শূন্য
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৬ মে, ২০১৪, ১১:১৬:৪০ সকাল
শূন্য
কালে কালে অনেক বেলা হল
সময় গড়িয়ে মধ্যগগনে
আজ ভাবি কেন এমন হল
এমন হবার কথা কি ছিল?
সময় স্রোতে গা ভাসিয়ে
একলা চলা পথের পেছন ফিরে
না পাবার হাহাকার গুলি
শেলের মত বুকে যে বাজে,
কেন এমন হল
এমন হবার কথা কি ছিল?
স্বপ্ন দেখেছিলাম অন্য দশজনের মত
বাচ্চা কাচ্চার কলতানিতে মুখরিত
সুন্দর একটা বাসগৃহ হবে,
কিন্তু
আজ হিসেব নিকেশের ঘরে
শুধু শূন্য শূন্য শূন্য আর শূন্য,
কেন এমন হল
এমন হবার কথা কি ছিল?
বিষয়: বিবিধ
১০৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন