কষ্ট কেমন নষ্ট হয়!
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০১ নভেম্বর, ২০১৩, ০৪:৩৪:১৭ বিকাল
বুকের মধ্যে ছলকে উঠে রক্ত
কষ্ট গুলি জমাট বেধে
হাহাকারের নদী বয়।
হৃদপিণ্ডের ঝর্না থেকে
অনবরত ফোটা ফোটা রক্ত ঝরে
কষ্ট নদী রক্ত বয়।
কষ্ট গুলি দলা পাকিয়ে শক্ত হয়
বুঝিনা কেন এমন হয়
কিসের কষ্ট , কেমন কষ্ট
কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয়।
নয়তো কোন সুখের অসুখ
সুখের হাওয়ায় এমন অসুখ
কষ্ট এমন সুখেরও কি হয়?
গোলাপ বর্ণ বসন্তেরা
কৃষ্ণচূড়া বিকেলেরা
শুভ্র আকাশ সকাল গুলি
সবাই কেমন এড়িয়ে যায়।
কষ্ট কেমন নষ্ট হয়
বুকটা কেমন খালি হয়
কষ্ট নদীর প্রবাহে।
১-১১-১৩,১২pm
বিষয়: বিবিধ
২৬৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন