বাবুর ঢাকাশহর দেখা ---- তৃতীয় অংশ
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৫ অক্টোবর, ২০১৩, ০১:৩৬:০১ দুপুর
বাবুর ঢাকাশহর দেখা---প্রথম অংশ
বাবুর ঢাকাশহর দেখা ---- দ্বিতীয় অংশ
বাবুর ঢাকাশহর দেখা ---- তৃতীয় অংশ
পর্ব--- পাঁচ
ওকে এবার এস আধুনিক বাংলাদেশের কিছু জায়গা। যেগুলি অবশ্যয় তুমি দেখবে।
বাইতুলমোকারম আমাদের জাতীয় মসজিদ,
জাতীয় যাদুঘর,
চিড়িয়াখানা,
মুক্তি যুদ্ধ যাদুঘর(সেগুনবাগিচা ও বিজয় কেতন ঢাকা সেনানিবাস) ,
সামরিক যাদুঘর,
বঙ্গবন্ধু নভ থিয়েটার,
সংসদ ভবন,
কমলাপুর রেল ষ্টেশন,
তিন নেতার মাজার,
কেন্দ্রীয় শহীদ মিনার,
শিখা চিরন্তন,
শিখা অনির্বাণ,
স্বাধীনতা চত্বর,
জাতীয় স্কয়ার,
বঙ্গ বন্ধু মনুমেন্ট,
নজরুল মঞ্চ,
রাষ্ট্রীয় অতিথি ভবন—পদ্মা/ মেঘনা/ যমুনা,
অপরাজেয় বাংলা,
বিজয় কেতন,
স্বোপার্জিত স্বাধীনতা,
স্বাধীনতা সংগ্রাম,
রায়ের বাজার বধ্য ভূমি,
শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ,
দুর্জয়,
বীরের প্রত্যাবর্তন,
প্রত্যাশা,
স্বাধীনতা,
৭১ এর গণহত্যা ও মুক্তিযুদ্ধ,
জাতীয় বীঞাণ ও প্রযুক্তি যাদুঘর,
ভাষা আন্দোলন যাদুঘর( বাংলা একাডেমী ও ধান-মণ্ডি),
লোক ঐতিহ্য সংগ্রহশালা,
বঙ্গবন্ধু শেখ মুজিব যাদুঘর,
বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর,
পোস্টাল যাদুঘর,
টাকা যাদুঘর,
ঢাকা নগর যাদুঘর,
ঢাক তোরণ,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা।
ভাষা আন্দোলনের সেই বিখ্যাত আমতলার কথা বলছ কি বাবলি?
হা সেটির কথায় বলছি।
আরে এটি তো ঐতিহাসিক স্থান।
তা ঠিক। ওকে একে ঐতিহাসিক স্থানে জায়গা দাও।
এবার এস--- ৭ই মার্চের বঙ্গবন্ধুর বিখ্যাত ভাষণ স্থান।
এটিও তো ঐতিহাসিক স্থান।
তা ঠিক। কিন্তু এর সকল স্থাপনা হয়েছে বাংলাদেশ স্বাধীন হবার পর।
ওকে, ঠিক আছে।
এর পর এস --- রাজার বাগ পুলিশ লাইন,
মিশুক,
রামপুরা টেলিভিশন কেন্দ্র,
শাপলা চত্বর,
দোয়েল চত্বর,
বাংলাদেশ ব্যাংক ভবন।
বাবলি একটু প্লিজ।
আবার কি হল?
শাপলা চত্বর এটি কি মতিঝিলের শাপলা চত্বরের কথা বলছ?
হা, কেন এই প্রশ্ন বলত।
না মানে ও খানে এই তো কিছুদিন আগে না হেফাজত ইসলামের উপর রাতের আধারে হামলা চালানো হয়েছিল। পত্রিকায় দেখেছিলাম অনেক লোক নাকি মারা গেছিল? কথা কি সত্য বাবলি।
৫ই মে রাতের কথা বলছ।
হা!
আমিও পত্রিকায় পড়েছি বাবু। কতজন মারা গেছে বা আহত হয়েছে সঠিক তথ্য আমিও জানিনা। তবে অধিকার নামে এক পত্রিকা ৬৩ জনের হতাহতের একটা তালিকা প্রকাশ করেছিল। এই নিয়ে ঐ পত্রিকার সম্পাদককে জেলে যেতে হয়েছিল। এখন তিনি জামিনে মুক্ত আছেন। এ ছাড়া এ নিয়ে সংবাদ প্রকাশের জন্য ইসলামি টিভি ও দিগন্ত টিভি কে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আমার দেশ পত্রিকাও বন্ধ করে দেওয়া হয় এবং এর সম্পাদক মাহমুদুর রহমানকে এখন পর্যন্ত জেলে বন্ধি করে রাখা হয়েছে।
বাদ দাও, এগুলি বড়দের ব্যাপার। আমরা এগুলির বিষয়ে চিন্তা না করি। কথাটা বলে বাবলির দৃষ্টি আকর্ষণ করল বাবু।
ওকে, আবার ফিরে এস আমাদের মুল আলোচনায়।
এবার এস—শাহবাগ চত্বর,
জাতীয় গ্রন্থাগার (সুফিয়া কামাল গন গ্রন্থাগার),
নজরুল ইসলামের মাজার।
বাবলি আর একবার প্লিজ। শাহবাগ বলতে সেই শাহবাগ তো, যেখানে ব্লগাররা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসীর জন্য গন জাগরণ মঞ্চ গড়ে তুলেছিল।
হা ঠিক বাবু।
তুমি কি ওখানে গেছিলে বাবলি। বাবার সঙ্গে গেছিলাম একবার। অনেক মানুষের ভিড়। সকলে মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দিচ্ছিল। আর কাদের মোল্লার ফাঁসী চেয়ে কি আবেদন নিবেদন।
পরে যদিও এই মঞ্চ লীগ সরকারের দখলে চলে যায়, তবে এই মঞ্চ বাংলাদেশের মানুষের মনে মুক্তি যুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া রাজাকার, আলবদর সম্পর্কে গণ জোয়ার তুলেছে।( এটি অবশ্য আমি বাবার মুখে শুনেছি )
বলে থামল বাবলি। (ক্রমশ)
null
বিষয়: বিবিধ
১৩৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন