এ যে রাজাকার দলের মহা বিজয়
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০২ এপ্রিল, ২০১৪, ১২:৪৯:৩১ দুপুর
এ যে রাজাকার দলের মহা বিজয়
বর্তমান জামাত নিষিদ্ধ হবে কি না তা রাজনৈতিক সিদ্ধান্ত--- আশরাফ।
বা বা সাত খণ্ড রামায়ন পড়ে শেষে সীতা রামের মা, কথার মত হয়ে গেল না কথাটা। মুক্তি যুদ্ধের পক্ষের সকল শক্তির চাওয়া জামাত দল হিসেবে নিষিদ্ধ হক। তাদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হক। কিন্তু বর্তমান উপজেলা নির্বাচনের ফলাফলে জামাতের পক্ষে জন সমর্থন দেখলে তাদের নিষিদ্ধ করার পক্ষে তেমন কোন কারন খুজে পাওয়া যায় না।
চেয়ারম্যান—৩৬ ভাইস চেয়ারম্যান—১১৭ ( যা বিয়েনপির চেয়ে বেশি--১০৮, লিগ -- ১৬৭) মহিলা ভাইস চেয়ারম্যন—৩৪
৭১ এ বিশ্বাস ঘাতকটা ও তাদের জেল বন্দী নেতাদের কু-কাম এর দরুন যে কথা উঠেছে—জামাত নিষিদ্ধ হক।
কিন্তু বাস্তবতা হল তাদের তরুণ নেতারা সকলেই ৭১ এর পরবর্তী প্রজন্মের। এদের সঙ্গে ৭১ এ ঘটনার নেই কোন সংযোগ। ফলে ফ্রেস ভাবমূর্তির এই সব তরুণ নেতা এবার উপজেলা নির্বাচনে ভাল করেছে।
জামাত নিষিদ্ধ করার দরুন অনেকে বলাবলি করছে জামাত মিসরের মুসলিম ব্রাদারহুটের মত আন্ডার গ্রাউন্ডে চলে যাবে। বাস্তবতা বলে এটি ডাহা ভুল কারন জামাত দল হিসেবে নিষিদ্ধ হলেও তাঁরা অন্য নামে অলরেডি ২ টি দলের নিবন্ধন করে রেখেছে। জামায়াত নিষিদ্ধ হলে সেই দুইটি দলের একটি হবে জামায়াত ইসলামীর সংস্কারিত রুপ ।যা নাকি তুরস্কে বর্তমান ক্ষমতাশীল দল জাস্টিস এন্ড ডেভেলাপমেন্ট পার্টির (একেপি) (যা পূর্বের ইসলামপন্থী ওয়েলফেয়ার পার্টির নতুন রুপ মাত্র।) মত ব্যপার মাত্র।
তাহলে লাভ টা হল কি ? জামাত অন্য নামে ঠিক রাজনীতি করছে ও করবে? তাই ঐ যাই লাউ তাই কদু, নামের একটু হের ফের।
বিষয়: বিবিধ
১৪২৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জঙ্গিবাদী- আওয়ামীলীগ এ ২/১ জন ভাল লোক আছে বলে এই জঙ্গিবাদী দলটি এখনও টিকে আছে, এদের মধ্যে গোলাম- মাওলা- রনি অন্যতম,
বস (গোলাম- মাওলা- রনি) আপনাকে সালাম.
আওয়ামীলীগ বাংলার বড় জঙ্গিবাদ, তাই জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক *.
মন্তব্য করতে লগইন করুন