ইসলামের ঐতিহাসিক অবদান
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১১ অক্টোবর, ২০১৬, ০৯:৪৬:১৩ রাত
ইসলামের ঐতিহাসিক অবদান
‘ইসলামের এই বিজয় অভিযানের কারণ ছিলো এক অননুভূত পূৰ্ণ বৈপ্লবিক সূত্রের মধ্যে লুকিয়ে, গ্রিস, রোম,পারস্য,চীন এমনকি তারতবর্ষেরও প্রাচীন সভ্যতায় ঘূর্ণ ধরে যাওয়ায় বিপুল
জনসাধারণ যে চরমতম দুঃখ-দুৰ্দশার সন্মুখীন হলো তা
থেকে বাচিয়ে ইসলাম এক আলো ঝলকিত দেশের নির্দেশ দিতে
পেরেছিল বলেই তারা এই অসাধারণ বিস্তাত সম্ভব হয়েছিল। বাহাদৃষ্টিতে দেখলে মনে হবে ইসলামের তলোয়ার আল্লার নামেই সঞ্চালিত হয়েছে , কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে তা এমন নূতন সমাজ গঠনের ও নূতন চিন্তাধারার পথকেই উন্মুক্ত করে দিয়েছে ---যে কাৰ্যত তাই করেছে-- অন্যান্যসকল ধর্মও বিশ্বাসের সমাধি রচনা।
ইসলাম মোহাম্মদের উদ্ভাবনী শক্তির খোশখেয়াল কিছু নয় কিংবা আকাশ থেকে তার কাছে হঠাত এসে পড়াও কিছু নয়। ইসলামকে আরব জাতির কাছে সপে দেওয়া ইতিহাসেরই অসমাপ্ত কাজের ভার।
উত্তরাধিকার সূত্রে পাওয়া মানবসভ্যতার এই অমর অবদানের মূল্য হৃদয়ঙ্গম করতে পারায় আর তাঁর দেশবাসীকে সে সম্বন্ধে অবহিত করতে পারার সার্থকতাতেই হলো মহামানব মোহাম্মদের অবিস্মবিত শ্রেষ্ঠতা।
---- এম এন রায়( মানবেন্দ্র নাথ রায়-১৮৮৭-১৯৫৪) ।
ইসলাম আর নবী (সঃ) সম্পর্কে একজন হিন্দু এই মত পোষণ করতে পারেন ,আর আমরা কিছু অল্পবিদ্যা ভয়ঙ্করি মুসলিম নামধারী বুঝিনা।
বইঃ ইসলামের ঐতিহাসিক অবদান
লেখকঃ এম এন রায়
http://50.30.47.15/Ebook/bangla/Islamer_Oitihasik_Bhumika.pdf
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখকঃ এম এন রায়
http://50.30.47.15/Ebook/bangla/Islamer_Oitihasik_Bhumika.pdf
মন্তব্য করতে লগইন করুন