আচ্ছা যেও!

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৯ অক্টোবর, ২০১৩, ১১:৪৪:৫৮ সকাল

আচ্ছা যেও!

তুমি চলে যাবে

আচ্ছা যেও!

যখন আমি থাকবনা

প্রস্ফুটিত কৃষ্ণচুড়ার ফুলের সৌরভে।

তুমি চলে যাবে

আচ্ছা যেও!

যখন শ্যামল দুর্বার বুকে

থাকবেনা আমার কোমল ছোঁয়া।

তুমি চলে যাবে

আচ্ছা যেও!

পাবেনা আমায় যখন

নীল আকাশে

উড়ন্ত বলাকার ভিড়ে।

তুমি চলে যাবে

আচ্ছা যেও!

যখন চৈত্রের ধুলি ঝড়ের স্মৃতিতে

থাকবনা আমি।

বর্ষার রিম ঝিম বৃষ্টির সুরের মাঝে

পাবে না আমার গানের সুর

তখন চলে যেও।

তুমি চলে যাবে

আচ্ছা যেও!

নিঃসঙ্গ আমি

নিঃশব্দেই আমি থাকব।

২৯-১০-১৩ ১১pm

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File