এই ভণ্ডদের থেকে সাবধান---------
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৫ অক্টোবর, ২০১৪, ০২:০৪:৫৩ দুপুর
এই ভণ্ডদের থেকে সাবধান---------
বড় আশ্চর্যের বিষয় শুধু টাকার জন্য টেলিভিশন চ্যানেল গুলি এই রকম ভণ্ডদের বিজ্ঞাপন গুলি প্রচার ও প্রসারে ভুমিকা রাখছে। আর এই ভণ্ডদের টার্গেট থাকে প্রবাসি যুবক ও অন্যান্যরা। এদের বিজ্ঞাপনে একটু খেয়াল করলে দেখা যায় এদের সবার কথা এক। এদের প্রচারিত কথার মাঝে রয়েছে----
১। জীবনের হতাশা দূর
২। স্বামী স্ত্রির মধ্যে দূরত্ব দূর করা।
৩। বিদেশী( বিভিন্ন দেশে )লটারির নিশ্চিত নাম্বার প্রদান। সঙ্গে বিভিন্ন জনের ছবি দিয়ে প্রচার করছে—লটারি বিজয়ী। কোন ভণ্ড আবার একধাপ এগিয়ে বলছে--- বশ কৃত জীনের সাহায্যে লটারির নাম্বার দেওয়া হয়।
৪। পরকীয়া রোধ।
৫। প্রেমে সাফল্য
৬। জমি নিয়ে বিরোধে সমাধান।
৭। বিভিন্ন গোপন রোগ সারানো।
৮। পড়াশুনার উন্নতি
৯। চাকরিতে উন্নতি
১০। ব্যবস্যার উন্নতি।
সহ হাজারো টকটকে কথা বলে সাধারণ মানুষকে ঠকিয়ে যাচ্ছে এই ভণ্ডরা।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
এদের দাড়ি আর টুপি দেখে যে কেউ মজে যেতে পারে। তাই সাবধান ,সাবধান দাড়ি টুপিওয়ালা এই সব ভণ্ডদের কাছ হতে।
উক্ত সমস্যা--- আপনি সেই বিষয়ে যানা লোকের কাছে যান।
>>জীবন নিয়ে হতাশ—ভাল একজন মনো চিকিৎসকের কাছে জান। ভণ্ড দাড়িওয়ালা কি সমাধান দিবে আপনাকে।
>> স্বামী স্ত্রীর মাঝে সমস্যা---- পরিবারের বয়স্ক লোকদের সাহায্য নিন।
>> জমি নিয়ে বিরোধ—একজন ভাল উকিলের কাছে জান। তাদের পরামর্শ নিন।
কোন অবস্থাতেই ঐ সব ভণ্ড পীর বা দরবার শরীফে যাবেন না। নিজে ভাবুন এবং সাবধান হন অন্যকে সাবধান করুন।
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দারুণ একটা কাজ করেছেন তো!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন