বাংলা সাহিত্যে ট্রিলজি বা ত্রয়ী উপন্যাস
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৯:০৭ দুপুর
বাংলা সাহিত্যে ট্রিলজি বা ত্রয়ী উপন্যাস
---------------------------------------
ইইংরেজি ট্রিলজি এর বাংলা ত্রয়ী। সাধারণত সিরিজ লিখার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়। কোন লিখার তিনটি সিরিজ বা লিখার তিনটি পাঠ থাকলে তাকে ট্রিলজি বা ত্রয়ী বলা হয়।
বাংলা উপন্যাস এর ক্ষেত্রে এই শব্দটি খুব পরিচিত না হলেও খুব নতুনও নহে। ট্রিলজি বা ত্রয়ী উপন্যাস এর ক্ষেত্রে খুব বেশি উধাহরন না থাকলেও খুব কমও আছে তাও আবার না।
ট্রিলজি বা ত্রয়ী উপন্যাস এর ক্ষেত্রে খুব ভাল উধাহরন ---সমরেশ মজুমদারের উত্তরাধিকার, কালবেলা ও কালপুরুষ সিরিজ।
>এ ছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়,প্রথম আলো,পূর্ব-পশ্চিমকে টাইম ট্রিলজি হিসেবা খুব বিখ্যাত।
>গজেন্দ্রকুমার মিত্রের কলকাতার কাছেই, উপকন্ঠে, পৌষ ফাগুনের পালা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ।
>প্রফুল্ল রায় এর কেয়াপাতার নৌকা’ (২০০৩), শতধারায় বয়ে যায় (২০০৮) ও উত্তাল সময়ের ইতিকথা(২০১৪)
>জন অরন্য - সীমাবদ্ধ- আশা আকাঙ্ক্ষা -- শংকর এর বিখ্যাত ট্রিলজি।
>স্থানিয় সংবাদ - সুবন সুযোগ -- বোধদয়-- শংকর এর আর একটি বিখ্যাত ট্রিলজি।
>এ ছাড়া বিমল মিত্র লিখেছেন তার বিখ্যাত ট্রিলজি -- কড়ি দিয়ে কিনলাম - সাহেব বিবি গোলাম ও একক দশক শতক
> ইমদাদুল হক মিলন এর নূর জাহান আর একটি বিখ্যাত ট্রিলজি।
>শওকত আলীর দক্ষিনায়নের দিন--কুলায় কালস্রোত-- পূর্বরাত্রি পূর্বদিন আর একটি বিখ্যাত ত্রয়ী।
>আধুনিক কালে শরীফুল হাসান এর সাম্ভালা সিরিজ খুব সাড়া ফেলেছে।
>হুমায়ুন আহমেদের 'মধ্যাহ্ন', 'মাতাল হাওয়া' এবং 'জোৎস্ন্যা ও জননীর গল্প'।
>অপু ট্রিলজি”“পথের পাঁচালি”, “অপরাজিত”, “অপুর সংসার”
>আশাপূর্ণা দেবীর প্রিয় ত্রয়ী উপন্যাস 'প্রথম প্রতিশ্রুত', 'সুবর্নলতা' ও 'বকুল কথা'।
বিষয়: বিবিধ
২৬৬০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুনিল গঙ্গোপাধ্যায় এর লিখা কে ঠিক ট্রিলজি বলা যায়না।
মন্তব্য করতে লগইন করুন