রাজনৈতিক বৃত্তান্ত

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৯ মে, ২০১৪, ০১:১৯:২৮ দুপুর

রাজনৈতিক বৃত্তান্ত



আজকাল জীবন বৃত্তান্তের সঙ্গে রাজনৈতিক বৃত্তান্ত ছাড়া কোথাও যেন কোন কাজ হয় না। এক বড় ভায়ের জীবন বৃত্তান্তের সঙ্গে তার রাজনৈতিক বৃত্তান্ত দেখে টাসকি খাবার জোগাড়। তার তৈরি এই রাজনৈতিক বৃত্তান্ত নিন্মে প্রদত্ত হল। তিনি রাজনৈতিক ফায়দা লোটার জন্য না কি কারনে এই রাজনৈতিক বৃত্তান্ত তৈরি করেছেন তা আমার অজানা।

বি: দ্রঃ তার নাম ও বিশ্ববিশ্ববিদ্যালয় চেঞ্জ করে দেওয়া হল।

জীবন বৃত্তান্ত

মোঃ ------------------

২২/বি, ওয়ার্ড নং ২, রোড নং ২৬

-----, --------, ঢাকা-১২১----

ফোনঃ ০১-----------৬৬,

মেইলঃ

রাজনৈতিক পরিচয়

>সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র লীগ, --- বিশ্ববিশ্ববিদ্যালয় সাখা(২০১০-১১)

>সাবেক সহ-সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্র লীগ, --- বিশ্ববিশ্ববিদ্যালয় সাখা(২০০৪-১০)

>সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ৭১’ ঘাতক দালাল নির্মূল কমিটি , --- থানা শাখা, --- মহানগর ( ১০০৮-১২)

>>সাবেক সদস্য – ---ওয়ার্ড শাখা, --- মহানগর ছাত্র লীগ(২০০৩-১০)

রাজনৈতিক ভুমিকা

কলেজ জীবনে ২০০০ সাল হতে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ এর সঙ্গে জড়িত। ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে বাংলাদেশ ছাত্র লীগ ----- বিশ্ববিদ্যালয় শাখার বিচক্ষনতার সাথে সকল দায় দায়িত্ব এবং বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করেছি। বিশেষ করে শিবিরের একচ্ছত্র আধিপত্য নস্যাৎ করে ছাত্রলীগের অবস্থান শক্ত করেছি। জেম্ন-২০১০ সালে ছাত্রলীগ কর্মী ----- লাকি ---- হত্যা মামলা পরিচালনা ও বাদি হয়ে নিজামি , মুজাহিদ , সাইদি সহ শিবিরের নেতৃত্বী স্থানিয় সকলকে আসামী করেছি। পরবর্তিতে এই মামলায় তাঁরা গ্রেফতার হয়েছে। পরবর্তিতে যুদ্ধাপরাধ মামলা পরিচালনায় সহায়ক ভুমিকা পালন করেছি। ২০০৮ সালে ----- বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাথে লড়ায়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। জোট সরকারের আমলে আমার ও আমার পরিবারের উপর নিপীড়ন ও নির্যাতন নেমে আসে। ২০০৭ সালে ১/১১ পট পরিবর্তনের পর জন নেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে কতৃত্ব বিরধি আন্দলনের ব্যানারে ------ বিশ্ববিদ্যালয়ের হতে আমি অগ্রণী ভুমিকা রাখি।

শিক্ষাজীবন

১। বি এস সি ------, --------- বিশ্ববিদ্যাল।

২। এল এল বি ---------------

ব্যক্তিগত তথ্য

নামঃ মোঃ ----------------

পিতাঃ মোঃ ---------------

মাতাঃ মোসাঃ--------------

বর্তমান ঠিকানাঃ২২/বি, ওয়ার্ড নং ২, রোড নং ২৬ , -----, --------, ঢাকা-১২১---- ।

স্থায়ী ঠিকানাঃ মহল্লাঃ--------, ডাকঃ--------, থানাঃ----------, জেলাঃ---------।

[b] সুপারিশ ক্রমে[/b

--------------( )

সাবেক মেয়র

---------------- কর্পোরেশন

সদস্য

কেন্দ্রীয় সংসদ

বাংলাদেশ আওয়ামী লীগের।

সাধারণ সম্পাদক

বাংলাদেশ আওয়ামী লীগের

----------- মহানগর শাখা।

-----------------------

মোঃ----------------

............... আসুন আমরাও পছন্দের দলের রাজনৈতিক বৃত্তান্ত তৈরি করি।



বিষয়: বিবিধ

১১৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227903
২৯ মে ২০১৪ দুপুর ০১:৩৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
227906
২৯ মে ২০১৪ দুপুর ০১:৩৭
আহ জীবন লিখেছেন : কারটুন টা ভালা লাগছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File