নতুন শিশু
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৩ জুলাই, ২০১৪, ০২:১৫:৩৫ রাত
নতুন শিশু
আমি নতুন শিশু
আসছি কাল বা পরশু।
আমার আগমনে খুশি না
আমাকে গর্ভে ধৃত মহিলা
বা
বীর্যবান পুরুষটি।
এই নিয়ে মহিলা পুরুষের
শুনতে পারি ফিসফিসানি
ঝগড়া আর কথা কাটাকাটি।
আমি যে হঠাৎ কোন মহুরতের
দুর্বলতা আর শারীরিক কামের
অযাচিত দুজনের পাপে ফল।
অযাচিত আমি লজ্জায় মরি
কেন আমার সৃষ্টি ,
ভয়ে কেপে উঠি যখন শুনি আব্যরশন
শব্দটি।
তবে কি আমার আসা হবে না ?
দেখা হবে না সুন্দর ঐ পৃথিবী।
অথবা
আসা হলেও কি ঠাই হবে
মায়ের কোলে
নাকি
গলির মোড়ের ডাসবিনে?
তার পরেও ---
আমি নতুন শিশু
আসছি কাল বা পরশু।
বিষয়: বিবিধ
৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন