এই ভণ্ডদের থেকে সাবধান---------

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৫ অক্টোবর, ২০১৪, ০২:০৪:৫৩ দুপুর

এই ভণ্ডদের থেকে সাবধান---------

বড় আশ্চর্যের বিষয় শুধু টাকার জন্য টেলিভিশন চ্যানেল গুলি এই রকম ভণ্ডদের বিজ্ঞাপন গুলি প্রচার ও প্রসারে ভুমিকা রাখছে। আর এই ভণ্ডদের টার্গেট থাকে প্রবাসি যুবক ও অন্যান্যরা। এদের বিজ্ঞাপনে একটু খেয়াল করলে দেখা যায় এদের সবার কথা এক। এদের প্রচারিত কথার মাঝে রয়েছে----

১। জীবনের হতাশা দূর

২। স্বামী স্ত্রির মধ্যে দূরত্ব দূর করা।

৩। বিদেশী( বিভিন্ন দেশে )লটারির নিশ্চিত নাম্বার প্রদান। সঙ্গে বিভিন্ন জনের ছবি দিয়ে প্রচার করছে—লটারি বিজয়ী। কোন ভণ্ড আবার একধাপ এগিয়ে বলছে--- বশ কৃত জীনের সাহায্যে লটারির নাম্বার দেওয়া হয়।

৪। পরকীয়া রোধ।

৫। প্রেমে সাফল্য

৬। জমি নিয়ে বিরোধে সমাধান।

৭। বিভিন্ন গোপন রোগ সারানো।

৮। পড়াশুনার উন্নতি

৯। চাকরিতে উন্নতি

১০। ব্যবস্যার উন্নতি।

সহ হাজারো টকটকে কথা বলে সাধারণ মানুষকে ঠকিয়ে যাচ্ছে এই ভণ্ডরা।

১।

২।



৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

১১।

১২।

১৩।

১৪।

১৫।

১৬।



১৭।



১৮।

এদের দাড়ি আর টুপি দেখে যে কেউ মজে যেতে পারে। তাই সাবধান ,সাবধান দাড়ি টুপিওয়ালা এই সব ভণ্ডদের কাছ হতে।

উক্ত সমস্যা--- আপনি সেই বিষয়ে যানা লোকের কাছে যান।

>>জীবন নিয়ে হতাশ—ভাল একজন মনো চিকিৎসকের কাছে জান। ভণ্ড দাড়িওয়ালা কি সমাধান দিবে আপনাকে।

>> স্বামী স্ত্রীর মাঝে সমস্যা---- পরিবারের বয়স্ক লোকদের সাহায্য নিন।

>> জমি নিয়ে বিরোধ—একজন ভাল উকিলের কাছে জান। তাদের পরামর্শ নিন।

কোন অবস্থাতেই ঐ সব ভণ্ড পীর বা দরবার শরীফে যাবেন না। নিজে ভাবুন এবং সাবধান হন অন্যকে সাবধান করুন।

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274651
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৮
ফেরারী মন লিখেছেন : আমি জীবনেও এসব ভণ্ডদের কাছে যাইনি। এরা মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করছে। সচেতন করার জন্য ধন্যবাদ
১৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৯
218846
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবা।আপনি আমি না গেলেও অন্যরা যাচ্ছে
274658
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৬
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
১৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৯
218847
গোলাম মাওলা লিখেছেন : আপনি আমি না গেলেও অন্যরা যাচ্ছে
274660
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৬
বুড়া মিয়া লিখেছেন : ভাইয়া এইসব ক্ষেত্রে চিকিৎসকও ভন্ড, তবে একটু ভাবের দেখে অনেকে স্বেচ্ছায় প্রতারিত হতে যায়। হতাশা-ফতাশা কোন রোগ না, এটা মানুষের জীবনের স্বাভাবিক বিষয়!কম হোক বা বেশী ...ঠিক যেমন বেশি সাদা বেশি কালা কোন রোগ নয়
১৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৯
218848
গোলাম মাওলা লিখেছেন : আপনি আমি না গেলেও অন্যরা যাচ্ছে
274677
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

দারুণ একটা কাজ করেছেন তো!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:১০
218849
গোলাম মাওলা লিখেছেন : আপনি আমি না গেলেও অন্যরা যাচ্ছে
288078
২৫ নভেম্বর ২০১৪ রাত ১১:৪১
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
২৭ নভেম্বর ২০১৪ রাত ০১:৪৯
232322
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File