এ যে ভাল প্রভু ভক্ত কুত্তা

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৮ ডিসেম্বর, ২০১৩, ১১:৪৬:১৫ সকাল

এ যে ভাল প্রভু ভক্ত কুত্তা

আমার দেখা সবচেয়ে ভাল প্রভু ভক্ত কুত্তা বা কুকুর হল আমাদের গ্রামের আমার পড়শি চাচার কুত্তা কালু। কালু যেমন ছিল শক্তিশালী তেমনি প্রভু ভক্ত। বাইরের গ্রামের কোন কুত্তা এলে ওর আর ছাড় নেই। আর রাতে ঐ বাড়ির আসে পাশে চোর তো দুরের কথা আমরাও যেতে ভয় পেতাম। কুত্তাতা ১২ বছর বেঁচে ছিল। এও বার বছর তাঁর প্রভুভক্তি দিয়ে সে পাড়ার সবার মন জয় করে নিয়েছিল।

আর এই এতদিন বাদে আর একটা কুত্তা দেখলাম। আরে এটি মানুষ রুপি প্রভু ভক্ত কুত্তা। আর এই প্রভু ভক্ত কুত্তা তাঁর অতি ভক্তি দিয়ে তাঁর প্রভুর মন এমনই জয় করে নিয়েছে যে তাঁর বিরুদ্ধে সকলে অনাস্তা গ্যাপন করলেও এই অতি শিক্ষিত প্রভু ভক্ত কুকুরটা কে তাঁর প্রভুরাও তাঁর পদে রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু তাঁর সহকর্মীর মন আর জয় করতে পারেনি।

এত ক্ষণে মনে হয় বুজে গেছেন কার কথা বলছি। হা এই অতি প্রভু ভক্ত কুত্তাটা হল জা-বির ভিসি ড. জানোয়ার।

তাঁর মত অতি শিক্ষিত প্রভু ভক্ত কুকুর হাসিনা মাদাম মনে হয় তাঁর জীবনে আর পাবেন না।

জয় হে প্রভু ভক্ত কুত্তা জানোয়ার, জয় তোমার প্রভু ভক্তির, জয় তোমার প্রভুর।

( আজ সকালে প্রধান মন্ত্রীর হুকুমে পুলিশ প্রহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি)

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File