স্কান করা ---- বই

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৩৫:০০ সকাল

অনেকদিন বাদে আবার বই আপ দিলাম। অনেক বই স্কান করে রেখেছি( বেশির ভাগ রুম্মান ভায়ের, তাকে ফেরত দেবার পূর্বপ্রস্তুতি নিচ্ছি)

বইটি পড়তে দেবার জন্য কাজী রুম্মান ভাই কে ধন্যবাদ।

বইঃ কর্নেলকে আমি মনে রেখেছি

লেখকঃ সাগর সরওয়ার

https://www.pdf-archive.com/2016/09/12/cornelke-ami-mone-rekhechhi-akas848/

**লেখক পরিচিতি

*সাগর সারোয়ার

জন্ম:আনুমানিক ১৯৭৫, ঢাকা, বাংলাদেশ

মৃত্যু:১১ ফেব্রুয়ারি ২০১২,ঢাকা, বাংলাদেশ

মৃত্যুর কারণ: ছুরিকাঘাত

মৃতদেহ আবিস্কার:ঢাকার পশ্চিম রাজারবাজারে ভাড়া করা বাসায়

সমাধি: আজিমপুর কবরস্থান

জাতীয়তা:বাংলাদেশী

পেশা :সাংবাদিক এবং সম্পাদক, টেলিভিশন সংবাদ

নিয়োগকারী :মাছরাঙা টেলিভিশন, এবং পূর্বে ডয়চে ভেলে, ইত্তেফাক, যুগান্তর, এবং সংবাদ

প্রতিষ্ঠান: এনার্জি বাংলা

**যে জন্য পরিচিত পরিবেশ ও শক্তি বিষয়ক সংবাদ গ্রহণ

আদি শহর :পুরান ঢাকা

টেলিভিশন :মাছরাঙা টেলিভিশন

বোর্ড সদস্য: ফোরাম অব এনার্জি রিপোর্টারস বাংলাদেশ

-------

ঈদ পরবর্তি শুভেচ্ছা হিসেবে এবার দিলাম এই বই।

বইঃ মনুসংহিতা এবং শূদ্র HQ 7.09mb

লেখকঃ কঙ্কর সিংহ

প্রকাশকঃ র্যা ডিকাল , কলকাতা

প্রথম প্রকাশ ঃ২০০৬

লিংকঃ https://www.pdf-archive.com/2016/09/14/manussanhita-ebong-sudra-akas848/

স্কানঃ গোলাম মাওলা Golam Maula Akas

বই দিয়েছেনঃ কাজী রুম্মান ভাই

মূল্যঃ ষাট টাকা

বইঃ বঙ্গীয় কুল শাস্ত্র

লেখকঃডঃ রমেশচন্দ্র মজুমদার

প্রকাশকঃ শ্রীঅশোককুমার বারিক ভারতী বুক স্টল ৬বি, রমানাথ মজুমদার স্ট্রিট কলকাতা-৭০০ ০০৯

প্রথম প্রকাশ ঃ জুন, ১৯৭৩ তৃতীয় প্রকাশ ঃ জুন, ২০০৬

লিংকঃ http://www.pdf-archive.com/2016/03/25/kulshastro-maula/

স্কানঃ গোলাম মাওলা

বই দিয়েছেনঃ কাজী রুম্মান ভাই

মূল্যঃ পঞ্চাশ টাকা

বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377655
১৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ তিন নং বইটার জন্য। তবে ১ নম্বর এ কপিরাইট সমস্যা অছে।
377662
১৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৫৫
গোলাম মাওলা লিখেছেন : হা হা হা হা,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File