সুখের খোঁজে
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৬ জানুয়ারি, ২০১৪, ০৯:২২:২১ সকাল
সুখের খোঁজে
কি ছিল বলার
এখনই বা কি আছে বলার?
সব কিছু যাচ্ছিল ভেঙ্গে চুরে
তবুও ছিলাম চুপ
যদি রাখা যায় টিকে
দু জনার সম্পর্কটাকে।
কিছুই ছিলনা বলার
ছিল শুধু নীরব প্রত্যাশা
তোমার পানে চেয়ে থাকা ছাড়া।
সম্পর্কের শেষ চেয়েছিল তুমি
আমিও চাইনি
জোর করে ভরতে তোমায়
সোনার খাঁচায়।
দুজনেই এখন
মুক্ত বিহঙ্গ
নিজের মত করে
যে যার সুখ খুঁজি
অন্য কারও হাত ধরে.....................।
এই ভাবেই চলছে জীবন
চলবে আমাদের মত
অনন্তকালের মানব মানবীর
ভালবাসার সুখের খোঁজে ।
৩.৪৫pm ১-১-১৪ ইং
বিষয়: বিবিধ
১০১৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন