বিকৃত যৌনাচারে ঝুঁকছে যুবক ও যুবতীরা-------------

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২২ জানুয়ারি, ২০১৪, ০২:২৫:৫৭ দুপুর

বিকৃত যৌনাচারে ঝুঁকছে যুবক ও যুবতীরা-------------

(অনেকদিন বাদে আপনাদের মাঝে। লেপটপ টা গেছে। বড় ভাই এর ঢোপে বসে বসে লিখছি.................................। )

আমি আমার কিছু বন্ধুদের চিনি যারা অনেক আগেই যৌন জীবন শুরু করেছে। তবে তা বৈধ ভাবে বিয়ের মাধ্যমে নয়। কেও তার ভাল বাসার মানুষের সঙ্গে কেও বা কল গাল এর মাধ্যমে। আর আশ্চর্যের বিষয় সকলে উচ্চ শিক্ষিত এবং ভদ্রতার মুখোসে ঢাকা এক এক জন মানুষ। কেও কেও আবার বিবাহ করে বর্তমানে সংসার করছে। এদের কেও কেও আমার মত চাকরির প্রত্যাশায় রাজশাহী হতে ঢাকা এসেছে।

এই কথা বার্তা তাদের কাছ হতেই শোনা........................... এবং কিছু প্রমান সাপেক্ষে লিখা। আমি তাদের নাম ও বর্তমান পেশা গুলি গোপন করছি।

তাদের মতে ঢাকা হল সেক্স এর নগরী। আই রঙ্গিন ঢাকায় পথে ঘাটে ঘুরে সেক্স। শুধু জানতে হবে কিছু নিয়ম ও কৌশল।

তারা এখানে এসেও জড়িয়ে পড়েছে সেক্স ও নারি দেহের মোহনীয় সুধা পানে। তারা তাদের প্রেমিকাদের সঙ্গে নিয়মিত জৌনাচারে লিপ্ত। এত সহজে পাবার ফলে এক জিনিসের উপর তারা বিরক্ত অর্থাৎ তারা তাদের বান্ধবীদের সঙ্গে সাভাবিক যৌন চারে তাদের অরুচি ধরে গেছে। তাই তারা নতুনত্ব আনার জন্য অনেকে এখন গ্রুপ সেক্স এ মত্ত। সত্যি গুলি শুনে মনে হচ্ছিল এগুলি আমি কি শুনছি। এ যে নীল ছবির বাস্তবায়ন জেন আমাদের দেশে। নীল ছবি আমি দেখিনি তা আমি বলব না। বন্ধুদের পাল্লায় পড়ে বেস কয়েকবার দেখেছি। আমার সে অনুভুতি খুব সুখের নয়।

তারা দুই বন্ধু এবং তাদের বান্ধবি মিলে ফাঁকা বাসায় চলে তাদের পার্টি এর পর বিভিন্ন যৌন শক্তি বর্ধক ঔষুধ খেয়ে চলে অবাধ যৌনাচার।

আরেক বন্ধুর মুখে শোনা, অর বান্ধবি আর মজা পাচ্ছে না তার সঙ্গে সেক্স করে তাই ওকে প্রস্তাব দিয়েছে গ্রুপ সেক্স করার। ঐ মেয়ে এবং তার বান্ধবী থাকবে এবং আমার বন্ধু।

সত্যি বলছি আসব শুনে বেস অবাক হয়ে গেছি।

তুই এটা শুনে অবাক হয়ে যাচ্ছিস, আমাদের এক শালা আছে যে হিজড়াদের ভাড়া করে .............................................। আমার অবাক হবার ক্ষমতা মনে হয় লোপ পেয়ে গেছে। আমি ওকে বললাম হিজড়াদের কাছে কি পাবে বা কি আশা করে সে?

