উত্তর সাধক
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৪ ডিসেম্বর, ২০১৫, ০১:১০:০০ রাত
বইঃউত্তর সাধক
লেখকঃ বাণী বসু
প্রকাশনীঃআনন্দ পাবলিশার্স
মূল্যঃ৩০(কিনা ২০টাকা)
বাবার দেশ মীরাট, মায়ের বাংলা ।
অশোক ভাটনগর ও লিলা দশগুপ্তের তৃতীয় সন্তান মেধাশ্ৰী । নাম থেকে শ্ৰীটুকু ছেঁটে দিয়েছিলেন মেধা ভাটনগর । শ্রীহীন হবার ইচ্ছেয় নয়, শ্রী শব্দটির সঙ্গে যে-হতাশা, অত্যাচার, অবিচার এবং আত্মতুষ্টির অনুষঙ্গ দীর্ঘকাল ধরে মিশে আছে, তার প্রতি সুতীব্র অনীহায় । বাবার কর্মক্ষেত্র কলকাতার শিকড় ছিড়তে পারেননি মেধা । ইতিহাসের অধ্যাপনাকে জীবিকা করে থেকে গেলেন । যদিও পাঁচ বছর করে দুদফায় দশটা বছর কাটিয়ে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে । আশ্চর্য মেধার ব্যক্তিজীবন । বিবাহিত হয়েও কুমারী । মেধা ভাটনগরের সেই আশ্চর্য জীবনের পূর্ব ইতিহাস এবং ছাত্রদের দিয়ে নিয়েই বাণী বসুর এই সমাজসচেতন ও সম্পন্ন উপন্যাস । অনেকগুলি পরিবারের বণাট্য চালচিত্রে বিভিন্ন স্তরের মানুষের সম্পর্কের অন্তরঙ্গ ছবি, সমকালীন ছাত্রজীবন, অনন্য প্রেরণাময় এক আদর্শ ছাত্রসংঘ এবং আদর্শের সঙ্গে স্বার্থের সংঘাতের যে বিশাল কাহিনী বুনেছেন তিনি, তা আদ্যস্ত সমান কৌতুহলকর । সমকালীন হয়েও চিরকালীন ।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন