জিয়াফত

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৯ জানুয়ারি, ২০১৬, ০৪:২২:৫৫ বিকাল

জিয়াফত

---------

গ্রামে ** জিয়াফত* নামে একটা শব্দ আছে।

এর অভিধানসিদ্ধ অর্থ -- মৃতের দোয়া অনুষ্ঠান।

তবে গ্রামের লোকেরা এর প্রধান অর্থ করে মৃত ব্যক্তির আত্মার শান্তি কল্পে দোয়া অনুষ্ঠানে খাওয়া দাওয়ার অনুষ্টানে ভুরি ভোজ। গ্রামে বড়লোকদের এই জিয়াফতের আর একটা নাম আছে চল্লিশা/ মদলিশ।

** এই জিয়াফতে আশে পাশের ১০ গ্রাম অনানুষ্ঠানিক ভাবে দাওয়াত প্রাপ্ত হয়। দাওয়াত দিতে হয় না, এই অনুষ্ঠান হলে ধরে নেওয়া হয় আশে পাশে ১০ গ্রাম এই দাওয়াতের ভাগিদার।

আশে পাশের গ্রামের মানুষ আবার এই সুজোগে তাদের আত্মীয় সজন কে ফ্রি এই এলাহী খায় দায়ে নিমন্ত্রন দেয়।

** এই এলাহি খাই দায় অনুষ্ঠান যত না সেই মৃত ব্যাক্তির শান্তি কামনাথ্রে, তার চেয়ে বেশি ধনী পরিবার গুলির আত্মমর্যাদাবোধের একটা প্রকাশ। ** এই এলাহী কারবারে যেমোন কাটা পড়ে ৪০ গরু তেমনি কাটা পড়ে ৩০ ছাগলের মাথা।

রান্না হয় ৩০ মন চাউলের ভাত। ১০ মন ডাল।

আর ১০ গ্রামের বেচারা কলাগাছের ডাল কাটা পড়ে হাজার ৫০ শেক।

** এই গরু ছাগল কিন্তু শুধু ঐ ধনি পরিবার শরিক হয় তা না কিন্তু, এই শরিকে থাকে মৃতের আত্মিয় পাড়া প্রতিবেশি।

** এখন আর সেই রকম জিয়াফত নেই, নেই খাই দায়ের ফ্রি এমোন এলাহী কারবার।( না আছে আছে -- আর তা আছে ফুরফুরা, জদু, কদু---- পীর দের ওরোশ মোবারকে)

বিষয়: বিবিধ

১৬৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356548
০৯ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যিয়াফত মানে তো যে কোন ধরনের খানার দাওয়াত বলে জানতাম!! চট্টগ্রামে এর নাম মেজবান!
১২ জানুয়ারি ২০১৬ রাত ০১:১৬
296087
গোলাম মাওলা লিখেছেন : হুম
356591
১০ জানুয়ারি ২০১৬ রাত ০৪:৫৪
Raya লিখেছেন : please take my salam . I am very happy reading your
১২ জানুয়ারি ২০১৬ রাত ০১:১৭
296088
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File