এস এম এস কাব্য ১-৯-১৪
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫৬:২৭ দুপুর
এস এম এস কাব্য ১-৯-১৪
১। সাড়া
----------------------
কবে দেবে আমায় সাড়া
কবে পাব আমন্ত্রণ।
কবে তুমি রাখবে হাত
ধরতে দেবে তোমার হাত।
২। হাত
--------------------------
কেও কি এখন
এই অবেলায়
বাড়িয়ে দেবে হাত।
মেঘলা দিনে একলা একলা
কাটে নাতো রাত।
৩। হাত-২
--------------------
আমায় ভেবে
কেও যদিও,
হাতটা দেয় তার বাড়িয়ে
শক্ত করে ধরে এবার
এগিয়ে চলা শুরু হবে।
এস এম এস কাব্য ৩১-০১-১৪
**********************
১।চমক
---------------------
হঠাৎ হঠাৎ চমকে উঠি
পিছনে ফিরে দেখি
সব খালি।
কেও নেই আমি একা
একা একাই আমার পথ চলা।
২। প্রেমিক
--------------------------
আমি প্রেমিক পুরুষ
শুধু ভাল বাসতেই জানি।
এই একটি কাজই আমি
খুব ভাল পারি।
৩। ভালবাসা
----------------------------
ভালবাসা তোমার জন্য
কি,
বিশ্বাস কর না?
তবে নাই কর
তবু ভালবেসে আমি তো যাব।
বিষয়: বিবিধ
২১৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন