কি চাই বা চাই না?
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০১ জুন, ২০১৪, ০৬:১৯:১১ সন্ধ্যা
কি চাই বা চাই না?
একাকী নিবিড় কল্পনাতে
লক্ষহীন চাওয়া পাওয়ার ভিড়ে
স্বপ্নে দেখা কত কিছু
চাই কি, আমি আসলে?
ক্ষণিক স্মৃতি রোমান্থনে
ভাল লাগা কত শত মুখ
মানস পটে ভিড় করে,
এদের কি,
কাওকে চেয়েছিলাম
মনেরই অজান্তে?
কি চাই আসলে?
কি চাই বা না চাই
এ চাওয়া না চাওয়ার ভিড়ে?????
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাওয়া- চাওয়া
এ দু’টির ভিৎরেই জীবনের পথচলা!
সেইরাম হইছে....... >- >-
মন্তব্য করতে লগইন করুন