শিশু কিশোর গল্প কবিতার এ্যান্ড্রয়েড এ্যাপস
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৬ ডিসেম্বর, ২০১৫, ১০:০০:১০ সকাল
শিশু কিশোর গল্প কবিতার এ্যান্ড্রয়েড এ্যাপস
অনেক প্রতিক্ষার পর অবশেষে আমাদের বিজয়ের মাসে উন্মুক্ত হলো বাংলা ভাষায় একমাত্র শিশু-কিশোদের গল্প, কবিতা, ছড়া নির্ভর এ্যান্ড্রয়েড এ্যাপস। এই এ্যাপসটির মাধ্যমে শিশু-কিশোররা অতি সহজেরই বাংলা ভাষায় তাদের পছন্দের গল্পগুলো পড়তে পারবে। প্রথম সংস্করনে প্রায় ১০৯৯টি গল্প ও ছড়া যুক্ত করা হয়েছে। চলো জেনে নেই এই এ্যাপসের সুবিধা সমূহ।
১. এ্যাপসটি ব্যবহার কোন ইন্টারনেট লাগে না এবং বিরক্তিকর বিজ্ঞাপন নেই।
২. এ্যাপসটি সম্পূর্ণ ফ্রি ফলে বিনামূল্যে ডাউনলোড করা যায় এবং বিতরণ করা যায়।
৩. Resume Reading থাকার ফলে বারবার গল্প প্রথম থেকে পড়তে হয় না অর্থাৎ গল্প পড়তে পড়তে এ্যাপস বন্ধ করলেও এ্যাপসটি সর্বশেষ অংশটি মনে রাখতে পারে। ফলে পরবর্তীতে আগের জায়গা থেকে পড়া যায়।
৪. এ্যাপসটিতে কোন অতিরিক্ত বাটন কিংবা বিজ্ঞাপন রাখা হয়নি ফলে এ্যাপসটি হয়েছে পরিষ্কার ও পরিচ্ছন্ন।
৫. পোট্রেইট ও ল্যান্ডস্কেপ দু’ভাবেই পড়া যায়।
৬. সম্পূর্ন রেসপনসিভ হওয়াতে যে কোন Android Device এ কোন ঝামেলা ছাড়াই পড়া যায়
৭. লেখা গুলো যথেষ্ট বড় রাখা হয়েছে ফলে পড়ার সময় চোখের উপর চাপ কম পরবে।
৮. ১০০০ এর বেশি গল্প কিন্তু ওজন মাত্র ৪ (চার) এমবি।
৯. প্রতি দু’মাস পর পর আপডেট।
১০. এ্যাপসের যে কোন গল্প থেকে লেখা কপি করা যায় এবং বন্ধুদের সাথে শেয়ার করা যায়।
ডাউনলোড লিঙ্ক
http://www.mediafire.com/?fh8omqajccyto7u
অথবা:
http://www.shishukishor.org/p/blog-page_73.html?m=1
* ছোটদের নিয়ে আমাদের এই প্রয়াস কেমোন লাগল লিখতে ভুলবেন না প্লিজ।
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন