অনাদৃতা তুমি
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৩ জুন, ২০১৪, ০১:০৭:২১ রাত
অনাদৃতা তুমি
অনাদৃতা তুমি,
আছ মোর মন প্রাণ জুড়ে।
ভালবাসার আলোয়
হৃদয় আমার
করেছ আলোকিত ।
হৃদয়ে সিংহাসনে
তুমিই কেবল
জ্বালাতে পার জোনাকির আলো।
তুমি এস
আবার এস
বর্ষা জলের বৃষ্টি হয়ে,
ভিজব আমি তোমার
স্পর্শের জলে।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন