হাসি মাখা মুখ
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৩ এপ্রিল, ২০১৪, ১২:২৭:০১ দুপুর
হাসি মাখা মুখ 
তুমি হাসছ বলে
আমারও হাসি আসে,
তোমার ঐ হাসির মোহে
আমারও হাসি থাকে। 
জীবনের চলার পথে
তোমার হাসিমাখা মুখ
সঙ্গী হয়ে প্রেরণা দিয়েছে
তুমি হাসছ বলে তাই
আমিও হাসি এ বিরহে। 

প্রতি ক্ষণ
তোমারি বিরহ ব্যাথা
কষ্টের হাসি হাঁসা
বড়ই কঠিন ব্যাথা
তুমি হাসছ বলে
আমারি এ হাসি হাঁসা। 
বিষয়: বিবিধ
২৭২৮ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন