সাপ ,সাপের খেলা ও সাপুড়ে বা বেদে সম্প্রদায় পর্ব –এক(১)

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১১ আগস্ট, ২০১৪, ১২:৫৮:৪৯ দুপুর

সাপ ,সাপের খেলা ও সাপুড়ে বা বেদে সম্প্রদায় পর্ব –এক(১)



‘অ-তে অজগর। অজগর ওই আসছে তেড়ে।’

অক্ষর পরিচিতির প্রথম পাঠে এভাবেই সাপের সাথে এদেশের শিশুদের প্রথম পরিচয় ঘটে বা বিখ্যাত কবি সুকুমার রায় এর বাপুরাম সাপুড়ে দিয়েও সাপ সম্পর্কে সেই ছোট্টবেলে হতে আমাদের সঙ্গে সাপের পরিচয় ঘটে।

বাবুরাম সাপুড়ে,

(সুকুমার রায়)

বাবুরাম সাপুড়ে,

কোথা যাস্ বাপুরে?

আয় বাবা দেখে যা,

দুটো সাপ রেখে যা—

যে সাপের চোখ্ নেই,

শিং নেই, নোখ্ নেই,

ছোটে না কি হাঁটে না,

কাউকে যে কাটে না,

করে নাকো ফোঁস্ ফাঁস্,

মারে নাকো ঢুঁশ্ ঢাঁশ

নেই কোনো উৎপাত,

খায় শুধু দুধ ভাত,

সেই সাপ জ্যান্ত

গোটা দুই আন্ত!

তেড়ে মেরে ডাণ্ডা

ক'রে দিই ঠাণ্ডা৷


>>সাপুড়ে বা বেদেঃ সাপুড়ে একধরণের পেশাভিত্তিক গোষ্ঠী যারা সাপ ধরে ও সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে। এরা বেদে নামেও পরিচিত। এরা শেকড় বাকড় দিয়ে সর্পাঘাতের হাতুড়ে চিকিৎসাও করে থাকে। এদের ঝাঁপিতে সাপ



নিয়ে ঘুরতে দেখা যায়। পেটমোটা "সাপুড়ে-বাঁশি" বাজিয়ে এরা সাপ নাচায় (আসলে সাপ ভালো শুনতে পায়না, তাই মাটিতে পা ঠুকে ও বাঁশি দুলিয়ে এত কসরত)।মন্ত্রতন্ত্রসিদ্ধ বলে সমীহ করা হলেও এদের প্রধান যাদু হস্তনৈপূণ্য (ও ক্ষিপ্র গতি) এবং সাপেদের সম্বন্ধে অভিজ্ঞতা।সাধারণত এরা পোষা বিষধর সাপের বিষদাঁত



উপড়ে রাখে (এবং ডেন্টাল প্যাপিলা চেঁছে রাখে যাতে আর না গজায়।) বা অন্তত বিষ দুইয়ে রাখে। সর্পবিষ প্রতিষেধক তৈরির জন্য সেই বিষ বিক্রিও করে সাপুড়েরা।

শহরে বন্দরে গ্রামে গঞ্জে সাপুড়ে ও বেদে সম্প্রদায়ের মধ্যে দেখা মেলে এদের। কেউ কাঠের ছোট বাক্সে কেউ ছোট খাঁচার মধ্যে সাপ রেখে জনসমাগম স্থলে মজমা বসিয়ে সাপ বের করে নানা ভঙ্গীর খেলা দেখায়। মুখ্য উদ্দেশ্য কিছু বিক্রি। বেশির ভাগ ক্ষেত্রেই গাছের শিকড় ছাল বাকর বিক্রি করে রোজগার করে। কারও দাঁতের ব্যথা, কারও বাতের ব্যথা, শরীরের বিভিন্ন



অঙ্গে ব্যথা বেদনা উপশমের জন্য এরা শিকড় ছাল বাকলের বিবিধ ব্যবহারের পরামর্শ দেয়। সাপের কামড়ে (দংশন) এই শিকড় কথিত অব্যর্থ বলে সাফাই গায়। আসলে এই শিকড় কোন কাজেই দেয় না। সাপ সম্পর্কে এমন সব কথা বলে যেন বিষধর সাপ ওদের কাছে কিছুই না। সাপ নিয়ে বিশ্বের সকল দেশের মানুষের কৌতূহলও একই।

>>> বাংলাদেশে সাপঃ বিজ্ঞানীরা বলছেন, সাপ প্রজাতির শতকরা ৯০ ভাগেরও বেশি নিরীহ এবং অবিষধর। বিষধর সাপের প্রজাতি কম। বাংলাদেশে সাপের প্রজাতির সংখ্যা ৯২। এর মধ্যে বিষধর প্রজাতি ২৭টি। যার ১২ প্রজাতির বাস সাগরে।

দেশে বিষধর সাপের মধ্যে কোবরা, গোখরো, কাল কেউটে, চন্দ্রবোরা, শংখিনীসহ কয়েকটি প্রজাতির দেখা মেলে সব জায়গাতেই। বিষধর সাপের সকল প্রজাতিই ইলাপিডি ও ইলাফিনি পরিবারের। গোখরো সাপের বড় প্রজাতির আরেক নাম শঙ্খচূড়। এদের বলা হয় সর্পরাজ, ইংরেজীতে কিং কোবরা। বনাঞ্চলেই এদের বাস বেশি।

<বাংলাদেশের সাপের তালিকা>>



বাংলাদেশে Reptilia শ্রেণিতে Squamata বর্গে ৭টি পরিবারে ৪৬টি গণে মোট ৯২টি প্রজাতিকে দেশবাসি সাপ বলে চেনে। এছাড়া বাংলাদেশে Reptilia শ্রেণিতে Squamata বর্গে আরো ৬টি পরিবারে ১৭টি গণের মোট ৩২টি প্রজাতিকে দেশবাসি গিরগিটি, টিকটিকি, তক্ষক, অঞ্জন, আচিল ও গুই নামে চেনে। বাংলাদেশে Reptilia শ্রেণিতে Squamata বর্গে ৭টি পরিবারে ৪৬টি গণে মোট ৯২টি প্রজাতির যেগুলোকে দেশবাসি সাপ বলে ডাকে সেই ৯২টি প্রজাতির পরিবারসহ নামের তালিকা নিম্নে প্রদান করা হলোঃ



পরিবারঃ অন্ধ সাপ Typhlopidae, Merrem, 1820,

এই পরিবারে ২টি গণে ৪টি প্রজাত
ি

০১. ব্রাহ্মনী দুমুখো সাপ, Bramini Blind Snake, Ramphotyphlops braminus,

০২. ডায়ার্ডের দুমুখো সাপ, Diard’s Blind Snake, Typhlops diardii,

০৩. জার্ডনের দুমুখো সাপ, Jerdon’s Blind Snake, Typhlops jerdoni,

০৪. সুরু দুমুখো সাপ, Slender Worm Snake, Typhlops porrectus,

পরিবারঃ আঁচিল সাপ Acrochordidae, Bonaparte, 1831,

এই পরিবারে ১টি গণে ১টি প্রজাতি




০৫. পশ্চিমা আঁচিল সাপ, Western Wart Snake, Acrochordus granulatus,

পরিবারঃ বোয়া ও পাইথন Boidae, Gray, 1825,

এই পরিবারে ২টি গণে ৩টি প্রজাতি


০৬. রুসেলের পাতি বালুবোরা, Russel’s Sand Boa, Gongylophis conicus,



০৭. দেশি অজগর, Indian Rock Python, Python Molirus,

০৮. জালি অজগর, Reticulated Python, Python reticulatus,



পরিবারঃ কলুব্রিডি Colubridae, Oppel, 1811,

এই পরিবারে ২৫টি গণে ৫৬টি প্রজাতি


০৯. পাতি লাউডগা সাপ, Common Whip Snake, Ahaetulla nasuta,

১০. ছোট-নাক লাউডগা সাপ, Short-nosed Vine Snake, Ahaetulla prasina,

১১. হিমালয়ী ধোরা সাপ, Himalayan Mountain Keelback, Amphiesma platyceps,

১২. সাইবোল্ডের মাইটা সাপ, Siebold’s Keelback, Amphiesma sieboldii,

১৩. দাগি ধোরা সাপ, Striped Keelback, Amphiesma stolata,

১৪. পাহাড়ি মাইট্টা সাপ, Cherrapunji Keelback, Amphiesma xenura,



১৫. ভেনিং-এর মাইট্টা সাপ, Venning's Keelback Snake, Amphiesma venningi,

১৬. ব্যান্ডকাটা রেসার সাপ, Banded Racer, Argyrogena fasciolata,



১৭. জলপাইরঙা মাইট্টা সাপ, Olive Keelback Water Snake, Atretium schistosum,

১৮. সবুজ ফণিমনসা, Green Cat Snake, Boiga cyanea,

১৯. বাংলার ফণিমনসা, Bengal Cat Snake, Boiga cynodon,



২০. পুবের ফণিমনসা, Eastern Cat Snake, Boiga gokool,

২১. চিত্রিত ফণিমনসা, Large-spotted Cat Snake, Boiga multomaculata,

২২. খয়েরি ফণিমনসা, Tawny Cat Snake, Boiga ochracea,

২৩. চোখি ফণিমনসা, Eyed Cat Snake, Boiga siamensis,

২৪. পাতি ফণিমনসা, Common Indian Cat Snake, Boiga trigonata,

২৫. কুকুরমুখা নোনা বোরা, Dog-faced Water Snake, Cerberus rynchops,

২৬. কালনাগিনী, Ornate Flying Snake, Chrysopelea ornata,



২৭. পাতি দুধরাজ সাপ, Common Trinket Snake, Coelognathus helenus,

২৮. তামাটেমাথা দুধরাজ সাপ, Copper Head Trinket Snake, Coelognathus radiatus,

২৯. জলপাইরঙা বেত আঁচড়া, Green Bronzeback Tree Snake, Dendrelaphis cyanochloris,

৩০. ব্যান্ড বেত আঁচড়া, Painted Bronzeback Tree Snake, Dendrelaphis pictus,



৩১. পাতি বেত আঁচড়া, Common Bronzeback Tree Snake, Dendrelaphis tristis,

৩২. দেশি ডিমখোর, Indian Egg-eater, Elachistodon westermanni,

৩৩. দুসুমিরের পাইন্না সাপ, Dussumier’s Smooth Water Snake, Enhydris dussumieri,

৩৪. পাতি পাইন্না সাপ, Common Smooth Water Snake, Enhydris enhydris,

৩৫. সাইবোল্ডের পাইন্না সাপ, Siebold’s Smooth Water Snake, Enhydris sieboldii,

৩৬. কাকড়াভুক পাইন্না সাপ, Crab-eating/White-bellied Water Snake, Fordonia leucobalia,

৩৭. উজ্জ্বল প্যারা সাপ, Glossy Marsh Snake, Gerarda prevostiana,



৩৮. মুখোসী পাইন্না সাপ, Masked/Puff-faced Water Snake, Homalopsis buccata,

৩৯. ছোট দাগিগলা সাপ, Lesser Stripe-necked Snake, Liopeltis calamaria,



৪০. পাতি ঘরগিন্নি সাপ, Common Wolf Snake, Lycodon aulicus,

৪১. দাগি ঘরগিন্নি সাপ, Banded Wolf Snake, Lycodon fasciatus,



৪২. হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ, Yellow-speckled wolf Snake, Lycodon jara,

৪৩. জাউয়ের ঘরগিন্নি সাপ, Zaw’s Wolf Snake, Lycodon zawi,

৪৪. সবুজ ধোরা/মাইটা সাপ, Green Keelback Snake, Macropisthodon plumbicolor,



৪৫. পাকড়া উদয় কাল, White-barred Kukri, Oligodon albocinctus,

৪৬. বলয় উদয় কাল, Banded Kukri Snake, Oligodon arnensis,

৪৭. কালো দাগি উদয় কাল, Black-barred Kukri Snake, Oligodon cinereus,

৪৮. ক্যান্টরের উদয় কাল, Cantor’s Kukri Snake, Oligodon cyclurus,

৪৯. বাংলার উদয় কাল, Bangalese Kukri Snake, Oligodon dorsalis,

৫০. রাসেলের উদয় কাল, Russell’s Kukri Snake, Oligodon taeniolatis,

৫১. মান্দালয় উদয় কাল, Mandalay Kukri Snake, Oligodon theobaldi,



৫২. দার্জিলিং শামুক-খোর, Darjeeling Snail-eater, Pareas macularia,

৫৩. আসামি শামুক-খোর, Assam Snail-eater, Pareas monticola,



৫৪. পাহাড়ি সাপ, Mock Viper, Psammodynastes pulverulentus,

৫৫. ইন্দো-চিনা ধারাজ সাপ, Indo-Chinese Rat Snake, Plyas korros,

৫৬. দেশি ধারাজ সাপ, Indian Rat Snake, Plyas mucosa,



৫৭. সবুজ ধারাজ সাপ, Green Rat Snake, Plyas nigromintata,

৫৮. লালগলা সাপ Red-necked keelback, Rhabdophis subminiatus.



৫৯. ক্যান্টরের কালোমাথা সাপ, Cantor’s Black-headed Snake, Sibynophis Sagittarius,

৬০. ডুমেরিলের কালোমাথা সাপ, Dumeril’s Black-headed Snake, Sibynophis subpunctatus,

৬১. গুন্থারের সুরু সাপ, Gunther’s Oriental Slender Snake, Trachischium guntheri,

৬২. আসামি সুরু সাপ, Assam Oriental Slender Snake, Trachischium monticola,



৬৩. কমলাপেট সুরু সাপ, Orange-bellied Oriental Slender Snake, Trachischium tenuiceps,

৬৪. কালো পেট ধোরা সাপ, Dark-bellied Marsh Snake, Xenochrophis cerasogaster,

৬৫. নক্সী ধোরা সাপ, Checkered Keelback, Xenochrophis piscator,



পরিবারঃ ইলাপিডি Elapidae, F. Boie, 1827,

এই পরিবারে ৫টি গণে ১০টি প্রজাতি


৬৬. পাতি কাল কেউটে, Common Krait, Bungarus caeruleus,

৬৭. দাগি কাল কেউটে, Banded Krait, Bungarus fasciatus,



৬৮. ছোট কাল কেউটে, Lesser Black Krait, Bungarus lividus,

৬৯. কালা কাল কেউটে, Black Krait, Bungarus niger,

৭০. ওয়ালের কাল কেউটে, Wall’s Krait, Bungarus walli,

৭১. সুরু প্রবাল সাপ, Slender Coral Snake, Calliophis melanurus,

৭২. পদ্ম গোখরো, Monocellate Cobra, Naja kaouthia,

৭৩. খইয়া গোখরো, Binocellate Cobra, Naja naja,

৭৪. রাজ গোখরো, King Cobra, Ophiophagus hannah,

৭৫. ম্যাক্লেলান্ডের প্রবাল সাপ, Macclelland’s Coral snake, Sinomicrurus macclellandi,

পরিবারঃ হাইড্রফিডি Hydrophiidae, Boie, 1827,

এই পরিবারে ৮টি গণে ১২টি প্রজাতি


৭৬. ডাউডিনের সামুদ্রিক সাপ, Daudin’s Sea Snake, Disteira nigrocincta,



৭৭. বড়শিনাক সামুদ্রিক সাপ, Hook-nosed Sea Snake, Enhydrina schistosa,

৭৮. কাল-হলুদ বলয়ে সামুদ্রিক সাপ, Annulated Sea Snake, Hydrophis cyanocinctus,

৭৯. ডোরা সামুদ্রিক সাপ, Striped Sea Snake, Hydrophis fasciatus,



৮০. মোহনা সামুদ্রিক সাপ, Estuarine Sea Snake, Hydrophis obscurus,

৮১. বইঠা টেবি সাপ, Shaw’s/Malabar Sea Snake, Lepemis curtus,



৮২. হলুদমুখো সামুদ্রিক কেউটে, Yellow-lipped Sea Krait, Laticauda colubrina,

৮৩. কালোবলয়ী সামুদ্রিক কেউটে, Black-banded Sea Krait, Laticauda laticaudata,

৮৪. ক্যান্টরের সরুমাথা সামুদ্রিক সাপ, Cantor’s Narrow-headed Sea Snake, Microcephalophis cantoris,

৮৫. ছোটমাথা সামুদ্রিক সাপ, Narrow-headed Sea Snake, Microcephalophis gracilis,

৮৬. হলুদপেট রঙিলা সাপ, Yellorbelly Sea Snake, Pelamis platurus,

৮৭. মালাক্কা সামুদ্রিক সাপ, Malacca Sea Snake, Polyodontognathus caerulescens,

পরিবারঃ ভাইপারিডি Viperidae, Oppel, 1811,

এই পরিবারে ৩টি গণে ৫টি প্রজাতি।


৮৮. রাসেলের উলু বোরা, Russell’s Viper, Daboia russellii,

৮৯. পাহাড়ি বোরা, Mountain Pit Viper, Ovophis monticola,

৯০. সাদাঠোটি সবুজ বোরা সাপ, White-lipped Tree Viper, Trimeresurus albolabris,

৯১. দাগিলেজা সবুজ বোরা, Spot-tailed Pit Viper, Trimeresurus erythrurus,

৯২. পপের লাল ফিতে সবুজ বোরা, Pop’s Pit Viper, Trimeresurus popeiorum, [১]

তথ্যসূত্রঃ ১. এখানে প্রদত্ত ৯২ টি প্রজাতির ভেতরে ১৫ নং প্রজাতি ভেনিং-এর মাইট্টা সাপ, ছাড়া বাকি ৯১ টি প্রজাতির তালিকা উদ্ভিদ ও প্রাণি জ্ঞানকোষ ২৫ তম খণ্ড; এশিয়াটিক সোসাইটি, ঢাকা, বাংলাদেশ, প্রথম প্রকাশ, জুন ২০১১ থেকে গৃহীত। ২৫ তম খন্ডে মোট ৯১ প্রজাতির সাপের নাম রয়েছে। এখানকার বাকি ১৫ নং প্রজাতিটির নাম ইদানিংকালের পত্রিকা থেকে গৃহীত।

এছাড়াও নতুন প্রজাতি পাওয়া গেছে আরো চারটির নাম বিভিন্ন ওয়েবে খবর প্রচারিত হয়েছে . এগুলো হল---

১. ব্লাইদের সিলেটি সাপ, ২. বেন্ডেড টিংকেট ৩. ইরিডিসেন্ট ও ৪. রঙিলা কেঁচো।

(চলবে)

বিষয়: বিবিধ

৩৫৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File