যা সাধারণত ৬ ফিট লম্বা হয়ে থাকে ? এ ধরনের একটি সাপকে সেই কক্ষে আনা হলেও তার জন্য যে ধরনের বড় ঝুড়ি বা পানির জগের প্রয়োজন হয় তা সেখানে ছিল না ।

মার্টিনেজ বলেন, তিনি ১৪ বছর ক্লিওপেট্রা সম্পর্কে পড়াশোনা করেছেন এবং তার বিশ্বাস, ক্লিওপেট্রার মৃত্যু ছিল একটি ধর্মীয় ঘটনা এবং ভাইপার জাতের ক্ষুদ্র বিষধর সাপের দংশনে তিনি মারা গিয়েছিলেন । এছাড়া তাকে এই মন্দিরেই সমাহিত করা হয়েছিল । রোমান ঐতিহাসিক প্লুটার্কের লেখাতেও এটা রয়েছে, যে ক্লিওপেট্রাকে এন্থনির সঙ্গেই সমাহিত করা হয়েছিল । তবে সত্যি তারা এখানে চিরনিদ্রায় শায়িত কিনা সেটা সময়ই বলে দেবে । যদি সত্যি তাই হয় তাহলে এই টাপোসিরিস ম্যাগনা সারাবিশ্বের প্রেমিক-প্রেমিকাদের জন্য সেটি অত্যন্ত আকর্ষণীয় এবং দর্শনীয় স্থানে পরিণত হবে । সেই সঙ্গে ক্লিওপেট্রার রহস্যময় জীবন আর তাকে নিয়ে রটনা-ঘটনারও অনেক সত্য প্রমাণ বেরিয়ে আসবে বলে ধারণা করছেন প্রত্নতত্ত্ববিদরা ।

ক্লিওপেট্রার এই ব্যক্তিত্ব, রূপ, গুণাবলীর কাহিনী সমগ্র আফ্রিকা, মধ্যএশিয়া ও ইউরোপজুড়ে বিগত দুই হাজারেরও বেশি বছর যাবত ঘরে ঘরে আলোচনার বিষয় হয়ে আছে ।

*** ক্লিওপেট্রা কে নিয়ে বই

Cleopatra by Fajle Elahi.pdf

https://drive.google.com/file/d/0B4iURLqOo71GcExFRTl6SWVqbjA/view

হেনরি রাইডকর হেগার্ড এর ক্লিওপেট্রা।

http://www.mediafire.com/?by2w7myv9y2go21

*কমিক্স

বইয়ের নামঃ অ্যাসটেরিক্সের সর্ববৃহৎ অভিযান

সিরিজঃ অ্যাসটেরিক্স ও ক্লিউপেট্রা

গল্প লেখাঃ গোসিনি

ছবিঃ ইউদেরজো

প্রকাশনীঃ আনন্দ প্রকাশনী

সাইজঃ 77.8 MB

https://userscloud.com/akoj28tp4ga5

বিষয়: বিবিধ

১৮০৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378776
১৭ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:১১
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ /

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File