ও বলল, সাভাবিক যৌনাচার আর ভাল লাগে না তাই একটু চেঞ্জ আনার জন্য এই ব্যবস্থা।

আরেক বড় ভাই এর কাছে শোনা ...... আধুনিক মেয়েরা তাদের সেক্স লাইফ বাঁচাতে বা বেশি বেশি যৌনাচারে লিপ্ত হতে বাচ্চার জন্ম দিতে সিজার করার দিকে ঝুঁকছে। সাভাভাবিক প্রকৃয়ায় জন্ম দিলে ৬-৭ মাস এর আগে সেক্স লাইফ শুরু ক্রান জায় না। অথচ সিজার ক্রালে তা মাত্র ১-২ মাস এর ধক্কা।আমি ফন করে এগুলি আবার আমার ডাক্তার ভাগনার কাছে ইনসিউয়র হয়ে নিলাম। কথা কি ঠিক।

হায়রে কোথায় চলছি আমরা .................................... কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম সমকামীদের অধিকার রক্ষায় তাদের মুখপাত্র হিসেবে একটি পত্রিকা প্রকাশ হতে যাচ্ছে।

আর কত কি দেখব আর শুনব.......................................... আমরা কোথায় গিয়ে দাঁড়াব এই ভেবে বেশ চিন্তায় হচ্ছে।

জি. মাওলা, বাসাবো ঢাকা

২১-০১-১৪, ১.০০pm

বিষয়: বিবিধ

১৯১৬ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165761
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৩
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৬
122293
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ , ব্যপারটা শেয়ার করার জন্য। আজ তো এমনই হচ্ছে.।।।
165770
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫১
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : [q]তাদের মতে ঢাকা হল সেক্স এর নগরী। আই রঙ্গিন ঢাকায় পথে ঘাটে ঘুরে সেক্স। শুধু জানতে হবে কিছু নিয়ম ও কৌশল।[/q
কি নিয়ম কশল?
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৭
122294
গোলাম মাওলা লিখেছেন : একটু সজাগ হন আপনি এমনই এমনই সিখে জাবেন.।.।। জদি চান এর কি
165778
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৬
প্রিন্সিপাল লিখেছেন : হে আল্লাহ তুমি সকল প্রকার আযাব হতে আমাদেরকে রক্ষা কর।
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৭
122295
গোলাম মাওলা লিখেছেন : আমিন
165788
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৫
মনসুর লিখেছেন : মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৮
122296
গোলাম মাওলা লিখেছেন : আমিন
165807
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ আমাদের হেফাজত করুন।
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৮
122297
গোলাম মাওলা লিখেছেন : আমিন
165812
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪০
গোলাম মাওলা লিখেছেন : lut somproday ar kotha mone pore jasce vai

Allaha save us
165813
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
ইমরান ভাই লিখেছেন : ধইরা পু...অঙ্গ কেটে দেয়া উচিৎ।
২২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
120058
চিরবিদ্রোহী লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৯
122299
গোলাম মাওলা লিখেছেন : একমত.।.।.।.।। এই আইন অচিরেই বাস্তবায়ন চাই ধরা পড়লে খোঁজা করে দেওয়া হবে
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১১
122316
ইমরান ভাই লিখেছেন : তাইলে তো হিজরার সংখ্যা বৃদ্ধি পাবে???
এটা আমি রাগের মাথায় বলেছিলাম।
আসলে ইসলামী আইনি তাদের জন্য যথেস্ট হবে।
জেনার দায়ে যে শাস্তি আছে তা চালু করলেই যথেস্ট। ধরা খাইলে (বিবাহিত) মৃত্যু দন্ড কোন জামিন নাই।
তখন পু....ও শেষ সবাই শান্তিতে থাকবে।
165923
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩১
শেখের পোলা লিখেছেন : এ গুলোই চেতনার মূল অংশ৷ এর জন্যই কি যুদ্ধ করেছিলাম?
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪০
122301
গোলাম মাওলা লিখেছেন : হা হা হুম তাই তো মনে হয়
166668
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৩
সায়েম খান লিখেছেন : আমাদের নৈতিক অবক্ষয় ই এর মূল কারণ।
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪১
122302
গোলাম মাওলা লিখেছেন : পরিবার কিছুটা দায়ি.।.।.।.। আপনার ছেলে বা মেয়ে কি করছে একটু খোঁজ নিন
১০
167959
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪২
আহমদ মুসা লিখেছেন : পিলাচ
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪১
122303
গোলাম মাওলা লিখেছেন : কেমতে মুসা ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File