ছবির কবি (এহা খালি ছবি নহে এহা এক টি ইতিহাসের সংগে প্রতারণা)

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫২:৫২ দুপুর

ছবির কবি (এহা খালি ছবি নহে এহা এক টি ইতিহাসের সংগে প্রতারণা)



আচ্ছা সাহাবাগের শ্লোগান গুলি কি আমরা এই কয়েকদিনের মাঝে ভুলে গেছি।

****ই -----তে ইসলামি ব্যাংক তুই রাজাকার তুই রাজাকার।

কে এই বলিয়া শ্লোগান দিয়েছেন হাত জাগিয়া হা বলিয়া জানান দিন।

হা জয় যুক্ত হয়েছে , হা জয় যুক্ত হয়েছে। তা হলে অনেকে দেখি ভুলে যায় নি। তা হলে আমাদের প্রধান মন্ত্রী মুক্তি যুদ্ধের পক্ষের চীফ কি করে ভুলে গেলেন।((( তার হাসি দেখে আমার কেন যেন সন্দেহ হচ্ছে লিগ ও জামাতের গোপন সমঝোতার ।)))) না লিগের এই জামাত বিরোধিতা খালি লোক দেখানো। আর জনগণের আই ওয়াশ।

>>>>রাজাকার খালি কি বর্তমানে মুক্তি যুদ্ধের পক্ষের শক্তি লিগের নিজের ফায়দা লুটার নতুন ( পুরান বোতলে নতুন মদ) মাদকের তত্ত্ব

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।



বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269485
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : সাথে থাকলে সংগী, দুরে গেলে জঙ্গী।
269494
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই স্লোগান এর বিনিময়েই তো এই অর্থ লাভ হয়েছে। এবং শাগবাগে লাঠি চলেছে!!!
269499
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪১
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : পিলাচ
269575
২৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪০
ইবনে আহমাদ লিখেছেন : এরকম আরো ছবি আছে। এক সাথে করে একটি পোষ্ট দিতে পারেন।
০১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৪
214439
egypt12 লিখেছেন : কিচ্ছু কইতাম্না Straight Face

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File