সময় সময়
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২০ আগস্ট, ২০১৪, ০২:২০:৩৮ রাত
সময়
সময় চলে সময়ের গতিতে
অপেক্ষায় থাকেনাকো কারো ।
স্রোতের মত জীবন ঘড়ির সময়
বয়ে চলে--
আমারই মত ,অসময়ের গতিতে।
সময় অসময় মানা হয়নি জীবনে
ভাবা হয়নি সময় নিয়ে,
সময়ের মুল্য দিয়ে।
সময়ের কাজ হয়নিকো
করা সময়ে,
অপেক্ষার প্রহরও করা হয়নিকো সুষময়ে,
আজ -----
সময় গেছে সুযোগ হারিয়েছে
ঠিক
সুসময়ের এক ফোড়, অসময়ের দশ হিসেবে।
২০-৮-১৪ইং,রাত-১.৫৮am
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।কেননা দুনিয়ার স্থায়ীত্ব কম,আমাদেরকে অবশ্যই সময়ের গুরুত্ব অনুধাবন করে আখেরাতের মালামাল নিয়ে প্রস্তুত থাকতে হবে।
মন্তব্য করতে লগইন করুন