“ ইসলাম ও আধুনিক ইসলাম বিদ্বেষী”
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৪ নভেম্বর, ২০১৩, ১১:৩৭:০২ সকাল
“ ইসলাম ও আধুনিক ইসলাম বিদ্বেষী”
-----------------------------------------
ইসলাম সম্পর্কে সধুনিক কালে যারা বিভিন্ন জায়গাই ইসলাম এর বিরুদ্ধাচারন করে লিখেন তাদের লিখা পড়লেই সহজেই অনুমান করা যায় এবং এদের লিখায় ফুটে উঠে যে, এরা ইসলাম সম্পর্কে কোন Systematic পড়াশুনা করেন নি। এরা শুধু অমুসলিম/ বিধর্মীদের মত শুধু ইসলামের সমালোচনা করতেই ইসলাম সম্পর্কে পড়াশুনা করেছেন।
বড় আশ্চর্যের বিষয় এদের এরা কোরআনের সে সব আয়াত এর খণ্ডিত অংশ এবং সে সব হাদিস মুখস্ত যা দিয়ে বিতর্ক তৈরি করা যায়।
তাও না হয় মানা যেত, এরা এবার ঐসব আয়াত এবং হাদিসের অপবেখ্যা করে বিতর্ক তৈরি করতে ওস্তাদ।
এর বাহিরে এই ইসলাম বিদ্বেষীদের অন্য একটা আয়াত বা হাদিস সম্পর্কে জিঙ্গেস করবেন, হায় এরা তখন তাল কানা, বোবা ও বধির।
এই ইসলাম বিদ্বেষীদের কৌশল হচ্ছে---------
(ক) কোন নির্দিষ্ট বিষয়ে ইসলামের খণ্ড চিত্র তুলে ধরে বিতর্ক তৈরি করে।
(খ) কুরআন এবং হাদিসের অপবেখ্যা করে বিতর্ক তৈরি করা।
(গ) কুরআন এবং নির্ভর যোগ্য হাদিসর পরিবর্তে দুর্বল বলে গণ্য হাদিসকে ভিত্তি করে একটি চিত্র তুলে ধরে তাঁর উপর আক্রমণ চালনা করা।
(ঘ) সমাজের বিভিন্ন চিত্রের সঙ্গে তুলনা করে ইসলামকে আক্রমণ করা।
(ঙ) দাঁড়ি ওয়ালা কোন ব্যাক্তির কাজকে ইসলাম বলে ইসলামের সমালোচনা ও বিতর্ক তৈরি করা।
এসব কোন ন্যায় কৌশল নয় বা কোন বিষয়ে সমালোচনা করার ভাল কোন উপায় নয়।
তাই এদের বলতে চাই ইসলামের সমালোচনা করতে ইসলামকে ভাল করে জানুন পড়ুন। দেখবেন সমালোচনা নয় ইসলামের প্রেমে প্রেমী হয়ে গেছেন।
-------------------------------------------------------------
বিষয়: বিবিধ
২৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন