ছবির কবি----ঈদে গ্রামের বাড়ির------------
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২১ অক্টোবর, ২০১৪, ০২:১১:২৭ রাত
ছবির কবি----ঈদে গ্রামের বাড়ির------------
১। কলসি কাকে গ্রামের এক বৌ।
গ্রামের এক ভাবিকে পেয়ে গেলাম কলসি কাকে। ছবি তুলে নিলাম ঝটপট। ভাবি তাড়াতাড়ি মাথার কাপড় ঠিক করতে করতে বলে উঠল—থাম থাম মাথার কাপড় ঠিক করি আগে।
২। আইসক্রিম ওয়ালা ও ছোট পিচ্চিরা।
পাড়ায় পাড়ায় ওয়াজ বা গান বাজিয়ে আইসক্রিম বিক্রি করে এই মানুষ গুলি। সেদিন (ঈদের ২ দিন পরে) সাইদি সাহেবের ওয়াজ ফুল ভলিওমে বাজিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে। আমি বললাম ভাই রাজাকারের ওয়াজ কেন চালাচ্ছেন। তার সোজা উত্তর সাইদি সাহেবের ওয়াজ বাজালে লোকজনকে আকর্ষণ করা যায় বেশি। আমি বললাম এলাকার লিগ পান্টু গুলি কিছু বলবে না। বললে বন্ধ করে দেই।
৩।সবুজ ধান আর বিষ
ধানে আজকাল নানারকম পোকার আক্রমণ--- মাজরা, কারেন্ট-------ইত্যাদি। আর ধান রক্ষা করতে তাই এই বিষ প্রয়োগ।
৪।বাড়ির ফল
>বাতাবি লেবু,
>কমলা লেবু,
>কলা
>জলপাই
৫।বারিড় এক ঝাঁক কবুতর
আমাদের বাড়িতে আছে প্রায় ৩-৪ হাজার কবুতর।
৬।আমাদের পুকুর আর পানি পোকা আমার ভাজতি ও ভাজতারা
৭। গ্রামের হাট
>> বাঁশের তৈরি কিছু জিনিস।
>> সোনালি আঁশ নিয়ে কৃষক।
>>খোলা লবণ।
এভাবেই স্বাস্থকর খোলা ও আয়োডিন হীন লবণ খেয়ে থাকে গ্রামের ৮০% মানুষ।
>> সাঁওতাল মহিলাদের হাটে তৈরি চমৎকার ঝাড়ু।
>> বিভিন্ন উৎপাদিত সবজি নিয়ে কৃষক।
এই হাটে খুব সস্তা তই-তরকারি। বেগুন-১০ টাকা কেজি। কচুর মুখি-১৫টাকা। পেয়াজ-১৫ টাকা। আলু—দেশি—১০ টাকা। শাক- এক বোঝা—৫টাকা, ক্লা—৪ টাকা হালি।
>> চানাচুর ওয়ালা।
কি বলিব এদের চানাচুরে এত স্বাদ। আমি ১ কেজি এনেছি। ১১০ টাকা কেজি।
>> পানওয়ালা।
৮। গ্রামীণ জীবনযাত্রা।
৯। চাঁদনী রাতে আড্ডা।
১০।বিভিন্ন
১১।তেল মুড়ি।
সকালে ছোট হাড়িতে করে সরিষার তেল দিয়ে মুড়ি মেখে বাচ্চাদের হাতে দিয়ে মারা যান অন্যান্য কাজে। আর বাচ্চারা সেটি হাতে রাস্তায় রাস্তায় অন্যন্যদের সঙ্গে খেয়ে ও খেলে বেড়ায়।
বিষয়: বিবিধ
২২৫১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
- আমারও
মন্তব্য করতে লগইন করুন