“হে ভাই পেট্টোল বোমা ওয়ালারা”

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৬ ডিসেম্বর, ২০১৩, ১১:৫৬:৫৩ রাত

“হে ভাই পেট্টোল বোমা ওয়ালারা”



ওহে ভাই বীর যোদ্ধা পেট্টল বাহিনীর সদস্যরা—আমার একটা অনুরোধ আছে – একটু কি মন দিয়ে কি শুনবেন। শুনেন না ভাই।

দাদা ভাইরা আমার আপনাদের লাল বল( ককটেল) আর আপনাদের বর্তমানে বিখ্যাত পেট্টল বোমা কেন (পাকিস্তান হতে হায়ার করে আনুন) পারমাণবিক বোমা মারুন তাতে আমাদের Mango People এর কার কি এসে যায়। আমি অন্তত ১০০% সমর্থন দিলুম।

কিন্তু একটা কথা আছে প্রিয় অপ্রিয় চাঁদু ভাইরা।

>> কথা হল আমাদের Mango People দের লক্ষ্য বস্তু না বানিয়ে বর্তমান ঢাকার প্রধান মন্ত্রী( সাংবাদিক এ বি এম মুসার মতে) কে লক্ষ্য বানান। তাঁর বাসভবন লক্ষ্য করে ছুড়ুন। তাঁর গাড়ি বহরে ছুড়ুন।

এটি না পারলে তাঁর সরকারের মন্ত্রী, এম পি, বা লিগ পেটুয়া পুলিশ বাহিনীর হোমরা চোমড়া অফিসারদের টার্গেট করুন।

কি কলজে কি শুকিয়ে গেল। কলজে থকলে তো।

ওদের টার্গেট করুন, মরলে মরুক শেখের বেটি। মরলে মরুক হাম্বা লিগের এম পি, মন্ত্রীরা বা যে কোন প্রথম সারির নেতারা।

কেন যে আমাদের মত নিরীহ Mango People কে লক্ষ্য বানাচ্ছেন। কেন হামলা, নাশকতা, আর পেট্টল বোমার আঘাতে আমাদের হত্যা করছেন আমার দেশের শ্রেষ্ঠ বীর যোদ্ধারা।

আপনাদের প্রিয় গোলাপি মাদাম তো আপনাদের নির্দেশ দিয়েছে --- দেশের সম্পদের ক্ষতি করা যাবে না।

তো আমার প্রানের আকুতি এভাবে বাস, রেলে ও আমাদের উপর হামলা না করে শেখের বেটিকে টার্গেট করে আপনার একটা পেট্টল পারমাণবিক বোমা মারুন। পুড়ে কাতরাক শেখের বেটি।



>> হাসিনা খালেদা

হায়না

তোদের আমরা চাই না।

বিষয়: বিবিধ

১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File