এস এম এস কাব্য

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৩ আগস্ট, ২০১৪, ১২:৫৩:১৫ দুপুর

এস এম এস কাব্য



১।মন

---------- ------- -------

আমি হারিয়েছি মন

তোমারই কাছে।

তুমিই কেবল পার



এই মনকে বুঝাতে

তুমি আমারই হবে।

*****

২। আলো

---------------- ---------

তুমিই আলো—হে প্রেয়সী

আলো ভরা তোমারই জীবন ।



তোমার আলোয়

---আলোকিত----

আমার ছোট্ট এই ভুবন।

*****

৩।পূর্ণিমা

------------------------------

রাতের আধারে

বিষণ্ণ একা দাঁড়িয়ে।



নিকষ আধার ঘিরে

জীবনে যেন ঘোর অমাবস্যা।

আধার কেটে

কবে আসবে জীবনে

ভর পূর্ণিমা।

*****

৪। কেন?

------------------------

কেন তবে এত ছলনা

কেন এত লুকোচুরি বাধা।

নিজেকে কেন তুমি লুকিয়ে ফেল



কেন রং বদলাও এত তাড়াতাড়ি।

তুমি যা আমি তেমনি তোমাকে চাই

তোমাকে তোমার মত করে

আমি যেন তোমাকে আমার করে পাই।

*****

৫।আঘাত

--------------------------------



আঘাত দিতে চাও দাও

তবে তোমার আঘাত আমার বুকে

ফুলের চন্দনের চিহ্ন হয়ে রবে

যত দিন তুমি আমার না হবে।

*****

৬।কাছা কাছি

------------------------------------

আমি আছি

হারিয়ে যাব কোথায়।

আছি আমি কাছা কাছি

তোমা হতে



হয়তো দুরতিক্রম্য দূরে।

তবু মনে মনে আছি আমি

তোমার মনেরই খুব কাছে।

*****

৭। হারিয়ে যেতাম

-----------------------------

দুপুর রাতে, সঙ্গী যদি হতে

হাতে যদি রাখতে হাত।

তবে হারিয়ে যেতাম

তোমাতে আমি ,এই জিবন ভর।

এস তবে,



এই হাতে রাখ হাত

ভর পূর্ণিমায় তোমায় জানাবো

বলে দেব না বলা মনের কথা আজ।

****

৮।অপ্রাপ্তি

,--------------------------------

প্রাপ্তির খাতা শূন্যই থেকেছে

পাইনি কিছুই আজো।



শূন্য হৃদয়ে না পাবার ব্যথা

হাহাকার করে নিরবে।

****

৯।জল

-------------------------------------

চোখে জল

জলে ছল ছল,



কেন আজ তোমার চোখে

ছল ছলে এই জল।

*****

বিষয়: বিবিধ

১৯৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253897
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:০২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০২
198986
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File