বৃহত্তর ময়মনসিংহ ভাষাভাষীদের প্রতিবাদ(সংগ্রহ) একটু মজা
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৫৩:১৬ বিকাল
বৃহত্তর ময়মনসিংহ ভাষাভাষীদের প্রতিবাদ।
আমরা খালি ডরে থাহাম
তরা করবি মস্তানি,
দেশটা কি তোর বাপদাদারার?
আমরা এতই সস্তা নি ?
আত পাও কি একলা তরার
আমরা লুলা ফঙ্গু লুক?
তরার বুহ কইলজা আছে
আমরার কইলজা ছাড়া বুক?
সাহস থাকলে একলা আ না
লগে কেরে পুলিশ লস?
পুলিশ লয়া বেডাগিরি?
পুলিশ ছাড়াই আমরা বস
আমরা কইলাম বালার বালা
চেতলে কফাল ফাডাইবাম,
ফরে কইলাম বিক্ষা থয়া
দৌড়বি কয়া হরি রাম।
বালা আছছ বালা বাবেই
দে বাহি দিন পার হইরা,
আমরার দিগে ভুলেও তরা
চাইছ না মাতা বার হইরা।
চোরের কিন্তু দশ দিনে অয়
গিরস্ত ধরে শেষ মাতাত,
এর ফরে তার কিতা যে অয়
চোরের বাফের মাতাত হাত।
ফিফড়ার পিডো ফাঙ্খা গজায়
মরণ যহন সামনে আয়,
তহন ফিফড়া আগুন লাইগ্যা
মরণ জ্বালায় দরফরায়।
শেষ বালা যার সব বালা তার
মাতাত রাহিস এই বাণী,
এর বিফরীত অইলে পরে
মরবি খায়া জলফানি।
বিষয়: বিবিধ
১৫৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন